The Bengal Lens

The Bengal Lens Bringing you sharp insights, in-depth analysis, and commentary on the issues shaping Bangladesh today

31/01/2025

বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ একটি ভালো এবং সময়োপযোগী পদক্ষেপ। এতে জনগণের ভোগান্তি দূর হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। গরীব মানুষ উচ্চ আদালতের সুফল ভোগ করবে । বিচার বিভাগ সংস্কার কমিশন এর প্রতিটি সুপারিশ জনকল্যাণমুখী। জনগণ এই সুপারিশ গুলোর দ্রুত বাস্তবায়ন চায়।

25/01/2025

বাংলাদেশ ব্যাংকের সাবেক দুইজন গভর্নর ড:আতিউর রহমান এবং অপরজন ডঃ সালেহ উদ্দিন আহমেদ বর্তমান সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা এবং অপরজন দেশ ছেড়েপালিয়ে গেছেন ।
এখন প্রশ্ন হচ্ছে কেন পালালেন ?

তিনি যখন গভর্নর ছিলেন তখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে। ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি মধ্য রাতে বাংলাদেশ ব্যাংকেরফেডারেল রিজার্ভ একাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে র একটি ব্যাংকে চলে যায় এবং এখন ও এই টাকা ফিরত আসে না ই।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্তে এই চুরির সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দের সংশ্লিষ্টতা পেয়েছে । বিশেষ করে সাবেক গভঃআতিউর রহমান ও তার অনুগত দের সংশ্লিষ্টতা খুব ই স্পষ্ট । ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ২৪৪ দিন বিষয় টি গোপন রাখেন তিনি স্বয়ং।

তাই বিপদ আচ করতে পেরে আতিউর রহমান দেশ ত্যাগ করেন।

Address

Akhaliya
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bengal Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share