Sojol Ghosh Messenger

Sojol Ghosh Messenger Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sojol Ghosh Messenger, Digital creator, B-60, Pallabi R/A, Ponitula, Sylhet.

সজল ঘোষ। একজন গণমাধ্যমকর্মী। এছাড়া তিনি একজন গীতিকার, কবি, ছড়াকার ও কলাম লেখক। তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। .

30/08/2025

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব। আজ ৩০ আগস্ট শনিবার চলছে শুভ অধিবাস। আপনি/আপনারা আমন্ত্রিত। শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পল্লবী আবাসিক এলাকা, পনিটুলা, সিলেট, বাংলাদেশ।

"টাইফয়েড জ্বর"প্রতিরোধের টিকার রেজিস্ট্রেশন লিঙ্কটাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এ...
26/08/2025

"টাইফয়েড জ্বর"
প্রতিরোধের টিকার রেজিস্ট্রেশন লিঙ্ক

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট শনিবারশ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্...
23/08/2025

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম
সংকীর্ত্তন শুরু ৩০ আগস্ট শনিবার

শ্রীশ্রী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, ৩১ আগস্ট রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; পনিটুলা, সিলেট, শ্রীযুক্তা সুধা রাণী গোস্বামী; নবদ্বীপ, ভারত, শ্রীযুক্ত হরিভক্ত দাস; দিরাই, সুনামগঞ্জ, শ্রীযুক্ত নিশি কান্ত তালুকদার; দাঁড়িয়াপাড়া, সিলেট ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; দুসকী, সিলেট।
১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় কলংকমোচন লীলা। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

মঙ্গলাময়ী মা...এই প্রাচীন জয়কালী মন্দিরটি পুন:সংস্কার করেন বাবু প্রীতিরাজ।  ২৪ অক্টোবর ১৯৯৮ সালে এ মন্দিরটির নতুন শুভযাত...
23/08/2025

মঙ্গলাময়ী মা...
এই প্রাচীন জয়কালী মন্দিরটি পুন:সংস্কার
করেন বাবু প্রীতিরাজ। ২৪ অক্টোবর ১৯৯৮ সালে এ মন্দিরটির নতুন শুভযাত্রা শুরু হয়। ঠিকানা: পুলিশ লাইন, রিকাবীবাজার, সিলেট, বাংলাদেশ।

23/08/2025

মন খারাপ ...

সিলেটের জিন্দাবাজারস্থ জগন্নাথ জিউরআখড়ায় মহোৎসব শুরু ৫ আগস্ট মঙ্গলবারপ্রভুপাদ শ্রীশ্রী শ্যামসুন্দর গোস্বামী ব্রজবাসী মোহ...
04/08/2025

সিলেটের জিন্দাবাজারস্থ জগন্নাথ জিউর
আখড়ায় মহোৎসব শুরু ৫ আগস্ট মঙ্গলবার

প্রভুপাদ শ্রীশ্রী শ্যামসুন্দর গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজের কৃপাপাত্র প্রভুপাদ শ্রীশ্রী গোবিন্দ গোপাল গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজের ৭৯তম শুভ আবির্ভাব উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দের ঝুলনযাত্রা একাদশী তিথিতে এক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের জিন্দাবাজারস্থ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় শ্রীশ্রী গুরুপূজা, সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান, ১০টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ; পরিবেশনায়-শ্রী বিষেন্দু ভট্টাচার্য্য, দাড়িয়াপাড়া, সিলেট; বিকেল ৪টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ ও কীর্ত্তন; পরিবেশনায়-শ্রীযুক্তা প্রেমা গোস্বামী, সুনামগঞ্জ; রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন উৎসবের শুভ অধিবাস; পরিবেশনায়- শ্রীযুক্ত সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, গোলাপগঞ্জ, সিলেট। ৬ আগস্ট বুধবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন উৎসব শুরু হবে। দুপুর ১টায় মহারাজভোগ নিবেদন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। লীলা সংকীর্ত্তন পরিবেশনায়: শ্রী বিধু চন্দ্র চন্দ-শ্রীশ্রী জয়রাধে যুবসংঘ, গোয়াইনঘাট, সিলেট; শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার-শ্রীশ্রী হরিভক্ত সম্প্রদায়, দিরাই, সুনামগঞ্জ; শ্রীযুক্ত সুমন দাস-শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, সিলেট এবং স্থানীয় কীর্ত্তনীয়া শ্রী চয়ন দেব ও ভক্তবৃন্দ। ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায়-শ্রীযুক্ত সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, গোলাপগঞ্জ, সিলেট। দুপুর ১টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটি, শিষ্য ও ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক:
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ায় মহোৎসবশুরু ৩১ জুলাই বৃহস্পতিবারনিত্যলীলায় প্রবিষ্ঠ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্র...
30/07/2025

দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ায় মহোৎসব
শুরু ৩১ জুলাই বৃহস্পতিবার

নিত্যলীলায় প্রবিষ্ঠ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামে অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩১ জুলাই বৃহস্পতিবার ভোর ৪টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৯টায় সমবেত গীতা পারায়ণ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় আয়ুষ্মতি মায়েদের দ্বারা জল আনয়ন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গুরুদেবের ¯œান ও আরতি দর্শন। ১ আগস্ট শুক্রবার ভোর ৪টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৯টায় শ্রীশ্রী গুরুপূজা, সকাল ১১টায় শ্রীমদ্ভাগবত কথামৃত; পরিবেশনায়: শ্রী বিল্বমঙ্গল দেবনাথ; সাতক্ষীরা, দুপুর ১টায় ভোগারতি, দুপুর আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় গুরুদেবের আরতি দর্শন, রাত ৮টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার শ্রীগুরুচরণাশ্রিত শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ায়মহোৎসব শুরু ৩১ জুলাইনিত্যলীলায় প্রবিষ্ঠ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী শ্যামানন্দ...
19/07/2025

দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ায়
মহোৎসব শুরু ৩১ জুলাই

নিত্যলীলায় প্রবিষ্ঠ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামে অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩১ জুলাই বৃহস্পতিবার ভোর ৪টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৯টায় সমবেত গীতা পারায়ণ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় আয়ুষ্মতি মায়েদের দ্বারা জল আনয়ন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গুরুদেবের স্নান ও আরতি দর্শন। ১ আগস্ট শুক্রবার ভোর ৪টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৯টায় শ্রীশ্রী গুরুপূজা, সকাল ১১টায় শ্রীমদ্ভাগবত কথামৃত; পরিবেশনায়: শ্রী বিল্বমঙ্গল দেবনাথ; সাতক্ষীরা, দুপুর ১টায় ভোগারতি, দুপুর আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় গুরুদেবের আরতি দর্শন, রাত ৮টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার শ্রীগুরুচরণাশ্রিত শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ প্রেরক
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]

Address

B-60, Pallabi R/A, Ponitula
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojol Ghosh Messenger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share