Sojol Ghosh Messenger

Sojol Ghosh Messenger Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sojol Ghosh Messenger, Digital creator, B-60, Pallabi R/A, Ponitula, Sylhet.

সজল ঘোষ। একজন গণমাধ্যমকর্মী। এছাড়া তিনি একজন গীতিকার, কবি, ছড়াকার ও কলাম লেখক। তিনি জাতীয় সংবাদপত্র দ্বি নিউজ টাইমস পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। .

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২৬ এপ্রিল শনিবারপ্রভুপাদ শ্রীশ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর শুভ আবির্ভাব তিথ...
15/04/2025

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম
সংকীর্ত্তন শুরু ২৬ এপ্রিল শনিবার

প্রভুপাদ শ্রীশ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর শুভ আবির্ভাব তিথি এবং গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ-এর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- গিরিরাজ দাস জুয়েল।
২৭ এপ্রিল রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা সিলেট, হরিভক্ত দাস, রথিশ দাস, নিশি তালুকদার, রূপম ধর ও গিরিরাজ দাস জুয়েল।
২৮ এপ্রিল সোমবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়-হরিভক্ত দাস; সিলেট। সকাল ১০টায় শ্রীশ্রী গুরুপূজা।
দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ। পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার শ্রীগুরুচরণাশ্রিত ভক্তবৃন্দ ও শিষ্যবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।

সিলেটে উৎসবমুখর পরিবেশে শ্রীরাম নবমী মহোৎসব উদযাপিতপুণ্যভূমি সিলেটে মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভা...
07/04/2025

সিলেটে উৎসবমুখর পরিবেশে
শ্রীরাম নবমী মহোৎসব উদযাপিত

পুণ্যভূমি সিলেটে মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী উপলক্ষে আয়োজিত শ্রীরাম নবমী মহোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিনব্যাপী এই মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়।

সিলেট নগরের মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় গত ৫ এপ্রিল শনিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো এ মহোৎসব শুরু হয়। শ্রীরাম নবমী উদযাপন পরিষদ, শ্রীহট্ট আয়োজিত এবারের শ্রীরাম নবমী মহোৎসব সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এতে উপস্থিত সকলেই দেশ ও জাতির চিরকল্যাণ ও চিরশান্তি কামনা করেন।

শ্রীরাম নবমী মহোৎসবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দর শেখর, দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফীসহ সহকর্মীবৃন্দ।

এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দর শেখর এবং মানস কুমার মুস্তাফী পুরো আয়োজন পরিদর্শন করেন এবং ভগবান শ্রীরামের উদ্দেশে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। তিনি মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শ্রীরাম নবমীর শুভেচ্ছা বিনিময় করেন।

মহোৎসবে সন্ধ্যা-আরতিপর্বে যুক্ত হয়ে আশীর্বাদ প্রদান করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের স্বামী ওম প্রকাশ মহারাজ।

মহোৎসবে আরও উপস্থিত ছিলেন- শ্রীশ্রী বলরাম জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের পক্ষে মুখপাত্র রাজন মালাকার, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ, শ্রীরাম নবমী মহোৎসব আয়োজক কমিটির আহ্বায়ক দেবাশীষ পাল ও সদস্য সচিব সন্দীপ চক্রবর্তী রূপক, অন্যান্য কার্যকরী সদস্য বাপ্পন চক্রবর্তী, রতন চক্রবর্তী, বিশ্বজিৎ মালাকার, টিটু চক্রবর্তী, আকাশ দাস, সাগর সরকার, অপু দাস, হৃদয় মোদক, চিরঞ্জিত দাশ সৃজন, রনি সরকার, বীরেশ্বর রায়, ধীমান সরকার, সঞ্জিত চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার আহ্বায়ক দিপক রায়, পূজা উদযাপন পরিষদ শাহপরাণ থানা কমিটির সভাপতি বীরেশ দেবনাথ উপস্থিত ছিলেন।

দু’দিনব্যাপী কর্মমূচির মধ্যে ছিল- ৫ এপ্রিল শনিবার রাত ৮টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। ৬ এপ্রিল রবিবার সকাল ৮টায় পূজার্চ্চনা, সকাল ৯টায় বিশ্বশান্তিকল্পে যজ্ঞানুষ্ঠান, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ, দুপুুর ১২টায় ‘রামকথা’ শীর্ষক ধর্মীয় আলোচনাসভা, দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সমবেত প্রার্থনা, সন্ধ্যা আরতি ও রাত ৮টায় অনুষ্ঠান সমাপন হয়।

