Ak Hi

Ak Hi Your Lord Knows best what is in your hearts❤️
DM or email for any kind of Halal collaboration. Assalamualaikum ❤️

Weather🌼
18/08/2025

Weather🌼

🌼ভুল করলে শেখা যায়, কিন্তু ভুল ঢাকতে গেলে মানুষ মনুষ্যত্ব হারায় ………
16/08/2025

🌼ভুল করলে শেখা যায়, কিন্তু ভুল ঢাকতে গেলে মানুষ মনুষ্যত্ব হারায় ………

17/06/2025

জীবনে যতবার যত ভুল করেছি, সেই স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুল টা আমারই ছিলো, আমি অনুতপ্ত হয়েছি।
আমি শুরু থেকে এরকম ছিলাম তা না, ধীরেধীরে বদলেছি। আমি যখনই দেখলাম নিজেকে সঠিক প্রমান করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি।
আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্ত ভালো না লাগলে সেই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতাম।এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটা কথাই বলি -" আপনি যা ভালো মনে করেন।🤍🥀
∆Farjana.

16/06/2025

একটা বিরতির প্রয়োজন। নিশ্চুপ নিরবতার সঙ্গে, সব কোলাহল থামিয়ে দিতে চাই, শুধু নিস্তব্ধতায় ডুবে থাকতে চাই।

নিজের সঙ্গেই একটু কথা বলা দরকার 🌱
∆Farjana

15/06/2025

জীবনে মানসিক শান্তিতে থাকার চেয়ে বড় শান্তি বোধহয় আর নেই।যখন আপনি মানসিক ভাবে শান্তিতে থাকবেন,খুশি থাকবেন দেখবেন পৃথিবীর সব কিছুই কেমন ভাল লাগছে।সাধারণ কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন।হঠাৎ চেনা কোন মাঠ সবুজ ঘাসে ছেয়ে থাকতে দেখলেন।মানসিক ভাবে প্রফুল্ল থাকলে এই সাধারণ দৃশ্যটা আপনার ভাল লেগে যাবে।কোন এক অলস দুপুরে বাইরে তাকিয়ে দেখলেন অঝরে বৃষ্টি পরছে।নিমিষেই আপনার মন শান্ত হয়ে যাবে।এটাই যখন মানসিক অশান্তিতে থাকা অবস্থায় দেখবেন তখন এমন ভাল লাগা কাজ করবে না।মনে হবে এ আর এমন কি!অথবা কিছু মনেই হবে না।মানসিক শান্তি কিন্ত আপনাআপনি আসে না।এর জন্য নিজেকেও ইফোর্ট দিতে হয়।নিত্যদিন ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে কোনটা গ্রহণ আর কোনটা বর্জন করলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি পাবেন সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে।🫶
◇Farjana

14/06/2025

জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি কখনো সময়ের সাথে কখনো কাছের কিছু মানুষের সাথে কখনো আবার নিজের সাথে।এমন এক জায়গা এসে দাঁড়িয়েছি। এখন আর কেউ নেই আমার। এখন মনে হচ্ছে জীবন সবথেকে কঠিন
পার করতেছি,তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই,আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, কতটুকু আমি মানিয়ে নিতে পারি,আর ধন্যবাদ জানায় তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিত শিক্ষা দিয়েছেন আমাকে 😅🥺
◇Farjana

13/06/2025

যেদিন থেকে দেখলাম মানুষ সবচাইতে আনন্দ পায় আরেকজনকে কষ্ট দিয়ে! ঐ দিন থেকে আমি সবাইকে ঘৃণা করি..

🎥 জংলি

12/06/2025

জীবনের গল্পগুলো চুপচাপই ঝরে যায়...
কেউ দেখে না, কেউ বোঝেও না।
দিন বদলায়, মানুষ বদলায়,
আমরাও অভ্যস্ত হয়ে যাই হারানোর ভিতর বাঁচতে।

তবু কিছু গল্প থেকে যায়—অরক্ষিত, অব্যক্ত।
শুধু গল্প বলার মানুষটাই আর আগের মতো থাকে না।

না অভিমান, না অভিযোগ—
নিঃশব্দে সবকিছু মেনে নিতে হয়...

আর এইভাবেই শেষ হয়ে যায়
ভালোবাসা, বন্ধুত্ব আর নিজেকে খুঁজে পাওয়ার ছোট ছোট গল্পগুলো—
নীরবে, নিষ্ক্রমণে, নিঃশেষে।
🌸✨
"সৃতিহীন৺

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ak Hi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share