
04/01/2025
সাল ২০২৪ ছিল আমার জীবনের সবথেকে ভয়াবহ একটা বছর। কারন, এই বছর আমাকে এতো বাজেভাবে আঘাত করেছে যা আমি আমার জীবনে ২য় বার অনুভব করি নি। বছরের শুরু হয় নিজের সবথেকে কাছের বন্ধুর মৃত্যুর খবর শুনে। চারপাশের পৃথিবীটা যখন থেকেই চিনতে শুরু করেছি, তখন থেকেই আমার বন্ধু "আখিলের" সাথে আমার পরিচয়। সেই বন্ধু যখন আমেরিকায় রোড এক্সিডেন্টে মারা যায় আর সে খবর আমি শুনি তখন প্রায় ৪ মাস মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ি। সেই ট্রমা থেকে বাঁচতে পুনরায় যে মানুষ আমাকে সাহা্য্য করে, আমার জীবনের প্রথম ভালোবাসা, গেল বছরের ১৮ অক্টোবর তার ও অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। সে ও এখনো তার স্বামীর ঘরে সুখের সংসার করছে। নিজের Looks হারিয়েছি, নিজের লেখাপড়া নষ্ট করেছি, নিজের পরিবারকে নিরাশ করেছি, নিজের মান-সম্মান সবকিছু হারিয়েছি এই ২০২৪ সালে। বলতে গেলে পুরোপুরি ভেঙে পড়েছি। অনেক চেষ্টা করেছি Come Back করার, কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারিনি। আর আমার এইসব কিছু হারানোর পিছনে একমাত্র দ্বায়ী হলাম আমি, এখানে আর কারোর দোষ নাই। কিন্তু এখন যা হওয়ার হয়ে গেছে, অতিত তো আর কখনো বদলানো যাবে না। তবে এই ২০২৫ সালে আমি আমার জীবনের সব থেকে বড় Come Back করতে চাই। এই বছর আমি আমার জীবনের সব থেকে বেশী Effort দিবো আমার লেখাপড়ায়, আমার ক্যরিয়ারে, আমার নিজের ব্যক্তিত্বে। আমার পরিবার, আমার প্রিয়জন যে আস্থা আমার কাছ থেকে হারিয়েছে তা এই বছর পুনরায় আমি ফিরে পেতে চাই। এই পোস্ট টা আমি Reminder হিসেবে রেখে দিলাম। যেইদিন আপনাদের চোখে আমি সফল হবো, ওইদিন আমার এই পোস্টে আপনারা এসে আমাকে বলবেন। সেইদিন আপনাদের সামনে এসে নিজেকে উপস্থাপন করবো। আল্লাহ হাফিজ ❤️🩹