Reporters Club SOMC

Reporters Club SOMC রিপোর্টার্স ক্লাব সিওমেক

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে "রিপোর্টার্স ক্লাব সিওমেক" কর্তৃক ক্যাম্পাসের জুলাই বিপ্লব কেন্দ্রিক ইতিহাস তুলে ধরার সা...
04/08/2025

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষ্যে "রিপোর্টার্স ক্লাব সিওমেক" কর্তৃক ক্যাম্পাসের জুলাই বিপ্লব কেন্দ্রিক ইতিহাস তুলে ধরার সামান্য প্রচেষ্টার অংশ হিসেবে "জুলাই দেয়ালিকা" প্রকাশ করা হয়।

বিপ্লব দীর্ঘজীবী হোক।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অনাকাঙ্ক্ষিত বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা ...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অনাকাঙ্ক্ষিত বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে রিপোর্টার্স ক্লাব সিওমেক এর পক্ষ থেকে শহীদ ডা: শামসুদ্দিন ছাত্রাবাসের বিল্ডিং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একইসাথে এখানে গত বছর জুলাই আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার প্রতিও দোয়া পেশ করা হয়। সার্বিকভাবে বাংলাদেশের সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধির দোয়া করে এই আয়োজন সমাপ্ত করা হয়।

রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত "Pre-Thorax Evaluation" পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।আজ লেকচার গ্যালারি ২ এ যারাই এ আয়ো...
20/07/2025

রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত "Pre-Thorax Evaluation" পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ লেকচার গ্যালারি ২ এ যারাই এ আয়োজনে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে মেডিকেল জীবনের এই প্রথম কার্ড পরীক্ষার জন্য শুভকামনা রইল।

রেজাল্ট জানার জন্য রিপোটার্স ক্লাবের ফেসবুক পেইজে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

স্নেহাশিস ৬৩ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা!ইতোমধ্যেই তোমাদের থোরাক্স কার্ড পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।মেডিকেল জীবনের এই...
15/07/2025

স্নেহাশিস ৬৩ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা!

ইতোমধ্যেই তোমাদের থোরাক্স কার্ড পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
মেডিকেল জীবনের এই প্রথম কার্ড পরীক্ষার প্রস্তুতিকে আরও গোছানো এবং তোমাদেরকে আত্মবিশ্বাসী করার লক্ষ্যে রিপোর্টার্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে "Pre-Thorax Evaluation" পরীক্ষা।

▶️তারিখ: ১৮ই জুলাই
▶️সময়: সকাল ১০.৩০টা
▶️স্থান: লেকচার গ্যালারি-২ (নিচতলা)

এই পরীক্ষার মাধ্যমে
✅ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট
✅ ফিগার ড্রয়িং-এর দক্ষতা
✅ মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী লেখার কৌশল

সহ যাবতীয় দ্বিধা-দ্বন্দ্ব দূর হবে ইনশাআল্লাহ।

আর শুধু তাই নয় — পরীক্ষায় উত্তীর্ণ বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার:

🥇 Wister Classic Stethoscope + ২০০০ টাকা
🥈 MDF 747 Stethoscope + ১৫০০ টাকা
🥉 BSMI Lightweight Stethoscope + ১০০০ টাকা

তাই আর দেরি কেন?
নিজেকে প্রস্তুত করো, প্রমাণ করে দাও — তুমিও পারো বিজয়ীর কাতারে থাকতে!

রিপোর্টার্স ক্লাব সিওমেক এর পক্ষ থেকে ধর্মীয় ও মানবিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী উদ্যোগে পাশে থাকার নিম...
01/07/2025

রিপোর্টার্স ক্লাব সিওমেক এর পক্ষ থেকে ধর্মীয় ও মানবিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী উদ্যোগে পাশে থাকার নিমিত্তে "SOMC BONES BANK" কে একসেট বোনস্ কেনার জন্য নগদ অর্থ পরিশোধ করা হয়েছে।

রিপোর্টার্স্ ক্লাব সর্বদা শিক্ষার্থীদের কল্যাণমুখী কাজে পাশে থাকতে বদ্ধপরিকর।

নবাগত ৬৩ তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ আয়োজন করে রিপোর্টার্স ক্লাব সিওমেক।নবাগতদের ফুল দিয়ে বরণ করার প...
19/06/2025

নবাগত ৬৩ তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ আয়োজন করে রিপোর্টার্স ক্লাব সিওমেক।

নবাগতদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপহার সামগ্রীও দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

দীর্ঘদিন ধরে কলেজ ক্যান্টিনে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ছিলো না। আলহামদুলিল্লাহ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে একটি আধ...
18/06/2025

দীর্ঘদিন ধরে কলেজ ক্যান্টিনে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ছিলো না। আলহামদুলিল্লাহ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে একটি আধুনিক ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে।ইনশাআল্লাহ এবার থেকে শিক্ষার্থীদের জন্য মিলবে নিরাপদ পানির নিশ্চয়তা।

