SALIK AHMAD

SALIK AHMAD "Sorry is not always enough, Sometimes you actually have to be Changed".

01/09/2024
স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর উপর্যুপরি  গু*লি বর্ষণ করে এই আওয়ামী দুর্বৃ*ত্ত।   শেখ হাসিনার বিশেষ সহকারী মশ...
30/08/2024

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর উপর্যুপরি গু*লি বর্ষণ করে এই আওয়ামী দুর্বৃ*ত্ত।

শেখ হাসিনার বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ূনের মদদপুষ্ট এই পোষ্য স*ন্ত্রা*সী এখনো রয়ে গেছে প্রশাসনের নাগালের বাইরে। নানারকম ষড়যন্ত্র অব্যহত রেখেছে এখনো। প্রশাসনের প্রতি অনুরোধ, অবিলম্বে এদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করান।

30/08/2024
যারা ঢাকা থেকে ফেনী যাচ্ছেন ওনারা কুমিল্লা বিশ্বরোড থেকে ফেনীর দিকে না আগায়ে নোয়াখালি রোডে ঢুকে যান। কুমিল্লা বিশ্বরোড থ...
23/08/2024

যারা ঢাকা থেকে ফেনী যাচ্ছেন ওনারা কুমিল্লা বিশ্বরোড থেকে ফেনীর দিকে না আগায়ে নোয়াখালি রোডে ঢুকে যান। কুমিল্লা বিশ্বরোড থেকে লাকসাম হয়ে চৌমুহনী দিয়ে ঘুরে ফেনী যেতে পারবেন। এই রোড আমার এলাকার উপর দিয়ে গেছে। এখানে কোনো জ্যাম নাই। রাস্তাও ভালো। দ্রুত পৌঁছাতে পারবেন।

এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম! তাই না?টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ ক...
23/08/2024

এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম! তাই না?

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।
এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।
এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগল।

23/08/2024

সর্তকতা বিজ্ঞপ্তি।
বন্যা কবলিত এলাকায় এই মুহুর্তের প্রয়োজনীয় প্রদক্ষেপসমূহ।

১) অনেক সাহায্য প্রার্থী নিরাপদ পরিবেশের প্রত্যাশায় সুরক্ষিত আত্মীয়স্বজনের বাসায় মাইগ্রেশন হতে চাইলেও নৌকা না থাকায় তারা পানিবন্দী হয়ে পড়েছে এবং ব্যাপক সমস্যায় সময় কাটাচ্ছে। এই মুহূর্তে তাদের নৌকার সাপোর্ট প্রয়োজন।

২) বন্যার অনিরাপদ ও দূষিত পানির কারনে পানিবাহিত রোগের ব্যাপক সম্ভাবনা রয়েছে অতএব আপনার সন্তানদের বন্যার পানি হইতে দূরে রাখুন।

৩) এই মুহূর্তে আপনি এবং আপনার সন্তান অতিরিক্ত বা অপ্রয়োজনীয় খাবার খাবেন না। জীবন বাঁচানোর জন্য যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই খাবেন। এতে প্রাকৃতিক ডাক নিয়ন্ত্রিত থাকবে এবং আপনারাও সুরক্ষিত থাকবেন।

৪) আর্সেনিকমুক্ত পানি পান করুন। এবং যাদের নিরাপদ পানি লাগবে স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করুন।

৫) যে সকল ঘরে বন্যার পানি প্রবেশ করেছে সেখানে কারেন্টের মেন সুইচ অফ রাখুন। কেননা এতে পানিতে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়স্বজনের নিরাপদ বাসায় মোবাইল চার্জ দিন।

৬) আপনি এবং আপনার সন্তান বিনা কারণে বৃষ্টির পানিতে ভিজবেন না, কেননা এই মুহূর্তে যদি জ্বরে আক্রান্ত হন সঠিক ট্রিটমেন্ট পাবেন না।

৭) হালকা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের নাপা বা প্যারাসিটেমল প্রয়োজন হলে সেচ্ছাসেবীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। এবং first aid support বা প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ হাতে রাখতে পারেন।

