08/11/2024
একটি স্বপ্নের বুনন ও বাস্তবায়নে কতোটা যে পরিশ্রম ও ধৈর্য্য প্রয়োজন; তা বোধয় কর্মঠ ও উদ্যম ব্যক্তি ছাড়া কেউই বলতে পারবেনা। আমার মতো অলস, কুঁড়ে ও অকর্মক দিয়ে কিছুই হওয়া সম্ভব নয়, তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এই আমি একটি স্বপ্নকে বাস্তবে নিয়ে আসার প্রচেষ্টায় আছি। সকলের সহযোগিতা ও আল্লাহর সহায়তা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। তাই পাশে থাকার আহবান!