06/03/2025
দিন যায়!মাস যায়!বছর ঘুরিয়ে ফিরে আসে জন্ম দিন।দেখতে দেখতে লাইফ থেকে আরেকটি বছর চলে গিয়ে আজ নতুন দিনে পদার্পণ করলাম।আজ বিশেষ করে হারিয়ে ফেলা প্রিয় একজনকে খুব মনে পড়ে।যিনি আমার জন্ম দিনকে দোয়া মাহফিলের আয়োজনে আয়োজন করেছিলেন।বেঁচে থাকুক পৃথিবীতে আলো দেখানো আমার প্রিয় মা।