09/05/2025
আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের বিনামূল্যে কুরআন বিতরণ ও কুরআন শিক্ষা কোর্সে আমরা আপনাদের আশাতীত সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ।আগামী ১১ তারিখে কলেজের প্রাতিষ্ঠানিক ছুটি থাকায় সকলের সুবিধার কথা বিবেচনা করে আমরা আগামীকাল আমাদের কুরআন বিতরণ কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
যেহেতু আমাদের এ কার্যক্রমে ৫৭ ব্যাচ থেকে ৬২ ব্যাচ পর্যন্ত আমাদের ভাই-বোনেরা অংশগ্রহণ করেছেন,, সেহেতু সকলের সুবিধার কথা চিন্তা করে আমরা দুই শিফট এ আমাদের প্রোগ্রাম এর সময়সূচী নির্ধারণ করেছি।
#১ম শিফট:
সকাল ৯:০০-৯:৩০ পর্যন্ত(৫৭ থেকে ৬১ব্যাচের ভাই ও বোনেরা এ সময়ে ফ্রি থাকেন,, এজন্য তারা এ সময়ে নিজস্ব কুরআনের কপিটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ)
#২য় শিফট:
সকাল ১১:৩০-১২:০০ পর্যন্ত(৬২ ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার পর তাদেরকে এ সময়ে ৩য় তলার রিপোর্টার্স ক্লাবরুম থেকে নিজস্ব কুরআন কপিটা সংগ্রহের জন্য অনুরোধ করছি)
বি:দ্রঃ- আজকে রাত ১২:০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ।