Rumana's DairY

Rumana's DairY Welcome To My Family �

Press-Gaza🥲He is no more🥲
13/10/2025

Press-Gaza🥲
He is no more🥲

🌙✨গভীর রাতে প্রিয় মানুষটার সাথে রাস্তায় চা…☕নীরব শহরের মাঝে শুধু দু’জন,চায়ের ধোঁয়ায় মিশে যায় ভালোবাসার আলতো স্পর্শ...
11/10/2025

🌙✨
গভীর রাতে প্রিয় মানুষটার সাথে রাস্তায় চা…☕
নীরব শহরের মাঝে শুধু দু’জন,
চায়ের ধোঁয়ায় মিশে যায় ভালোবাসার আলতো স্পর্শ।
রাস্তার বাতিতে ঝলমলে চোখ দুটো,
হাওয়ায় ভেসে আসে হাসির সুর।

চায়ের কাপে ঠোঁট ছোঁয়া, কথার মাঝে নীরবতা,
সেই নীরবতায়ই লুকিয়ে থাকে হাজার অনুভূতি।
মনে হয়—
এই রাত যদি এমনভাবেই থেমে যেত,
এই এক কাপ চা আর তোমায় নিয়েই যদি ভোর হতো… ☕💫

#রাতেরচা #ভালোবাসা #তুমিআমি_আরএককাপচা

Never put your woman in a situation where others can laugh at her. Protect her reputation, her peace, her dignity.
07/10/2025

Never put your woman in a situation where others can laugh at her. Protect her reputation, her peace, her dignity.

03/08/2025

জানিনা কে কার অপেক্ষায়।
ভাই 'আমি তো অপু বিশ্বাসের অপেক্ষায় 🧐🥴

27/07/2025

মনের ভিতর যেন হাজারটা কথা জমে আছে,
কিন্তু বলার মতো কেউ নেই…
শুধু একটা নিঃশ্বাসে সব চাপা পড়ে যায়।

27/07/2025

মানুষ দোষ কইরাও দোষী হয় না।
আর আমার বেলায় দোষ না কইরাও দোষী।

22/07/2025

যেই দেশে রক্ত ফ্রি ;
-সেই দেশেই আবার পানির মূল্য ৬০০ টাকা ❗🫠

20/07/2025

এলোমেলো জীবনটাকে গোছাতে গোছাতে একদিন মালাকুত মউত এসে বলবে
Lets GO Your time is over...

15/07/2025

People often become envious for no reason, burning with jealousy until they’re consumed. They don’t even have the slightest sense to understand who they’re being jealous of or why. People can’t stand to see someone else succeed or be a little more loved. I don’t understand why people are like this. They become determined to destroy others.

কি দেশের জন্মগ্রহণ করলাম রে বাবা। বিনা কারণেই মরতে হয়। বিচার চাইলেও মরতে হয়। সত্য কথা বললেও মরতে হয়। সৎ পথে চললেও মরত...
12/07/2025

কি দেশের জন্মগ্রহণ করলাম রে বাবা।
বিনা কারণেই মরতে হয়।
বিচার চাইলেও মরতে হয়।
সত্য কথা বললেও মরতে হয়।
সৎ পথে চললেও মরতে হয়।
প্রাণ খুলে বাঁচতে চাইলেও মরতে হয়।

আসলে এই দেশকি বসবাসের যোগ্য রয়েছে? প্রশ্নটা রয়েই গেল সবার মাঝে!!

আমরা তো প্রাণ খুলে বাঁচতে চেয়েছিলাম,
আমাদের প্রাণের কি কোন মূল্য নাই?
এখন তো রাস্তায় বেরোতেই ভয় হয়। না জানি কখন কি হয়ে যায়। কখন এসে কেউ গা থেকে ওড়না নিয়ে যায়? বা কখন এসে হাতটা ধরে টান দেয়? বা হঠাৎ গলায় ছুরি চালায়?

ঘর থেকে বের হলে একটা মুহূর্ত জীবনের নিশ্চয়তা নেই? একি আমার প্রানের দেশ?

এর জন্যই কি ১৯৭১ সালে এত মানুষ শহীদ হয়েছিল?
নাকি এর এজন্যই আবার ২০২৪ জুলাইয়ে গণঅভ্যুত্থান হয়েছিল?

আসলে আমরা কখন কিভাবে স্বাধীনভাবে বাঁচতে পারব বলেন তো?

06/07/2025

এত এত গুলবাহারের মাঝে আমি একমাত্র জরিনা 🥴💁

04/07/2025

কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছে না।আর তোমরা বক্সে করে নুডুলস নিয়ে গিয়ে ভাবছো পুরুষ আটকাবে?
কেমনে বইন কেমনে 💁🥴

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumana's DairY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share