Sojol Ghosh Messenger

Sojol Ghosh Messenger Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sojol Ghosh Messenger, Digital creator, B-60, Pallabi R/A, Ponitula, Sylhet.

সজল ঘোষ। একজন গণমাধ্যমকর্মী। এছাড়া তিনি একজন গীতিকার, কবি, ছড়াকার ও কলাম লেখক। তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। .

এবার সিলেট জেলায় ৬১৮টি মণ্ডপে পূজার আয়োজন সজল ঘোষ  শিউলি ফুটেছে, সাদা কাশবনে সেজেছে প্রকৃতি। চলছে শুভ্র শরতের স্নিগ্ধতা।...
17/09/2025

এবার সিলেট জেলায় ৬১৮টি
মণ্ডপে পূজার আয়োজন
সজল ঘোষ

শিউলি ফুটেছে, সাদা কাশবনে সেজেছে প্রকৃতি। চলছে শুভ্র শরতের স্নিগ্ধতা। প্রকৃতির এমন মুগ্ধ নিপুণতা জানান দেয় কিছুদিন পরই শারদীয়া দুর্গাপূজা। আকাশে সাদা মেঘের ভেলা, মন মাতানো কাশফুল আর শিউলি ফুলের মাতাল গন্ধে জগৎজননী মহামায়া আসছেন। উৎসব-আনন্দে মুখর হবে সকলেই।
আগামী পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশিরভেজা দূর্বাঘাসের ওপর ঝরেপড়া শিউলী ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্ত সবাই।
ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফোটে ওঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। সারা দেশের মতো সিলেটেও চলছে প্রতিমা গড়ার কাজ। এ কাজে খুবই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
ত্রিনয়নী দশভুজা দেবীর আসার ক্ষণে সনাতন হিন্দু ধর্মের মানুষরা মেতে উঠছেন আনন্দ-উল্লাসে। পূজোর প্রস্তুতির আমেজ বেড়ে গেছে শতগুণ। আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার মহাপঞ্চমীর মধ্যে দিয়ে শারদ উৎসব শুরু হবে। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বর্ণিল সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ পুরোদমে চলছে। প্রতিমায় রঙ-তুলির বর্ণিল আঁচড় দিয়ে চলছেন শিল্পীরা। আপন মনের মাধুরী মিশিয়ে শিল্পীরা অবিরাম কাজ করছেন। পূজোর যাবতীয় উপকরণ, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী, ভজন কীর্ত্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানা প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। পূজার আয়োজনকারী প্রতিটি কমিটি ও পারিবারিক পূজা উদ্যোক্তারা এখন সর্বশেষ নান্দনিক সুন্দর আয়োজনের জন্য বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। শারদ উৎসব উপলক্ষে সিলেট নগরের বিপণীবিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েছে। সনাতন ধর্মের লোকজন নতুন পোশাক কিনতে এ মার্কেট ও মার্কেট ঘুরে বেড়াচ্ছেন। সর্বত্রই এক সাজ সাজ রব। পূজো আসছে ভেবে সনাতন ধর্মের লোকজন আনন্দ প্লাবনে ভাসছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এ বছর সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪২টি ও পারিবারিক আয়োজনে ২০টি পূজো অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় সর্বমোট ১৬২টি মণ্ডপে পূজো অনুষ্ঠিত হবে। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন পূজো হবে ৪২৭টি এবং পারিবারিক পূজো হবে ২৯টি। সিলেট জেলার সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে সর্বমোট ৪৫৬টি পূজো হবে। সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজিত হবে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সার্বজনীন ৫৯টি ও পারিবারিক ৩টি, বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩০টি ও পারিবারিক ২টি, কানাইঘাট উপজেলায় সার্বজনীন ৩১টি, জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন ১৯টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় সার্বজনীন ৪১টি ও পারিবারিক ১টি, বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন ২২টি ও পারিবারিক ২টি, গোয়াইনঘাট উপজেলায় সার্বজনীন ৪০টি, জকিগঞ্জ উপজেলায় সার্বজনীন ৮৪টি ও পারিবারিক ১টি, বিয়ানীবাজার উপজেলায় সার্বজনীন পূজা ৪৩টি ও পারিবারিক ১১টি, কোম্পানীগঞ্জ উপজেলায় সার্বজনীন ২৭টি এবং ওসমানীনগর উপজেলায় সার্বজনীন পূজা ৩১টি ও পারিবারিক ৯টি পূজা অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা এলাকায় সার্বজনীন পূজো হবে ৩০টি ও পারিবারিক ১১টি, জালালাবাদে সার্বজনীন ১৬টি ও পারিবারিক ৪টি, এয়ারপোর্ট থানা এলাকায় সার্বজনীন ৪০টি ও পারিবারিক ১টি, শাহপরাণ (র.) থানা এলাকায় সার্বজনীন ২৪টি ও পারিবারিক ১টি, দক্ষিণ সুরমায় সার্বজনীন ১৪টি ও পারিবারিক ১টি এবং মোগলাবাজারে সার্বজনীন ১৮টি ও পারিবারিক ২টি পূজো অনুষ্ঠিত হবে।
সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পূজো আয়োজনের মূল ৫টি দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে তাঁদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
দুর্গাপূজাকে সামনে রেখে সিলেট নগরের বিভিন্ন পূজা মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। তার পাশাপাশি নগরের মণ্ডপগুলোকে বর্ণিল সাজে সাজানোর ব্যাপক প্রস্তুতি দেখা যায়। প্রতি বছর এই পূজাতে সিলেট নগরে নতুন নতুন সাজসজ্জা দেখা চোখে পড়ে।
সম্প্রীতির নগর সিলেটে হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের এই পূজাতে সকল ধর্মের মানুষকেই আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। আগামী ২১ সেপ্টেম্বর রবিবার পবিত্র মহালয়া অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার মহাপঞ্চমী, ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমী, ১ অক্টোবর বুধবার মহানবমী ও ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী।
দুর্গাপূজার প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেন, ‘সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবেই হবে বলে আশা করা যাচ্ছে।’ তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা, সার্বক্ষণিক জেনারেটর রাখা এবং সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য আমরা সকল পূজোর আয়োজকদের সবিনয় অনুরোধ করেছি। আশা রাখছি, এবারও সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদ উৎসব উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।’
এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।
এদিকে, আগামী ৬ অক্টোবর সোমবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর সোমবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬৮৯১১৮৬।
[email protected]

