04/08/2025
সিলেটের জিন্দাবাজারস্থ জগন্নাথ জিউর
আখড়ায় মহোৎসব শুরু ৫ আগস্ট মঙ্গলবার
প্রভুপাদ শ্রীশ্রী শ্যামসুন্দর গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজের কৃপাপাত্র প্রভুপাদ শ্রীশ্রী গোবিন্দ গোপাল গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজের ৭৯তম শুভ আবির্ভাব উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দের ঝুলনযাত্রা একাদশী তিথিতে এক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের জিন্দাবাজারস্থ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় শ্রীশ্রী গুরুপূজা, সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান, ১০টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ; পরিবেশনায়-শ্রী বিষেন্দু ভট্টাচার্য্য, দাড়িয়াপাড়া, সিলেট; বিকেল ৪টায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ ও কীর্ত্তন; পরিবেশনায়-শ্রীযুক্তা প্রেমা গোস্বামী, সুনামগঞ্জ; রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন উৎসবের শুভ অধিবাস; পরিবেশনায়- শ্রীযুক্ত সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, গোলাপগঞ্জ, সিলেট। ৬ আগস্ট বুধবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন উৎসব শুরু হবে। দুপুর ১টায় মহারাজভোগ নিবেদন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। লীলা সংকীর্ত্তন পরিবেশনায়: শ্রী বিধু চন্দ্র চন্দ-শ্রীশ্রী জয়রাধে যুবসংঘ, গোয়াইনঘাট, সিলেট; শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার-শ্রীশ্রী হরিভক্ত সম্প্রদায়, দিরাই, সুনামগঞ্জ; শ্রীযুক্ত সুমন দাস-শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, সিলেট এবং স্থানীয় কীর্ত্তনীয়া শ্রী চয়ন দেব ও ভক্তবৃন্দ। ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায়-শ্রীযুক্ত সুমন দাস, শ্রীশ্রী কালাচাঁদ সেবক সংঘ, গোলাপগঞ্জ, সিলেট। দুপুর ১টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটি, শিষ্য ও ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
সংবাদ প্রেরক:
সজল ঘোষ
সিলেট, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১৬-৮৯১১৮৬।
[email protected]