Siddiki Vai

Siddiki Vai আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট
(3)

13/01/2025

দিন দিন পেজের অবনতি দেখলে কেমনে ভালো লাগে বলুন
তারপরও নিরলস পরিশ্রম করে যাচ্ছি

খারাপ সময়ে কাউকে পাশে পাইনি তাতে দুঃখ নাই কিন্তু খারাপ সময়ে উপহাস করা মানুষ গুলোকে অনেক ভালোবাসা জানাই
12/01/2025

খারাপ সময়ে কাউকে পাশে পাইনি তাতে দুঃখ নাই কিন্তু খারাপ সময়ে উপহাস করা মানুষ গুলোকে অনেক ভালোবাসা জানাই

12/01/2025

অনেক জানার চেষ্টা করার পরও দেখা যায় এখনো অনেক বিষয়ে মিস্টেক অনেক বিষয়ে অজানা রয়ে গেছে
অতএব জানার কোনো শেষ নাই জানার কোনো বয়স নাই

কবি হলে কবিতা লিখতাম শিল্পী হলে ছবি আঁকতাম গায়ক হলে গান গাইতাম এই প্রকৃতি নিয়ে
11/01/2025

কবি হলে কবিতা লিখতাম শিল্পী হলে ছবি আঁকতাম গায়ক হলে গান গাইতাম এই প্রকৃতি নিয়ে

11/01/2025

ব্যস্ততার ফাঁকেও একটু একটু করে কাজ চালিয়ে যাচ্ছেন
মাঝে মাঝে হতাশার ঘুর্ণিঝড় কে কঠিন ধৈর্য দিয়ে প্রতিরোধ করেও কাজ চালিয়ে যাচ্ছেন
মনে রাখবেন সফলতা আপনাকেই খুঁজছে

11/01/2025

আপনি আমি এখন নতুন
এখন আমরা সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাওয়াই আমাদের সঞ্চয় এবং এই সময়ে আমরা যদি পাওয়ার আশা কম করি তাহলেই ধৈর্য ধরে কাজ করা সহজ হবে

নিজেকে নিজে একটু ভেংচানোর চেষ্টা করলামঠিকমতো ভেংচানো টাও দিতে শিখলাম না
10/01/2025

নিজেকে নিজে একটু ভেংচানোর চেষ্টা করলাম
ঠিকমতো ভেংচানো টাও দিতে শিখলাম না

10/01/2025

প্রতিদিন কন্টেন্ট এ নতুন চমক নতুন আকর্ষণ আনার জন্য গভীর চিন্তাভাবনা এবং জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে

10/01/2025

আমরা ফেসবুকে অধৈর্য এবং হতাশ হওয়ার জন্য হাজারো কারণ খুঁজি
অথচ ধৈর্য রেখে হতাশাকে দূর করার জন্য একটা কারণ ও খুঁজি না
"শুভ সকাল"

খালি পকেট আমাকে বাস্তবতার কিছু নমুনা দেখাতে সাহায্য করলো যেই বাস্তবতা নিয়ে আমি কখনো একটুও ভাবিনি
09/01/2025

খালি পকেট আমাকে বাস্তবতার কিছু নমুনা দেখাতে সাহায্য করলো যেই বাস্তবতা নিয়ে আমি কখনো একটুও ভাবিনি

09/01/2025

বাস্তবতার বেড়াজালে তুমি আবদ্ধ
এটা মেনে নিতেই হবে তবে এই বেড়াজালে আবদ্ধ থেকেও তুমি যখন কিছু একটা চেষ্টা চালিয়ে যাবে সেই চেষ্টাটা-ই তোমাকে বেড়াজাল থেকে মুক্ত করার সহায়ক হতে পারে

09/01/2025

গুডমর্নিং, গুডনাইট, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি এই জাতীয় পোস্টগুলো করার ক্ষেত্রে একটু চেঞ্জিং পরিবর্তন রাখার চেষ্টা করবেন অর্থাৎ আগে পরে কিছু ভিন্ন ভিন্ন ক্যাপশন জুড়ে দিবেন
একই রকম লেখা বারবার দিবেন না

দিনশেষে প্রকৃতির সাথে একটা সেলফি আমাকে ব্যপক প্রশান্তি দেয়
08/01/2025

দিনশেষে প্রকৃতির সাথে একটা সেলফি আমাকে ব্যপক প্রশান্তি দেয়

08/01/2025

ফেইসবুকে আপনার প্রধান কাজ হচ্ছে গতকালের থেকে আজকে নিজেকে আরেকটু ইম্প্রুভ করা এবং আজকের কাজেও সন্তোষজনক ফলাফল না পেলে আগামীকাল আরো উন্নত কারার চিন্তাভাবনা করা।

08/01/2025

আপনি যদি মনে করেন একটা ভিডিও হলেই হলো দর্শকদের আকর্ষিত করুক বা না করুক দর্শক ধরে রাখতে পারুক বা না পারুক ফেইসবুক ভিডিও ভাইরাল করবে
ভাই এমনটা হলে কিন্তু সবাই ভাইরাল হয়ে যেতো

07/01/2025

প্রিয় শরিফ ভাইয়ের অনুষ্ঠান

প্রকৃতি-ই প্রকৃতআমি হতে চাই তাহার খাদিম
07/01/2025

প্রকৃতি-ই প্রকৃত
আমি হতে চাই তাহার খাদিম

07/01/2025

একটা কন্টেন্ট মানসম্মত হলো কি না দর্শক এটা পছন্দ করবে কি না কন্টেন্ট এ কি এমন আছে যেটা দেখে দর্শক আটকাবে এই বিষয়গুলো যদি চিন্তা না করেন তাহলে আপনার সফলতা এখনো অনেক দূরে

Address

Fenchuganj
Sylhet
3116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddiki Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share