17/06/2025
জীবনে যতবার যত ভুল করেছি, সেই স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুল টা আমারই ছিলো, আমি অনুতপ্ত হয়েছি।
আমি শুরু থেকে এরকম ছিলাম তা না, ধীরেধীরে বদলেছি। আমি যখনই দেখলাম নিজেকে সঠিক প্রমান করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি।
আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্ত ভালো না লাগলে সেই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতাম।এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটা কথাই বলি -" আপনি যা ভালো মনে করেন।🤍🥀
∆Farjana.