
14/07/2025
মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী শুধু একটি নাম নায়, একটা ইতিহাস।
হিংসুকরা আপনাকে নিয়ে যতই সমালোচনা করবে, ততো আপনার প্রতি মানুষের ভালোবাসা আরো দ্বিগুণ বাড়বে।
আপনাকে নিয়ে হিংসুক, সমালোচকরা বাজে কথাবার্তা বলে আপনি কোনো পাল্টা জবাব দেন না। শুধুই নিরব থাকেন।
প্রিয় রাহবার!
আপনার এই নিরবতা,
আমাদের মাজে দেয় পাহাড় পরিমাণ ব্যাথা।
আসলে
আপনি তো নন একা,
হাঁটলে ফের মিছিল সাজে
বসলে হয় একটি খানেকা।
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসি হে প্রিয় রাহবার।🥰
কারণ, আপনি আমাদের শক্তি, আপনি আমাদের সাহস, আপনিই আমাদের অনুপ্রেরণা।
দুয়া করি আল্লাহ যেন আপনাকে মুনাফিক, হিংসুক, সমালোচক, জা*লি*ম দের হাত থেকে হেফাজতে রাখেন।