International Sylheti Language Academy - ISLA

International Sylheti Language Academy - ISLA We work for development, research and promotion of Sylheti (Sileti) language.

22/09/2025

*Xorguy ar Xatu*

Ex xorguy ar ex xatu asla. Vara wuio jon kub bala bonwu asla. Xorguye van reisor xarone boqai xorva. Exwin vain van bonwu xature xoila, “Ao, amra wouq fovijugiva xori.” Xatu o raji oila. Xorguye mono xorva vain jiviba. Tokkor yuru oilo. Xatu ar xorguye roana wila yey lainor movlobe. Xatu lae lae jaira. Xorguy wouqaia bouv age gela gia. Xorewi saia wexla xatu mela xore. Ou vain mone mone xoila, “Vuqa jirailai”. Jiraniv lagi vain gumai gela. Hojag oia wexla xatue lain faroi gesoin! Jozgolor yobe xature cabbay wila.

*Yikka:* Elami xorle yamorvo vaxle o jivve farvae nae.
-
*বাংলা অনুবাদ:*
একটি খরগোশ এবং একটি কচ্ছপ ছিল। তারা দুজনেই অনেক ভালো বন্ধু ছিল। খরগোশ তার গতির কারণে অহংকারী ছিল। একদিন খরগোশ তার বন্ধু কচ্ছপকে বলল, “এসো, আমরা দৌড় প্রতিযোগিতা করি”। কচ্ছপও রাজি হলো। খরগোশ মনে মনে ভাবতো সে জিতবে। প্রতিযোগিতা শুরু হলো। কচ্ছপ এবং খরগোশ রওয়ানা দিল লক্ষ্যের উদ্দেশ্যে। কচ্ছপ ধীরে ধীরে যাচ্ছে। খরগোশ দৌড়ে অনেক সামনে চলে গেল। পিছন দিকে চেয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে। তাই সে মনে মনে ভাবলো, “একটু বিশ্রাম করি”। বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখলো কচ্ছপ লক্ষ্যে পৌঁছে গেছে। জঙ্গলের সবাই কচ্ছপকে বাহবা দিল।
-
*English translation:*
A rabbit (Xorguy) and a tortoise (Xatu) were there. They two people (wuio jon) were very good friends (kub bala bonwu). The rabbit used to boast (boqai xorva) due to (xarone) the speed of the race (reisor). One day (Exwin) he (vain) said to his friend (van bonwu) the tortoise, “Come (Ao), let us hold a running competition (fovijugiva xori)”. The tortoise also agreed (o raji oila). The rabbit used to think (mono xorva) he (vain) would win (jiviba). The competition (Tokkor) started (yuru oilo). The tortoise and the rabbit started moving (roana wila) towards the purpose (movlobe) of the finish line (yey lainor). The tortoise was going slowly (lae lae jaira). The rabbit, by running (wouqaia), went (gela gia) far ahead (bouv age). Looking back (Xorewi saia), he saw (wexla) the tortoise was far away (mela xore). Then he said to himself (mone mone), “Let me rest a little (Vuqa jirailai)”. For resting (Jiraniv lagi), he fell asleep (gumai gela). Becoming awake (Hojag oia), he saw the tortoise had crossed (lain faroi gesoin) the line!. Everyone (Yobe) in the jungle (Jozgolor) congratulated (cabbay wila) the tortoise.

