Jahan

Jahan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jahan, Digital creator, Sylhet.
(9)

01/07/2025

হ্যাকার এবং কিছু দুষ্ট অসামাজিক মানুষ আপনার এবং আপনার পরিবার এর কতি করতে পারে এ ধরণ এর মানুষ এর কথায় কান দিবেন না 🙏

29/06/2025

যিনি রাতের..
পর সকাল দেন,
তিনি কষ্টের
তিনি সুখ দিবেন
ইনশাআল্লাহ...!

29/06/2025

ধৈর্য মানুষকে ঠকায় না,
বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়. আল্লাহ সর্ব শক্তিমান✊

29/06/2025

"এলোমেলো জীবনটা"
গুছিয়ে নিতে নিতেই হয়তো
মালাকুল মউত এসেবলবে,
Your time is Over Les't go..😅💔

27/06/2025

একজন নারীর সম্পর্কে ঠিক ততোটাই কথা বলুন,
যতটা আপনি আপনার বোনের ব্যাপারে শুনতে পারবেন।🙂

27/06/2025

যে ভালোবাসে, সে ভুল ধরে না, ভুল শুধরে দেয়।

27/06/2025

মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর।

সম্প্রতি এক ভয়ংকর তথ্য ফাঁস হয়েছে খুঁজ রেখেছেন কি? আমরিকা তাদের সকল সরকারি ডিভাইসে WhatsApp নিষিদ্ধ করার ঘোষনা দিয়েছে।হ...
27/06/2025

সম্প্রতি এক ভয়ংকর তথ্য ফাঁস হয়েছে খুঁজ রেখেছেন কি? আমরিকা তাদের সকল সরকারি ডিভাইসে WhatsApp নিষিদ্ধ করার ঘোষনা দিয়েছে।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি ঘোষণা দিয়েছে—সরকারি স্মার্টফোন বা কম্পিউটার—কোনোটাতেই আর WhatsApp ব্যবহার করা যাবে না।

ইজ্রেলের সাবেক একটি স্পাইওয়্যার কোম্পানি Paragon Solutions, তাদের তৈরি "Graphite" নামের একটি টুল দিয়ে প্রায় ৯০ জনের WhatsApp মেটাডেটা বিশ্লেষণ করেছে।

এটা শুধু মেসেজ পড়া নয়—আপনি কখন, কোথা থেকে, কার সাথে কথা বলছেন—এইসব 'পেছনের তথ্য' নিয়েই মূলত নজরদারি করা হচ্ছিল। ভাবা যায়? শুধু টেক্সট না, আপনার পুরো ডিজিটাল গতিবিধি কেউ একজন দূর থেকে পর্যবেক্ষণ করছে।

এটা নিছক কোনো হ্যাকিং না—এটা সরাসরি গোপনীয়তা লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তার হুমকি। আর তাই আমেরিকার মতো শক্তিধর দেশকেও কড়া পদক্ষেপ নিতে হয়েছে।

বিশেষ করে ভয়াবহ বিষয় হলো ইস্রেল, যাকে আমেরিকা সব সময়ের মিত্র বলে মনে করে, তারাই এমন নজরদারির পেছনে রয়েছে। একবার চিন্তা করুন—আমেরিকা যদি নিজেদের গোপনীয়তা রক্ষায় WhatsApp বন্ধ করে দেয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সেটা কতটা ভয়ংকর হতে পারে?

সোর্স:

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন: প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি।প্রথ...
27/06/2025

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন: প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো,
সে তুমি নও। সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো, সে তুমি নও। সেটাও আমি।

যাই হোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই। সেটা তুমি।

কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না। আমাকে জানিও।

আবার নিয়ে আসবো আমার রাজকন্যাকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত!'❤️🙂

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন: প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো,
সে তুমি নও। সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো, সে তুমি নও। সেটাও আমি।

যাই হোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই। সেটা তুমি।

কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না। আমাকে জানিও।

আবার নিয়ে আসবো আমার রাজকন্যাকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত!'❤️

27/06/2025

মন খারাপ হলে,আঘাত পেলে,অথবা এমন কোনো সিচুয়েশন যেটা কাউকে বলেও লাভ নেই তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকি,মাঝে মাঝে অশ্রু ঝরাই!

যখন বার বার তাকিয়েও মনের ইচ্ছা পূর্ণ হয়না,তখন নিজেকে বলি,
রাসূল (সাঃ) সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন,তাই আল্লাহ তার বারবার তাকানোকে লক্ষ্য করেছিল।
আমি ছোট-বড়, ইচ্ছায়-অনিচ্ছায়,জেনে-না জেনে কত গুনাহই তো করি!হয়তো এজন্যই অপূর্ণ থাকে, হয়তো আল্লাহ অপেক্ষা করিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।

তবুও আকাশের দিকে তাকিয়ে থেকে একটা শান্তি অনুভব হয় এই আয়াতের কথা ভেবে,

"আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ করি!"

~(সূরা বাকারা, আয়াত- ১৪৪)

27/06/2025

ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল-যদি তোমার শরীরটা সুস্থ থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না’ সুস্থ থাকলে বলুন।আলহামদুলিল্লাহ।🖤@@@@

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share