৮) বেশ কিছু পরিবার রয়েছে যারা গত ২ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন তাই পাওয়ার ব্যাংকের মাধ্যমে তাদের মোবাইল চার্জ দিয়ে যোগাযোগে সহযোগিতা করুন।

৯) যারা স্বেচ্ছাসেবী হিসেবে ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় কাজ করছে তাদের ভুল ত্রুটি বড় করে না দেখে প্রয়োজনে তাদেরকে উৎসাহিত করুন এবং সহযোগিতা করুন। এবং স্বেচ্ছাসেবিরা ও আচরণবিধি মেনে সহায়তার হাত বাড়ান।

১০) প্রতিটি মসজিদের ইমামরা মসজিদের মাইক দিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানে এগিয়ে আসেন। সবাইকে ধৈর্য ও সাহস যোগান।

শাহাদাত নিজাম।
লেখক ও সংগঠক 🇧🇩🇧🇩
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 🇧🇩🇧🇩🇧🇩

23/08/2024

হঠাৎ করে মনে হচ্ছে দেশটা দেশের মানুষের।
যে যার মত করে আগলে রাখছে। মনে হচ্ছে আর কেও ভাড়াটিয়া নয়,মালিক সবাই!

22/08/2024

🚨ফেনীতে কেউ আসবেন না। অন্য জেলায় যান🚨

‼️ফেনীর অবস্থা খুবই খারাপ। পুরো জেলা পানিতে ডুবে গেছে। এই অন্ধকারে উদ্ধারে খুবই কষ্ট হচ্ছে। হেলিকপ্টার ছাড়া সম্ভবও না। অলরেডি অনেকে আছে, চেষ্টা করছে। নতুন যারা ফেনী আসতে চাচ্ছেন তারা দয়া করে ফেনী না এসে কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তরবঙ্গের দিকে যান। যারা ফেনীতে তেমন কাজ করতে পারছেন না তারাও ওইসব এরিয়াতে যান। সেখানে পানি বেড়েই চলেছে। অবস্থা প্রচুর খারাপ। আগে খবর নেন, কোথায় কি লাগবে। তারপর যান।‼️

🚨 আপডেট: ফেনীতে ক্যাশ টাকা, শুকনা খাবার আর বোট লাগবে। মানুষ লাগবে না। উদ্ধার আর্মিরা করতেছে। সাধারণ মানুষকে যেতে দিচ্ছে না। ক্যাশ টাকা, বোট আর খাবার, ত্রাণ পাঠান শুধু।
(রাত ১২.৪০)

Spread, let people know.

22/08/2024

ব্রেকিং নিউজ !
কুমিল্লা বুড়িচং অংশে গোমতী নদীর বাঁধ ভেঙ্গে গেছে
সবাই নিরাপদ স্থানে চলে যান।
আল্লাহ এর শেষ কোথায় ? আর নিতে পারছি না!

22/08/2024

সর্বশেষ প্রাপ্ত খবর হালদার বাঁধ ভেঙে গেছে…
চট্টগ্রাম থেকে শতশত স্পিড বোট, নৌকা বন্যার্তদের উদ্ধার করার জন্য ফেনী গেল, কুমিল্লা গেল আর এখন সেই চট্টগ্রামের বিশাল অংশ বিপদের মুখে!
কিছুক্ষণ আগে নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদার পাড় ভেঙ্গে গেছে। রাতের মাঝে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড।
যাদের পক্ষে সম্ভব অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যান।
এ ব্যাপারে অবহেলা করবেন না। উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা বা স্পিড বোট খুবই অপ্রতুল। রাতের বেলায় উদ্ধার কাজ চালানোও অনেকটা অসম্ভব। যারা আশংকায় আছেন, দ্রুত নিরাপদ স্থানে কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন।
আল্লাহ রহম করেন….

Address

Sylhet
3130

Website

Alerts

Be the first to know and let us send you an email when SALIK AHMAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SALIK AHMAD:

Share