© Mahbubul Alom

Laxai, Lubi
01/09/2025

Laxai, Lubi

Oilfa, Hoilfa
01/09/2025

Oilfa, Hoilfa

22/08/2025

> পৃথিবীতে বিদ্যমান আমাদের প্রতিবেশী দুইটি ভাষা হচ্ছে উর্দু এবং হিন্দি, বাঙালি মূর্খরা (সিলেটি ভাষায় বেঙ্গলি যাকে বলে) এই দুইটি ভাষাকে আলাদা ভাষা হিসেবে স্বীকার করে! অথচ এগুলোর ভাষাগত পার্থক্য এবং উক্ত জাতিগুলোর সাংস্কৃতিক মিল কতো যে কাছাকাছি, তা কী তারা জানেনা? হিন্দি এবং উর্দুর মধ্যকার পার্থক্য মাত্র ২% হয়তো হবে। অথচ সিলেটি এবং বাংলা ভাষার মধ্যে পার্থক্য (শব্দ ভান্ডার, ধ্বনি, টোন, ব্যাকরণ, অর্ডার সিস্টেম, অঞ্চল ও জাতির ক্ষেত্রে) ৩০% এরও বেশি। আর কোনো অঞ্চলের প্রমিত ভাষা বানানো হয় কেন্দ্রীয় ভাষাকে। কিন্তু পূর্ব ভারতের কেন্দ্রীয় ভাষা সিলেটি ভাষাকে প্রমিত না করে বাংলা, অসমীয়া এবং মনিপুরী ভাষাকে প্রমিত করা হয়েছে এবং উক্ত জাতিগুলোর জন্য আলাদা আলাদা রাজ্য প্রদান করা হয়েছে। সিলেটি ভাষার চেয়েও বাংলা ভাষার অসমীয়ার সাথে বেশি মিল রয়েছে। একসময় অসমীয়া ভাষাকেও বেঙ্গলি মূর্খরা তাদের উপভাষা মনে করত। কিন্তু এখন আর করে না কেননা এটা ভারতের স্বীকৃত একটি ভাষা হয়ে গেছে। আমরা গতদিন দেখেছি ভারতীয় সরকারি নোটিশে সিলেটি ভাষাকে উল্লেখ করা হয়েছে, যাতে বুঝা যায় সিলেটি ভাষাও স্বীকৃতির কাছাকাছি চলে যাচ্ছে ইনশাআল্লাহ। অতএব যতদিন পর্যন্ত সিলেটি ভাষায় অন্ততপক্ষে সিলেট অঞ্চলের ভেতরে পাঠ্যবই রচিত না হবে এবং অফিসিয়ালি সিলেটি ভাষার ব্যবহার না হবে, ততদিন পর্যন্ত সিলেটি ভাষাকেও তারা উপভাষা বলতেই থাকবে। সুতরাং বর্তমানে সিলেটি জাতির জন্য খুবই প্রয়োজন সিলেটি ভাষায় official কার্যক্রম এবং পাঠ্যপুস্তক রচনার দাবিতে একটি আন্দোলন তৈরি করা। শুধুমাত্র শান্তিপূর্ণভাবে স্মারক জমা দিলে বাংলাদেশ কিংবা ভারতের মতো রাষ্ট্রে কোনো কিছু আদায় করা যায় না, যতক্ষণ না তা বিপ্লব কিংবা আন্দোলনে পরিণত হয়। আমাদের সিলেটি ভাই-বোনদের এটা জানা উচিত। কিন্তু এরপরেও যদি বাংলাদেশ ও ভারত সরকার স্বীকৃতি না দেয় তাহলে আমরা সিলেটের জন্য স্বতন্ত্র রাজ্য অথবা প্রদেশ দাবি করব, আর যদি তাও না দেয় তাহলে আমরা যা করার তাই করব।
-
~ মাহবুবুল আলম

Check out the recruitment notice for Security Assistant/Executive positions by the Intelligence Bureau, Government of In...
20/08/2025

Check out the recruitment notice for Security Assistant/Executive positions by the Intelligence Bureau, Government of India, for 2025. ✔️ Sylheti (Syloti) is listed as one of the local languages required for the 🇮🇳Kolkata and Guwhati subsidiary, alongside 🇧🇩Bengali and others. This indicates the importance of Sylheti in the region's linguistic diversity, particularly in Kolkata, where it is spoken by the Sylheti community. Candidates applying for this position in Kolkata must be proficient in Sylheti if he/she is from Sylheti background to meet the job requirements.🎉