রিপোর্টার্স ক্লাব সিওমেক এর পক্ষ থেকে কলেজের কর্মচারী ও গরীব দুস্থদের মাঝে  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানির গোস্ত ব...
07/06/2025

রিপোর্টার্স ক্লাব সিওমেক এর পক্ষ থেকে কলেজের কর্মচারী ও গরীব দুস্থদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ

ভবিষ্যতেও এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করতে রিপোর্টার্স ক্লাব বদ্ধ পরিকর। আমরা সকলের দোয়াপ্রার্থী।

Eid Mubarak! 🌙✨ May your life be filled with peace, love, and endless blessings.
06/06/2025

Eid Mubarak! 🌙✨ May your life be filled with peace, love, and endless blessings.

আসসালামু আলাইকুম।"Reporters Club,SOMC" কর্তৃক আয়োজিত "কুরআন শিক্ষা কোর্স" এর ক্লাস আগামীকাল থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। য...
15/05/2025

আসসালামু আলাইকুম।
"Reporters Club,SOMC" কর্তৃক আয়োজিত "কুরআন শিক্ষা কোর্স" এর ক্লাস আগামীকাল থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। যে সকল ভাই-বোন Whatsapp নাম্বার দিয়েছিলেন গ্রুপ এ যুক্ত হওয়ার জন্য,তাদেরকে গ্রুপ এর লিংক পাঠানো হয়েছে,এ ছাড়া অন্য যারা পবিত্র কুরআন শিখতে আগ্রহী তাদেরকে Reporters Club, SOMC এর পেজ এ মেসেজ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

আলহামদুলিল্লাহ, ১৫০+ ভবিষ্যত ডাক্তারদের হাতে আল্লাহর সর্বোত্তম নিয়ামত কোরআনুল কারীম তুলে দিতে পেরে রিপোর্টার্স ক্লাব আনন...
10/05/2025

আলহামদুলিল্লাহ, ১৫০+ ভবিষ্যত ডাক্তারদের হাতে আল্লাহর সর্বোত্তম নিয়ামত কোরআনুল কারীম তুলে দিতে পেরে রিপোর্টার্স ক্লাব আনন্দিত। একই সাথে আজকে ফ্রি কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধনী ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইকবাল স্যার। উদ্বোধনী অনুষ্ঠান দুপুর ১২ টায় শুরু হলেও সকাল ৯টা থেকেই বিভিন্ন ব্যাচের ভাই ও বোনেরা নিজেদের কোরআনের কপি সংগ্রহ করেছে।

কোরআন যেভাবে আরব বেদুঈনদের জীবনে আমূল পরিবর্তন সাধন করে তাদের পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষে পরিণত করেছিল,কোরআনের সেই প্রভাব আমাদের জীবনেও ছড়িয়ে পড়ুক।আল্লাহ আমাদের কোরআনের হক আদায় করে অধ্যায়ন করার তৌফিক দান করুন।

আসসালামু আলাইকুম।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের বিনামূল্যে কুরআন বিতরণ ও কুরআন শিক্ষা কোর্সে আমরা আপনাদের...
09/05/2025

আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের বিনামূল্যে কুরআন বিতরণ ও কুরআন শিক্ষা কোর্সে আমরা আপনাদের আশাতীত সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ।আগামী ১১ তারিখে কলেজের প্রাতিষ্ঠানিক ছুটি থাকায় সকলের সুবিধার কথা বিবেচনা করে আমরা আগামীকাল আমাদের কুরআন বিতরণ কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
যেহেতু আমাদের এ কার্যক্রমে ৫৭ ব্যাচ থেকে ৬২ ব্যাচ পর্যন্ত আমাদের ভাই-বোনেরা অংশগ্রহণ করেছেন,, সেহেতু সকলের সুবিধার কথা চিন্তা করে আমরা দুই শিফট এ আমাদের প্রোগ্রাম এর সময়সূচী নির্ধারণ করেছি।
#১ম শিফট:
সকাল ৯:০০-৯:৩০ পর্যন্ত(৫৭ থেকে ৬১ব্যাচের ভাই ও বোনেরা এ সময়ে ফ্রি থাকেন,, এজন্য তারা এ সময়ে নিজস্ব কুরআনের কপিটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ)

#২য় শিফট:
সকাল ১১:৩০-১২:০০ পর্যন্ত(৬২ ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার পর তাদেরকে এ সময়ে ৩য় তলার রিপোর্টার্স ক্লাবরুম থেকে নিজস্ব কুরআন কপিটা সংগ্রহের জন্য অনুরোধ করছি)
বি:দ্রঃ- আজকে রাত ১২:০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ।

Address

Sylhet MAG Osmani Medical College,Kajal Shah,Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reporters Club SOMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share