24/09/2025
ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি শুধু সময় দেখায় না, সিলেটের ইতিহাস আর সংস্কৃতিকেও ধারণ করে। সুরমা নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই ঘড়িটা যেন সময়ের সাক্ষী, যা শত বছর ধরে শহরের নানা পরিবর্তন দেখে আসছে। যখনই এখানে আসি, মনে হয় যেন ঘড়ির কাঁটার সাথে মিশে আছে হাজারো গল্প। ঘড়ি বর্তমানে চালু অবস্থায় থাকায় অনেক ভালো লাগে দেখতে ☘️☄️