রনধীর দত্ত রানু’র ‘সমকালের কথামালা’গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনালেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা বলেছেন,...
14/09/2025

রনধীর দত্ত রানু’র ‘সমকালের কথামালা’
গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

লেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা বলেছেন, ‘সামাজিক অবক্ষয় রোধ এবং মানবিক সমাজ গঠনে শিক্ষাবিদ ও লেখক রনধীর দত্ত রানু আমৃত্যু কাজ করে গেছেন। তিনি সর্বদা দেশ ও জাতির কথা চিন্তা করেছেন।’

তিনি বলেন, ‘রনধীর দত্ত রানু আজীবন মহান শিক্ষকতা পেশায় নিরলসভাবে সততার সঙ্গে কাজ করেছেন নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর প্রত্যাশায়। তিনি নতুন মানবিক সুশৃঙ্খল সমাজ গঠনে বিশ্লেষণধর্মী লেখা নিয়মিত লিখতেন। তার লেখায় মানুষের জীবনের বাস্তব চিত্র ফুটে উঠতো। তিনি সাদাকে সাদা, কালোকে কালো বলতেন সবসময়।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের মির্জাজাঙ্গালস্থ একটি হোটেল মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সমাজচিন্তক রনধীর দত্ত রানু’র ‘সমকালের কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা বলেছেন, ‘সামাজিক অবক্ষয় রোধ এবং মানবিক সমাজ গঠনে শিক্ষাবিদ ও লেখক রনধীর দত্ত রানু আমৃত্যু কাজ করে গেছেন। তিনি সর্বদা দেশ ও জাতির কথা চিন্তা করেছেন।’

