13/10/2025
কিছু সাহসী ভর্তি প্রত্যাশীর প্রাথমিক সাফল্য
গত কিছুদিন ধরে একদল ভর্তি-প্রত্যাশী আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। প্রায় সবার সাথেই কথা হয়েছে। তারা খুব আন্তরিকভাবে সাহায্য চাইছিল একটি যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে।
তাদের দাবি ছিল,
“আমরা এসএসসি দিয়েছি ২০২১ সালে। কিন্তু বিভিন্ন কারণবশত বা ইম্প্রুভমেন্ট পরীক্ষার কারণে এইচএসসি দিয়েছি ২০২৪ সালে। ফলে আমাদের এসএসসি ব্যাচ অনুযায়ী আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারি না। অথচ আমাদের এইচএসসি ব্যাচ অনুযায়ী আমরা দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য।”
এই জটিল পরিস্থিতিতে তারা শাবিপ্রবি প্রশাসনের কাছে বিষয়টি বিবেচনার জন্য আবেদন করতে চাচ্ছিল। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হচ্ছে, যেমন, জাবি, খুবি, কৃষি গুচ্ছ। এবং চবি সহ বাকি বিশ্ববিদ্যালয়েও তাদের স্মারকলিপি দিবে।
তাদের একটি বড় গ্রুপ, যাদের সবাই একই সিচুয়েশনের শিকার, তারা এক হয়ে এটি সমাধানে কাজ করে যাচ্ছে,আজ সিলেট অঞ্চলের প্রতিনিধিরা—বালাগঞ্জ, জকিগঞ্জসহ দূরদূরান্ত থেকে তিনজন শিক্ষার্থী এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি আমি মাননীয় উপাচার্য এবং মাননীয় উপ-উপাচার্য স্যারের কাছে তুলে ধরলে তাঁরা অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং আশ্বাস প্রদান করেন।
এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় ভিসি স্যার ও প্রো-ভিসি স্যারকে, তাঁদের সহানুভূতি এবং ইতিবাচকতার জন্য।
আর সেই সাহসী ভর্তি-প্রত্যাশীদেরও অভিনন্দন, যারা নিজেদের ন্যায্য দাবির পক্ষে যুক্তিনির্ভরভাবে দাঁড়াতে শিখেছে।