মহোৎসবে সুন্দর ও সফলভাবে সম্পন্নের জন্য শ্রীরাম নবমী উদযাপন পরিষদ, শ্রীহট্টের পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট-৩১০০।
বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।

জয় রাধে, শ্রী রাধেকৃষ্ণ প্রীতি নমস্কার ও শুভেচ্ছা গ্রহণ করুন। সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা, পনিটুলায় শ্রীমদ্ভাগবত গীত...
30/03/2025

জয় রাধে, শ্রী রাধে
কৃষ্ণ প্রীতি নমস্কার ও শুভেচ্ছা গ্রহণ করুন।
সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা, পনিটুলায় শ্রীমদ্ভাগবত গীতা শিক্ষা ক্লাসের আয়োজন করা হয়েছে। আগামী ০১/০৪/২০২৫ইং মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীমদ্ভাগবত গীতা শিক্ষা ক্লাস- এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। শ্রীমদ্ভাগবত গীতা শিক্ষা ক্লাস নিবেন শ্রীমতি শতরূপা তুলসি দেবী দাসী। প্রতি সপ্তাহে এই শ্রীমদ্ভাগবত গীতা শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত শ্রীমদ্ভাগবত গীতা শিক্ষা ক্লাসে আপনি/আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি। স্থান: শ্রীযুক্ত রঞ্জিত কুমার ঘোষ, উচাঁবাড়ী, পল্লবী আবাসিক এলাকা, পনিটুলা, সিলেট। অনুরোধক্রমে: সজল ঘোষ, সাংবাদিক, মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।

সিলেটে শ্রীরাম নবমী মহোৎসব শুরু ৫ এপ্রিল শনিবারমর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীশ...
28/03/2025

সিলেটে শ্রীরাম নবমী মহোৎসব
শুরু ৫ এপ্রিল শনিবার

মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীশ্রী রাম নবমী মহোৎসব ২০২৫-এর আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় ‘শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টে’র আয়োজনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৫ এপ্রিল শনিবার রাত ৮টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। ৬ এপ্রিল রবিবার সকাল ৮টায় পূজার্চ্চনা, সকাল ৯টায় বিশ^ শান্তিকল্পে যজ্ঞানুষ্ঠান, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ, দুপুুর ১২টায় ‘রামকথা’ শীর্ষক ধর্মীয় আলোচনাসভা, দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সমবেত প্রার্থনা, সন্ধ্যা আরতি ও রাত ৮টায় অনুষ্ঠান সমাপন। মহাভোগ ও যে কোনো অনুদান প্রদানে ০১৭১৭-৫৬৭৪৫৯ ও ০১৭৫৮-৩৬৪৬৮৬ (বিকাশ)-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত শ্রীরাম নবমী মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ‘শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের’ পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৪ এপ্রিল শুক্রবারকলিহত জগত জীবের কল্যাণার্থে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরি...
28/03/2025

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম
সংকীর্ত্তন শুরু ৪ এপ্রিল শুক্রবার

কলিহত জগত জীবের কল্যাণার্থে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের বøক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। ৫ এপ্রিল শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রæত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; সিলেট, শ্রীযুক্ত বিষ্ণুপদ দেব; সিলেট, শ্রীযুক্ত অধীর ভৌমিক; সিলেট, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট ও শ্রীযুক্ত নেপাল দাস; সিলেট।
৬ এপ্রিল রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়- শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ। পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের বøক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।

সিলেটে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠেবার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল শুক্রবারশ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ...
09/03/2025

সিলেটে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে
বার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল শুক্রবার

শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবী’ এর বার্ষিক পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পূজানুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের জৈনপুর, দক্ষিণ সুরমায় অবস্থিত মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ এপ্রিল শুক্রবার মহাসপ্তমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ২টায় মাতৃসঙ্গীত পরিবেশনা; পরিবেশনায়-গুরুচণ্ডালী ব্যান্ড, সিলেট। ৫ এপ্রিল শনিবার মহাঅষ্টমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১২টায় ‘সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য সতীতীর্থ মহালক্ষ্মী গ্রীবাপীঠ’ শীর্ষক আলোচনাসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সরকারি বৃন্দাবন কলেজ হবিগঞ্জের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেটের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট। সভাপতিত্ব করবেন পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন। দুপুর ২টায় মাতৃসঙ্গীত, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হরিনাম সংকীর্ত্তন। ৬ এপ্রিল রবিবার মহানবমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ। দুপুর আড়াইটায় পূর্ণাহুতি যজ্ঞ, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাতৃবন্দনা, রামায়ণ কীর্ত্তন ও হরিনাম সংকীর্ত্তন। এদিন দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহাঅষ্টমী ও মহানবমীতে প্রতিশ্রুত কীর্ত্তনায়াবৃন্দ হলেন- শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার; সুনামগঞ্জ, শ্রীযুক্ত সৌরভ পুরকায়স্থ শাওন; সিলেট, শ্রীযুক্ত সুমন দাস; সিলেট, শ্রীযুক্ত দ্বীপ চন্দ; সিলেট। ৭ এপ্রিল সোমবার দশমী বিহিত পূজা শেষে অনুষ্ঠান সমাপন।
শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবী’র মন্দিরের উন্নয়ন কাজে যে কেউ সহায়তা করতে চাইলে হিসাবের নাম-শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবামহাপীঠ শ্রীহট্ট, চলতি হিসাব নং ৫৬২১০০১০০৫০২৯, সোনালী ব্যাংক, মহাজনপট্টি শাখা, সিলেটে অর্ঘ্য জমা দেওয়া যাবে।
বার্ষিক পূজানুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, সত্য যুগে দক্ষ রাজা কর্তৃক যজ্ঞ অনুষ্ঠানে দেবাদিদেব মহাদেব (জামাতা)-কে আমন্ত্রণ না করায় এবং পতিনিন্দা সহ্য করতে না পারায় দক্ষকন্যা সতীদেবী দেহত্যাগ করলে মহাদেব সেই সংবাদ শুনে মৃত সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়নৃত্য শুরু করেন। এ অবস্থা ব্রহ্মাদিসহ দেবগণ উপলব্ধি করে সৃষ্টি রক্ষার জন্য শ্রীশ্রী বিষ্ণুর শরণাপন্ন হলে শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্র দ্বারা মহাদেবের কাঁধে থাকা সতীদেহকে একান্নটি খণ্ডে খণ্ডিত করে ভূমিতে পতিত করেন এবং মহাদেবকে ধ্বংসলীলা থেকে নিবৃত করেন। সতীদেবীর একান্নটি দেহখণ্ড ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, তিব্বত ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে পতিত হয়। এই একান্নটি দেহখণ্ড যেসব স্থানে পতিত হয় সেইসব স্থান একেকটি পীঠস্থান তথা তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়ে বিভিন্ন নামে পরিচিতি লাভ করে। সিলেট নগর থেকে ৩ কি.মি. দক্ষিণে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পশ্চিম পাশে জৈনপুর গ্রামে সত্য যুগের সেই দিনে সতীদেবীর একান্নটি দেহখণ্ডের একটি দেহাংশ (গ্রীবা) পতিত হয়েছিল। ফলে উক্ত স্থানটি গ্রীবা মহাপীঠ নামে পরিচিতি লাভ করে। এখানে অধিষ্ঠাত্রী দেবীর নাম ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী’ এবং অনতিদূরে ঈশান কোণে গোটাটিকর গ্রামে ‘সর্বানন্দ ভৈরব’ নামে পীঠরক্ষী মহাদেব শিব অধিষ্ঠিত আছেন। অতি প্রাচীনকাল থেকে নিত্যপূজাসহ প্রতি বছর অশোকাযোগে পীঠস্থানে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। -বিজ্ঞপ্তি

আমার সংগ্রামী জীবনের প্রেরণার উৎস, দৈনিক উত্তরপূর্ব'র প্রাণ ভ্রমরা মো: ইকবাল হোসেন আনা স্যার চলে গেছেন যুক্তরাষ্ট্র। আলো...
06/03/2025