তিনি আরও বলেন, ‘রনধীর দত্ত রানু আজীবন মহান শিক্ষকতা পেশায় নিরলসভাবে নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর প্রত্যাশায় সততার সহিত কাজ করে গেছেন। তাঁর লেখায় নতুন মানবিক সুশৃঙ্খল সমাজ গঠনে বিশ্লেষণধর্মী এবং মানুষের জীবনের বাস্তব চিত্র ফুটে উঠতো।’

অধ্যাপক নন্দলাল শর্মা আরও বলেন, ‘শিক্ষাবিদ ও লেখক রনধীর দত্ত রানু আলোকিত সমাজ গড়ার শক্তি ও প্রেরণা। সুশিক্ষার প্রসারে ও নতুন সমাজ নির্মাণে তার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।’

হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, শিক্ষক ও লেখক হিমাংশু রায় হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ শিশু একাডেমি সিলেট শাখার প্রাক্তন শিশু সংগঠক ও গল্পকার জামান মাহবুব, সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরূণ চন্দ্র পাল, কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়, সমাজসেবক ড. ননীগোপাল দত্ত।বক্তব্য রাখেন- বাগবাড়ি এলাকার প্রবীণ মুরব্বি সমাজসেবী নবীন কুমার ভট্টাচার্য্য, সমাজসেবী ও তরুণ সংগঠক শ্যামল কপালী, লেখিকা অমিতা বর্দ্ধনসহ প্রমুখ গুণীজন।

হলভর্তি গুণী দর্শকশ্রোতাবৃন্দের উপস্থিতিতে সম্মানিত সকল অতিথিদের ফুল ও উত্তরীয় প্রদান পূর্বক কবিগুরু রচিত ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর...’ গানটি সমবেত কণ্ঠে গাওয়ার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে লেখক স্মরণে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন শ্রী চৈতন্য গবেষণা কেন্দ্র, সিলেটের সম্মানিত সদস্য প্রকৌশলী রতন লাল সাহা । অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন লেখক রনধীর দত্ত রানু’র কন্যা তমালিকা দত্ত রূম্পা, লাভলী পুরকায়স্থ, এখন টিভির সাংবাদিক ও সংগঠক সন্দীপন শুভ।

স্বাগত বক্তব্য রাখেন- প্রকাশনা উদযাপন পরিষদের সদস্য সচিব ফারুক হাসান সুজন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সাহিত্য অনুরাগী সন্তোষ রঞ্জন পাল।

সবশেষে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক এন্দ এর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী প্রতীক এন্দ এর পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন লাভলী পুরকায়স্থ, রুনা তালুকদার, জয়শ্রী মোহন তালুকদার এবং শিশুশিল্পী নিধি দাস ও দিব্য তালুকদার।

প্রকাশনা উদযাপন অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন প্রকাশনা উদযাপন পরিষদের আহবায়ক মিহির মোহন, বারিন্দ্র দাশ, সাধন শর্মা, অভিনয় সরকার ও হেলাল আহমদ।

‘সমকালের কথামালা’ গ্রন্থটির সংকলন ও সম্পাদনা করেছেন কবি, সাহিত্যিক ও শিক্ষক হিমাংশু রায় হিমেল। ধ্রুব এষ’র প্রচ্ছদে ঘাস প্রকাশন থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, শিক্ষাবিদ ও লেখক রনধীর দত্ত রানু সিলেট নগরের বাগবাড়িস্থ দত্ত বাড়িতে ৩০ জুন ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট নগরের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। ২০১৭ সালের ৫ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
তারিখ: ১৪/০৯/২০২৫ইং।

