Nayeem Ahmed Sylhet

Nayeem Ahmed Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nayeem Ahmed Sylhet, Video Creator, Sylhet.
(7)

Life is not perfect but i thingk good everything...................................................
انا تلميذ في مدرسة الدينية.. الجامعة الإسلامية قاسم العلؤم درغاه ، سلهت بنغلاديش... الصف الثاني من الثانؤية العليا.. انا احب الصالحين_ العاقل تكفيه الإشارة

সবাইকে সকাল বেলার শুভেচ্ছা সাথে আছে লালিমা রঙ্গের ফুল...এককথায় অসম্ভব সুন্দর।এবার সবকিছু জন্য কথনে থাকুক  আলহামদুলিল্লাহ...
31/07/2025

সবাইকে সকাল বেলার শুভেচ্ছা সাথে আছে লালিমা রঙ্গের ফুল...এককথায় অসম্ভব সুন্দর।
এবার সবকিছু জন্য কথনে থাকুক আলহামদুলিল্লাহ!

30/07/2025

শুভ রাত্রি।
সবাই সুস্থ আছেন তো??

[[[[____তীব্র সাধনার পর প্রিয় ভাই রাজন এর এনগেজমেন্টের তালিকাভুক্ত হলাম।  আলহামদুলিল্লাহ।  আপনার জন্য ভালোবাসা সবসময় রইল...
29/07/2025

[[[[____তীব্র সাধনার পর প্রিয় ভাই রাজন এর এনগেজমেন্টের তালিকাভুক্ত হলাম। আলহামদুলিল্লাহ। আপনার জন্য ভালোবাসা সবসময় রইল প্রিয় কলিজার ভাই। 🥀🌺💕]]]
With Rajon Khan official – I'm on a streak! I've made it onto their weekly engagement list 9 weeks in a row. 🎉

28/07/2025

ঘুম এক প্রকার মৃত্যু!
চলো পূনরায় সকাল পেয়ে
রবের কৃতজ্ঞতা প্রকাশ করি..
আলহামদুলিল্লাহ!

সুন্দর মনের বন্ধু হলেই যথেষ্ট,  সীমাবদ্ধ।   বিড়ি খা,  সিগারেট খা, তবুও প্রেম করিস না। অন্তর টা পুরে যাক তবুও কলিজাটা তরত...
26/07/2025

সুন্দর মনের বন্ধু হলেই যথেষ্ট, সীমাবদ্ধ। বিড়ি খা, সিগারেট খা, তবুও প্রেম করিস না। অন্তর টা পুরে যাক তবুও কলিজাটা তরতাজা থাক। 😊🥀🌺

24/07/2025

হে আল্লাহ
দুশ্চিন্তা মুক্ত করে দাও!! 🤲
আপনার মাকবুল দোয়ায় আমি বেহতরকে শামিল রাখবেন।

গরমের সেরা উষ্ণতা 🤣😁 টাটকা গরমে  খেতে সেই স্বাদ.... 🤤😋
23/07/2025

গরমের সেরা উষ্ণতা 🤣😁 টাটকা গরমে খেতে সেই স্বাদ.... 🤤😋

•__আপনার দৃষ্টিতে একজন আলেম অপরাধী হলেও তাকে গালি / করুচিপূর্ণ ভাষায় কথা বলে  নিজের আমল- আখলাক নষ্ট করবে না। গালি না দিত...
18/07/2025

•__আপনার দৃষ্টিতে একজন আলেম অপরাধী হলেও তাকে গালি / করুচিপূর্ণ ভাষায় কথা বলে নিজের আমল- আখলাক নষ্ট করবে না। গালি না দিতে রাসুলুল্লাহ সাঃ কঠোর ভাষায় নিষিদ্ধ করছেন। একজন নগন্য মানব হিসাবে পৌছে দিলাম আমার তোমার নেতা রাসুলুল্লাহ সা:'র উক্তি ___ হে মানব তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তবে তার বন্ধু রাসুলুল্লাহ সাঃ ও তার সাহাবিদের ভীষণ ভাবে আঁকড়ে ধরে রাখো..... ফা লিল্লাহি হামদ

_____ নগন্য নাঈম....... ✍️

رافتقكم السلامة في الحال والترحال😍
14/07/2025

رافتقكم السلامة في الحال والترحال😍

12/07/2025

★__চারিদিকে এতো বিষন্নতা, চাঁদাবাজি, নাবালেগ ধর্ষণ, মিথ্যা অপবাদ, আরো কত না বলা কথা ___তবুও যেনো মনে হচ্ছে শহরটা নিস্তব্ধ হয়ে আছে অনাবিল বাতাসহীন সামুদ্রের ন্যায়। কবে আমাদের সেই সোনালি ফুলগুলোর কলি ফুটবে সেই বিগত জুলাইয়ে ন্যায়। ভীষণ ও অসম্ভব ভাবে রুখে দাড়া বীরের জাতি! জাতি যে আজ উলঙ্গ হয়ে থাকিয়ে আছে তোদের দিকে। ঐ___ তোরা কিছু দিলে তারা তা বহন করতো.....

_✍️ নাঈম আহমদ (সিলেট)

10/07/2025

রেজাল্ট ভালো হয়নি? মন খারাপ করোনা। এই দেশে এখনো প্রায় ৩৫ লক্ষ বেকার গ্রেজুয়েট আছে,
যাদের রেজাল্ট এসএসসিতে গোল্ডেন এ প্লাস ছিল।

 #সর্বোচ্চ পরিমান সংখ্যা শেয়ার চাই...🙏😭ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ম...
10/07/2025

#সর্বোচ্চ পরিমান সংখ্যা শেয়ার চাই...🙏😭

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না।

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন। দেখা গেলো ময়না মরে না!!তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেন তখন ময়না "মুহূর্তে" মারা যান।😓

তারপর তার চাচা মসজিদের হুজুরকে পাশানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে।ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাস্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে। নশ্বর ভুবনের মানব আসলেই অদ্ভুত প্রকৃতির যেখানেই একটু নরম জায়গা পায় সেখানেই ঝাপটিয়ে পড়ে কারন সেখানে লাঠি ঢুকতে বাধাবিপত্তি নেই।

শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম। এই রকম মা কারো যেন না হয় !!

Address

Sylhet
SYLHET

Alerts

Be the first to know and let us send you an email when Nayeem Ahmed Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category