Sust Update

Sust Update Every Beat of SUST, Shared with you. Email Us : [email protected]

কিছু সাহসী ভর্তি প্রত্যাশীর প্রাথমিক সাফল্য গত কিছুদিন ধরে একদল ভর্তি-প্রত্যাশী আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। প্...
13/10/2025

কিছু সাহসী ভর্তি প্রত্যাশীর প্রাথমিক সাফল্য

গত কিছুদিন ধরে একদল ভর্তি-প্রত্যাশী আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। প্রায় সবার সাথেই কথা হয়েছে। তারা খুব আন্তরিকভাবে সাহায্য চাইছিল একটি যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে।

তাদের দাবি ছিল,
“আমরা এসএসসি দিয়েছি ২০২১ সালে। কিন্তু বিভিন্ন কারণবশত বা ইম্প্রুভমেন্ট পরীক্ষার কারণে এইচএসসি দিয়েছি ২০২৪ সালে। ফলে আমাদের এসএসসি ব্যাচ অনুযায়ী আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারি না। অথচ আমাদের এইচএসসি ব্যাচ অনুযায়ী আমরা দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য।”

এই জটিল পরিস্থিতিতে তারা শাবিপ্রবি প্রশাসনের কাছে বিষয়টি বিবেচনার জন্য আবেদন করতে চাচ্ছিল। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হচ্ছে, যেমন, জাবি, খুবি, কৃষি গুচ্ছ। এবং চবি সহ বাকি বিশ্ববিদ্যালয়েও তাদের স্মারকলিপি দিবে।

তাদের একটি বড় গ্রুপ, যাদের সবাই একই সিচুয়েশনের শিকার, তারা এক হয়ে এটি সমাধানে কাজ করে যাচ্ছে,আজ সিলেট অঞ্চলের প্রতিনিধিরা—বালাগঞ্জ, জকিগঞ্জসহ দূরদূরান্ত থেকে তিনজন শিক্ষার্থী এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি আমি মাননীয় উপাচার্য এবং মাননীয় উপ-উপাচার্য স্যারের কাছে তুলে ধরলে তাঁরা অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং আশ্বাস প্রদান করেন।

এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় ভিসি স্যার ও প্রো-ভিসি স্যারকে, তাঁদের সহানুভূতি এবং ইতিবাচকতার জন্য।
আর সেই সাহসী ভর্তি-প্রত্যাশীদেরও অভিনন্দন, যারা নিজেদের ন্যায্য দাবির পক্ষে যুক্তিনির্ভরভাবে দাঁড়াতে শিখেছে।

13/10/2025

অবশেষে "কুমিল্লা" নামেই নতুন বিভাগের নাম চূড়ান্ত হয়েছে

13/10/2025

সাস্টে আবারও ছাত্র-শিক্ষক রাজনীতি আগের রুপে ফিরে যাচ্ছে।

আসসালামু আলাইকুম। অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের র‍্যাগিং ইস্যুতে সব পক্ষের সাথে আলোচনা এবং সর্বসম্মত সুপার...
12/10/2025

আসসালামু আলাইকুম।
অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের র‍্যাগিং ইস্যুতে সব পক্ষের সাথে আলোচনা এবং সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে প্রশাসনের সিদ্ধান্ত নিম্নরূপ।
ধন্যবাদ
#শাবিপ্রবি

12/10/2025

Where every leaf inspires learning — welcome to SUST.

12/10/2025

একদিন এই প্রিয় ক্যাম্পাস ছেড়ে যেতে হবে,যেখানে স্বপ্নেরা প্রথম ডানা মেলেছিল,বন্ধুর হাসিতে ভরে উঠেছিল প্রতিটি দুপুর,লেকের ধারে বিকেলের গল্পগুলো রোদে গলে যেত।ক্লাসরুমের চেয়ারগুলো আজও রাখবে আমাদের ছায়া,বোর্ডের চকধুলায় লুকিয়ে থাকবে স্মৃতির রেখা,হয়তো তখন সবাই ছুটবে নিজ নিজ পথে,তবু হৃদয়ের কোণে থাকবে এই ক্যাম্পাসের ঠিকানা।

12/10/2025

আল্লাহ যা করেন ভালোর জন্য করেন' is the best motivation you can give yourself!❤️‍🩹

TennisBall Court, SUST
12/10/2025

TennisBall Court, SUST

১১৯৫ সালের সাস্ট❤️১৯৯৫এর ১৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা দিতে শাবিতে গিয়ে কিছু ছবি তুলেছিলাম। ছবির মানুষ আমি নই। কে ছিল তা...
11/10/2025

১১৯৫ সালের সাস্ট❤️

১৯৯৫এর ১৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা দিতে শাবিতে গিয়ে কিছু ছবি তুলেছিলাম। ছবির মানুষ আমি নই। কে ছিল তাও মনে নেই।
তৃতীয় ছবিটি একটি পিকনিকের, ১৯৯৬ সালে।
ছবিটি একজন ছাড়া বাকিরা প্রবাসী।
পুরোনো স্মৃতি।

©Nuruzzaman Biswas

11/10/2025

সাস্টে ভর্তি হতে চাওয়ার আরেকটি কারন, সিলেট।
Road to jaflong

অবশেষে ছাত্র জনতা জয় ছিনিয়ে নিতে সক্ষম হলো।Time to Celebrate🙌
11/10/2025

অবশেষে ছাত্র জনতা জয় ছিনিয়ে নিতে সক্ষম হলো।
Time to Celebrate🙌

11/10/2025

১২ই অক্টোবর ঘোষণা হবে রোডম্যাপ; ২৬ বছর পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন

Address

Shahjalal University Of Science And Technology-SUST
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sust Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share