বৃন্দাবন টিভি পরিবারের উদ্যোগে গীতা একাডেমিতে বাদ্যযন্ত্র উপহার প্রদানবৃন্দাবন টিভি পরিবারের পক্ষ থেকে গীতা একাডেমি পনিট...
13/09/2025

বৃন্দাবন টিভি পরিবারের উদ্যোগে গীতা
একাডেমিতে বাদ্যযন্ত্র উপহার প্রদান

বৃন্দাবন টিভি পরিবারের পক্ষ থেকে গীতা একাডেমি পনিটুলা সিলেটকে বাদ্যযন্ত্র উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পল্লবী আবাসিক এলাকা পনিটুলা পঞ্চায়েত কমিটির প্রধান মুরব্বী ও পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ কুমার ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গীতা একাডেমি পনিটুলা সিলেটের প্রধান শিক্ষিকা শতরূপা তুলসী দেবী দাসী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পনিটুলা পঞ্চায়েত কমিটির মুরব্বী শৈলেন কুমার ঘোষ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক (অব.) সুধাশু কুমার চন্দ, বৃন্দাবন টিভি পরিবারের সদস্য দেবাশীষ পাল, সদ্বীপ চক্রবর্ত্তী, বাপ্পন চক্রবর্ত্তী, রাজন মালাকার, পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, সঙ্গীত শিল্পী অপর্ণা চন্দ, শ্যামা সূত্রধর ও কেশব চন্দ।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন- সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি (২য়) ও গীতা একাডেমি পনিটুলা সিলেটের কো-অর্ডিনেটর সজল ঘোষ। অনুষ্ঠানে গীতা একাডেমি পনিটুলা সিলেটের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
বৃন্দাবন টিভি পরিবারের পক্ষ থেকে গীতা একাডেমি পনিটুলা সিলেটকে বাদ্যযন্ত্র উপহার প্রদানে সার্বিক সহযোগিতা করেন- বৃন্দাবন টিভির সদস্য, সমাজসেবী দেবাশীষ পাল ও সন্দীপ চক্রবর্ত্তী রূপক।

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

30/08/2025

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব। আজ ৩০ আগস্ট শনিবার চলছে শুভ অধিবাস। আপনি/আপনারা আমন্ত্রিত। শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পল্লবী আবাসিক এলাকা, পনিটুলা, সিলেট, বাংলাদেশ।

"টাইফয়েড জ্বর"প্রতিরোধের টিকার রেজিস্ট্রেশন লিঙ্কটাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এ...
26/08/2025

"টাইফয়েড জ্বর"
প্রতিরোধের টিকার রেজিস্ট্রেশন লিঙ্ক

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট শনিবারশ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্...
23/08/2025

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম
সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট শনিবার

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, ৩১ আগস্ট রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; পনিটুলা, সিলেট, শ্রীযুক্তা সুধা রাণী গোস্বামী; নবদ্বীপ, ভারত, শ্রীযুক্ত হরিভক্ত দাস; দিরাই, সুনামগঞ্জ, শ্রীযুক্ত নিশি কান্ত তালুকদার; দাঁড়িয়াপাড়া, সিলেট ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; দুসকী, সিলেট।
১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় কলংকমোচন লীলা। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

মঙ্গলাময়ী মা...এই প্রাচীন জয়কালী মন্দিরটি পুন:সংস্কার করেন বাবু প্রীতিরাজ।  ২৪ অক্টোবর ১৯৯৮ সালে এ মন্দিরটির নতুন শুভযাত...
23/08/2025

মঙ্গলাময়ী মা...
এই প্রাচীন জয়কালী মন্দিরটি পুন:সংস্কার
করেন বাবু প্রীতিরাজ। ২৪ অক্টোবর ১৯৯৮ সালে এ মন্দিরটির নতুন শুভযাত্রা শুরু হয়। ঠিকানা: পুলিশ লাইন, রিকাবীবাজার, সিলেট, বাংলাদেশ।

23/08/2025

মন খারাপ ...

Address

B-60, Pallabi R/A, Ponitula
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojol Ghosh Messenger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share