ভারত সরকারের গোয়েন্দা ব্যুরো কর্তৃক ২০২৫ সালের জন্য নিরাপত্তা সহকারী/নির্বাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন। ✔️সিলেটি ভাষাকে 🇧🇩বাংলা এবং অন্যান্য ভাষার পাশাপাশি কলকাতার এবং 🇮🇳গুয়াহাটির সহায়ক সংস্থার জন্য প্রয়োজনীয় স্থানীয় ভাষাগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত করেছে। এটি এই অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য, বিশেষ করে কলকাতায় যেখানে সিলেটি সম্প্রদায় এই ভাষায় কথা বলেন, সেখানে সিলেটি ভাষার গুরুত্ব নির্দেশ করেছে। কলকাতায় এই পদের জন্য সিলেটি পরিবার থেকে আসা আবেদনকারী প্রার্থীদের চাকরির প্রয়োজনীয়তা পূরণের জন্য সিলেটিতে দক্ষ হতে হবে।🎊

ꠄꠘ꠆ꠒꠤꠀ ꠡꠞꠈꠣꠞꠞ ꠉꠥꠄꠘꠖꠣ ꠛꠥꠞꠞ 2025 ꠚꠤꠞꠣꠞ ꠟꠣꠉꠤꠘ ꠘꠤꠞꠣꠚꠔ꠆ꠔꠣ ꠡꠣꠁꠎ꠆ꠎꠉꠤꠞ ꠈꠣꠝꠞ ꠖꠣꠄ ꠄꠟꠣꠘ ꠄꠈꠣꠘ ꠈꠞꠍꠦ, ꠖꠦꠈꠇꠣ ⁕ ꠎꠦꠎꠣꠉꠣꠔ ✔️ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠞꠦ 🇧🇩ꠛꠣꠋꠟꠣ ꠀꠞ ꠀꠞꠎꠣꠔꠤ ꠝꠣꠔꠞ ꠟꠉꠦ 🇮🇳ꠇꠟꠤꠈꠣꠔ꠆ꠔꠣ ꠀꠞ ꠉꠥꠀꠢꠣꠐꠤ ꠍꠣꠛꠍꠤꠒꠤꠀꠞꠤꠞ ꠎꠞꠥꠞꠤ ꠝꠣꠔꠈꠟꠞ ꠜꠤꠔꠞꠞ ꠄꠉꠥ ꠈꠁꠀ ꠐꠥꠇꠣꠔ ꠟꠈꠐꠣꠁꠍꠦ ⁕ ꠁꠇꠐꠣ ꠁ ꠅꠘ꠆ꠌꠟꠞ ꠒꠦꠞꠤꠝꠣꠞꠣ ꠝꠣꠔꠞ ꠀꠝꠖꠣꠘꠤ, ꠛꠤꠡꠦꠡ ꠈꠞꠤꠀ ꠇꠟꠤꠈꠣꠔ꠆ꠔꠣꠔ ꠎꠦꠘꠅ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ꠆ꠞꠣ ꠝꠣꠘꠥꠁꠘ꠆ꠔꠦ ꠁ ꠝꠣꠔꠦ ꠝꠣꠔꠂꠘ, ꠢꠤꠘꠅ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠞ ꠎꠦ ꠄꠈꠐꠣ ꠔꠥꠎꠥꠞꠛꠣ ꠀꠍꠦ ꠅꠈꠐꠣꠃ ꠛꠥꠏꠣꠁꠍꠦ ⁕ ꠇꠟꠤꠈꠣꠔ꠆ꠔꠣꠔ ꠁ ꠈꠣꠝꠞ ꠖꠣꠄ ꠍꠤꠟꠐꠤ ꠎꠣꠔꠤ ꠔꠘꠦ ꠀꠃꠞꠣ ꠖꠞꠈꠣꠍ ꠈꠞ꠆ꠞꠣꠁꠘ꠆ꠔꠞꠦ ꠍꠣꠈꠞꠤꠞ ꠖꠞꠈꠣꠞꠦ ꠜꠣꠟꠣ-ꠟꠤꠟꠣꠄ ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ ꠎꠣꠘꠞꠣ ꠅꠃꠀ ꠟꠣꠉꠛ ⁕💐

