মায়াবিনী

মায়াবিনী ❖─❥💙❥─❖

কৃতজ্ঞতা মানে কেবল ধন্যবাদ জানানো নয়, বরং সেই অনুভূতি মনে রাখা।

😘🤝💝🌞🌞

বর্তমানে ডিভোর্সের কারণ : প্রথমতঃ  আসে যদি ছেলে মেয়ের অমতে বিয়ে দেওয়া হলে। তারা তারপর সেটা মেনে নিতে পারে না বা মানিয...
01/03/2025

বর্তমানে ডিভোর্সের কারণ :
প্রথমতঃ আসে যদি ছেলে মেয়ের অমতে বিয়ে দেওয়া হলে। তারা তারপর সেটা মেনে নিতে পারে না বা মানিয়ে গুছিয়ে চলতে পারে না, কোথাও না কোথাও খুব সৃষ্টি হয় মনে ,এটার জন্য বাবা মা দায়ী থাকে । কারণ কখনোই ছেলে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া উচিত নয় । 😌

দ্বিতীয়তঃ সংসার করতে গেলে দুইজন দুইজনকে বোঝা দরকার দুজন দুজনের কাছে গুরুত্ব থাকা দরকার আর তাদের সম্মান করা দরকার। কিন্তু এখন এ জিনিসটা একদম কমে গেছে । 🫤

তৃতীয়তঃ এখন মানুষজন সোশ্যাল মিডিয়াকে বেশি সময় দিচ্ছে নিজের প্রিয় মানুষদের থেকে , আর সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছুই নিজের মনে এক্সপেক্টেশন তৈরি হচ্ছে যেগুলো হয়তো না পেলে কোথাও না কোথাও একটা সমস্যা সৃষ্টি করছে। 😌

চতুর্থতঃ পরক্রিয়া কারণ মানুষের চাহিদা এতটাই বেড়ে যাচ্ছে যে নিজের পার্টনারকে অনেক সময় গুরুত্ব না দিয়ে অন্যদের বেশি গুরুত্ব দিয়ে ফেলা তারপর পরক্রিয়ায় জড়িয়ে পড়া সংসারে অশান্তি শুরু হওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ । 🙂

পঞ্চমতঃ এখন যোগ পরিবর্তন হয়েছে মেয়েরাও স্বাবলম্বী হতে শিখেছে, অনেক সময় কাজের দিকে মন দিতে গিয়ে সংসারকে সময় ঠিকভাবে দিতে না পারায় দুটোকে একসাথে ব্যালেন্স না করতে পারায় অনেক সময় এটাই কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি করছে। ❤️‍🩹

ষষ্ঠতঃ কিছু মেয়ে ইনকাম করতে শিখে গেলে তখন নিজেরটাই ভাবে, তখন ভাবে যে আমি ইনকাম করছি মানে আমি সবকিছুই আমি বড় ,নিজেকে বড় মনে করা এটাও একটা বিচ্ছেদের কারণ।

সপ্তমত: ধৈর্য শক্তি কম থাকা যা এখনকার জেনারেশনে চলে এসেছে, একটু কোন সমস্যা হলেই সেখান থেকে মানুষজন বেরিয়ে আসতে চাই। নিজের মত বাঁচতে চাই, তাই সংসার করতে গেলে অবশ্যই ধৈর্য শক্তি থাকা দরকার। ❤️‍🩹

অষ্টমত: পরিবার থেকে মানসিক চাপ সৃষ্টি করা, অনেক সময় অনেক মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যা সীমা ছাড়িয়ে যায় তখন একটা মেয়ে বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চাই। ❤️‍🩹

নবমত: অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাওয়া পাওয়া, স্বামী/ স্ত্রীর আনুগত্য না থাকা, Self depend মনে করে নিজের ইচ্ছের মত যা ইচ্ছা তা করা, অন্যদের প্রাধান্য না দেওয়া। 🙂

ডিভোর্স হলে শুধুমাত্র যে দুজনের মধ্যে ডিভোর্স হয় না দুটো পরিবারের মধ্যে হয় তার সাথে যদি বাচ্চা থাকে তাহলে সবথেকে ক্ষতি হয় সেই বাচ্চাটার কারণ সে হয় মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। ©️

পেইজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ
মায়াবিনী 👍

26/02/2025

আমাকে আমার একজন সুভাকাঃখি বলেছিল, তুমি আসলে একজন ব্যার্থ বন্ধু,
এখন বুঝতে পারছি, আমি আসলেই ব্যার্থ বন্ধু।😭

12/02/2025

এই দুনিয়াটা বড়ই সার্থপর, এই খারাপ সময় না আসলে বুঝতামনা, কে আপন কে পর🥲🥲

18/01/2025

নতুন ড্রেস,আর অধিক স্মার্ট দেখলেই বুঝে নিবেন,,,,

ফাস্ট সেমিস্টার

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন, "যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো। বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে...
15/01/2025

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,
"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো।
বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। "

আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানেননা যে একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,
আর স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা ।

বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভাল কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে ।

( সংগৃহীত)

02/01/2025

"আরেকটু থাকো,আরেকটু পরে গেলে হয় না?" পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাগুলির একটি।

26/12/2024

আল্লাহ ঘরে ও শান্তি নাই, বাহিরে ও শান্তি নাই😭😭😭😭😭
কবে যে শান্তি ফিরে পাবো, সেই অপেক্ষায় রইলাম।

শক্ত করে জড়িয়ে ধরার মতো একটা মানুষ থাকা দরকার,যাকে জড়িয়ে ধরলেই 'শান্তি' লাগবে! ❤
22/12/2024

শক্ত করে জড়িয়ে ধরার মতো একটা মানুষ থাকা দরকার,যাকে জড়িয়ে ধরলেই 'শান্তি' লাগবে! ❤

17/12/2024

🌞🌹💝ლ❛🌿

মনে অস্থিরতা, খুঁজি কাউকে খুব কাছে, কিন্তু সবাই সঙ্গ দিতে চায়, সঙ্গী কেউ হয়না।

🌞🌹💝ლ❛🌿

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share