আমার সংগ্রামী জীবনের প্রেরণার উৎস, দৈনিক উত্তরপূর্ব'র প্রাণ ভ্রমরা মো: ইকবাল হোসেন আনা স্যার চলে গেছেন যুক্তরাষ্ট্র। আলোকিত মানবিক গুণাবলী সম্পন্ন সুমানুষ, স্নিগ্ধ কোমল ছায়াশীল বটবৃক্ষ মো: ইকবাল হোসেন আনা স্যার ৫ মার্চ বুধবার বিকেলে জীবন জীবিকার টানে যুক্তরাষ্ট্র’র উদ্দেশ্যে যাত্রা করেন। আনা স্যার-এর সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে সন্তানও পাড়ি দিয়েছেন আমেরিকায়।
আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ মো: ইকবাল হোসেন আনা স্যার-এর প্রবাস জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। আলোময় সঙ্গীতের সুর মুগ্ধতায় তিনির প্রবাস জীবনযাপন রঙে রঙে রঙিন হোক। স্যার, আপনি পরিবার নিয়ে শতভাগ ভালো থাকুন, ভালো থাকুন এবং ভালো থাকুন। আমার আনা স্যার-এর জন্য আপনি/আপনার দোয়া ও আশীর্বাদ বিনীতভাবে প্রত্যাশা করছি।

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১৩ মার্চ কলিযুগ পাবনাবতারী শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণ...
27/02/2025

পনিটুলা মহাপ্রভুর আখড়ায়
হরিনাম সংকীর্ত্তন শুরু ১৩ মার্চ

কলিযুগ পাবনাবতারী শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) এবং নিত্যলীলায় প্রবিষ্ট গুরুদেব প্রভুপাদ শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোলো প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- শ্রীযুক্ত নেপাল তালুকদার; সিলেট । ১৪ মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে ষোলো প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়ে ১৫ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; পনিটুলা সিলেট, আশ্রম সম্প্রদায়; মৌলভীবাজার, সখি সম্প্রদায়; খুলনা, হরিনাম সম্প্রদায়; কুমিল্লা, অনুরাধা সম্প্রদায়; গোপালগঞ্জ, নবসখী সম্প্রদায়; মৌলভীবাজার ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; সিলেট।
১৬ মার্চ রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়- শ্রীযুক্ত নেপাল তালুকদার; সিলেট। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

ওসমানীনগরে হরিনাম সংকীর্ত্তন শুরু ৬ মার্চ বৃহস্পতিবারকলিহত জীবের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরি...
12/02/2025

ওসমানীনগরে হরিনাম সংকীর্ত্তন
শুরু ৬ মার্চ বৃহস্পতিবার

কলিহত জীবের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট জেলার ওসমানীনগর থানার সাদীপুরস্থ হিমাংশু দেব মহাশয়ের বাড়িতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়- শ্রীযুক্ত মাধব আচার্য: সিলেট। সন্ধ্যা সাড়ে ৫টায় মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টায় শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়- শ্রীযুক্ত রামানন্দ দাস (টিটু); সিলেট, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি, রাত ৮টায় শুভ অধিবাস, পরিবেশনায় শ্রী সেন সিবানন্দ দাস বৈষ্ণব; সিলেট।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- সিলেট নগরের বি-৫৭নং পল্লবী আবাসিক এলাকা, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ, পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
৭ মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
নামসুধা পরিবেশন করবেন -শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; সিলেট, শ্রী সেন সিবানন্দ দাস বৈষ্ণব: সিলেট, শ্রীযুক্ত রাজিব দে; জগন্নাথপুর, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট ও শ্রীযুক্ত নেপাল দাস; সিলেট।
৮ মার্চ শনিবার সকাল ৯টায় কলংক মোচন। দুপুর ১২টায় শ্রীশ্রী মহাপ্রভু ও শ্রীশ্রী মহাপ্রভুর প্রিয় পার্ষদ ৬৪ মোহন্তের ভোগ আরাধনা মহোৎসব অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ; পরিচালনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীগুরু চরণাশ্রিত শ্রীমতি মলিনা রাণী দেব ও পুত্র এবং কণ্যাগণ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট।
বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

মৌলভীবাজারে শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান শুরু ১২ মার্চ শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে ৪০ প্রহরব্যাপী ৪১তম বার্...
31/01/2025

মৌলভীবাজারে শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে
বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান শুরু ১২ মার্চ

শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে ৪০ প্রহরব্যাপী ৪১তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই নামযজ্ঞানুষ্ঠান মহোৎসব মৌলভীবাজার জেলার রাজনগর থানার তারাপাশাস্থ শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১২ মার্চ বুধবার ভোর ৫টায় বিষ্ণুসৃক্তম পাঠ, পরিবেশনায় শ্রী কিশোর কান্তি ভট্টাচার্য, ভোর ৬টা ৩১ মিনিটে উৎসবসূচক ঊষাকীর্ত্তনসহ পল্লী পরিক্রমা, সকাল ৭টা ১ মিনিটে পিণ্ডদান ও পিতৃতর্পণ অনুষ্ঠান (প্রতিদিন), সকাল ৮টা ১ মিনিটে বিশ্বশান্তিকল্পে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ; পৌরহিত্য করবেন চট্টগ্রামের পটিয়াস্থ শ্মশানকালী মাতৃসেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরিষোতানন্দ গিরি মহারাজ, সকাল ৭টা ১ মিনিটে নামযজ্ঞের শুভ অধিবাস, পরিবেশনায় শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার, পৌরহিত্যে মধুসূদন কৃষ্ণ দাস ও মাধবকৃষ্ণ দাস।
১৩ মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত থেকে ৪১তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়ে ১৭ মার্চ সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীশ্রী নামসুধা বিতরণ করবেন- কৃষ্ণভক্ত সম্প্রদায়; খুলনা, শ্রীমন মহাপ্রভু সম্প্রদায়; মাদারীপুর, মহাপ্রভু সম্প্রদায়; গোপালগঞ্জ, শ্রীগৌরাঙ্গ সম্প্রদায়; খুলনা ও মধুসুদন সম্প্রদায়; নড়াইল। ১৭ মার্চ সোমবার শ্রীবিষ্ণুর মহাভোগরাগ অনুষ্ঠান। এই মহাভোগরাগ মহোসবে অংশ নিতে আগ্রহীদের নাম-গোত্রসহ ০১৭৫৯-০৩০৫৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় নামযজ্ঞের পূর্ণাহুতি, দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায় শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার, সুনামগঞ্জ।
শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে ৪০ প্রহরব্যাপী ৪১তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ‘উৎসব উদযাপন পরিষদ ১৪৩১ বঙ্গাব্দের’ সভাপতি
শ্রী নেপাল দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী রুদ্রজিত দে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি।

বার্তা প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।

aradhya ghosh anuradha...
20/01/2025

aradhya ghosh anuradha...

দৈনিক উত্তরপূর্ব পরিবারের সঙ্গে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময়দৈনিক উত্তরপূর্ব পরিবারের ...
01/01/2025

দৈনিক উত্তরপূর্ব পরিবারের সঙ্গে জেলা প্রেসক্লাবের
নবনির্বাচিত সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

দৈনিক উত্তরপূর্ব পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার ও বাংলানিউজ২৪ডটকম’র সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক উত্তরপূর্ব কার্যালয়ে তাকে স্বাগত জানান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকে নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন (আবুল মোহাম্মদ), দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক রজত কান্তি চক্রবর্ত্তী, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, দৈনিক উত্তরপূর্ব’র বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা, সাব-এডিটর ফয়জুল আহমদ, সিনিয়র রিপোর্টার বাপ্পা মৈত্র, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, চিফ ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল, স্টাফ ফটো সাংবাদিক মো. আজমল আলী, শ্যামল সিলেটের বিজ্ঞাপন ব্যবস্থাপক মো. আছনাত উদ্দিন জাহিন, আবু বক্কর সিদ্দিক, সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক মো. সুমন আহমদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বিপণন ব্যবস্থাপক সাগর তালুকদার, কম্পিউটার ইনচার্জ সনজয় বণিক, গ্রাফিক্স ডিজাইনার এ.আর বাবলু, বিজ্ঞাপন সহকারী জাহিদ আলী, বিপণন বিভাগের পারভেজ আহমদ, অফিস সহকারী জাফরুল ইসলাম সাগর, মাসুম আহমদ, মো. আরিফ প্রমুখ।

Address

B-60, Pallabi R/A, Ponitula
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojol Ghosh Messenger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share