[এন্ডিআ শরখারর গুএনদা বুরর ২০২৫ ফিরার লাগিন নিরাফত্তা শাইজ্জগির খামর দাএ এলান এখান খরছে, দেখকা। জেজাগাত ছিলটি মাতরে বাংলা আর আরজাতি মাতর লগে কলিখাত্তা আর গুআহাটি ছাবছিডিঅরির জরুরি মাতখলর ভিতরর এগু খইআ টুকাত লখটাইছে। ইকটা ই ওন্চলর ডেরিমারা মাতর আমদানি, বিশেশ খরিআ কলিখাত্তাত জেনও ছিলটি মাত্রা মানুইন্তে ই মাতে মাতৈন, হিনও ছিলটি মাতর জে এখটা তুজুরবা আছে ওখটাউ বুঝাইছে। কলিখাত্তাত ই খামর দাএ ছিলটি জাতি তনে আউরা দরখাছ খর্রাইন্তরে ছাখরির দরখারে ভালা-লিলাএ ছিলটি মাত জানরা ওউঅ লাগব।]






P©Abdullah Barbhuiya

I wi Isa(য়ি দি ইছা)Isa ma*or hukoin moja.(ইছা মাছর হুকইন মজা)Email: isl.ac.slt@gmail.com
17/08/2025

I wi Isa
(য়ি দি ইছা)

Isa ma*or hukoin moja.
(ইছা মাছর হুকইন মজা)

Email: [email protected]

14/08/2025

O mother, where are you? I am hungry. I will eat rice. I am thirsty, so I will drink water. Why have you called me? I cannot do this. How are you? I am well.

*Vorjoma:*
O amma, vumi xoi? Amar buk lagse. Ami bav xaivam. Amar fifaya lagse, ellagi ami fani xaivam. Vumi xene amare daxso? Ami ita xorve farvam nae. Vumi kilan a*o? Ami bala asi.

*Yobwarvo:*
* O mother - O amma.
* where are you? - Vumi (oilae) xoi?
* I am hungry - Ami (oilam) bukas.
* I will eat - Ami xaivam (sairam)
* rice - Bav
* I am thirsty - Ami (oilam) fifayu
* so - Ou, ellagi, ou xarone
* I will drink - aami fivam (sairam)
* water - Fani
* Why have you called me? - Vumi amare xene daxso?
* I cannot do this - Ami oxta xorve farvam nae.
* How are you? - Vumi kilan a*o?
* I am well - Ami bala asi.

12/08/2025

গোয়ানঘাট-কোম্পানীগঞ্জের আবাদীদেরকে বিতাড়িত করা হোক, যারা পাথর চালানে কাজ করছে এবং সিলেটের সৌন্দর্য বিনষ্ট করছে। এছাড়াও যেসব রাজনৈতিক ব্যক্তি এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকেও বিতাড়িত করা হোক।

হে বাংলাদেশ, এই দৃশ্য তোমরা আর দেখতে পাবে না!
11/08/2025

হে বাংলাদেশ, এই দৃশ্য তোমরা আর দেখতে পাবে না!

09/08/2025

বাঙু+গালি = বাঙালি (বাঙ্গালী)

সংজ্ঞা এবং পরিচয়: বাঙালি হলো এমন একটি জাতি যারা শত শত বছর ধরে সিলেটিদের গু পরিষ্কার করে জীবিকা নির্বাহ করে। ঐতিহাসিকভাবে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে বাঙালিরা এসে সিলেটিদের গোলামী করে এবং পায়খানা পরিষ্কার করে থাকে। সিলেটিরা বাঙালি জাতিকে বেঙ্গলি নামে ডাকে এবং সিলেটিদের মাধ্যমে সারা বিশ্বে তারা বেঙ্গলি নামেই পরিচিত।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when International Sylheti Language Academy - ISLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share