Gs Media

Gs Media Gs Media পরিবারে আপনাকে স্বাগতম 🖤

19/10/2025

আজ সকালে পিএইচজি স্কুলের সামনে কার চালকের সংঘবদ্ধ হামলা শিকার মনসুর আবিদ একজন বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী।

আবিদের বাড়ি বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে। 🏡

মোটরসাইকেল চালক হিসাবে তার যদি কোন অপরাধ হয়ে তাকে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতো। 🙏

এভাবে মব সৃষ্টি করে একজন প্রতিবন্ধীর উপর সংঘবদ্ধ হামলা কোনভাবেই কাম্য না, কার চালকদের মতো একটা প্রফেশনাল মানুষদের কাছ থেকে অবশ্যই না। 😡

দ্রুত তদন্ত সাপেক্ষে আবিদের উপর মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে পরবর্তীতে এরকম অন্যায় করার সাহস কারো না হয়।

একটি মানবিক পোস্ট :"মানুষ মানুষের জন্য" সময় এসেছে আমাদের সাহায্যের হাত বাড়ানো। দীর্ঘদিন  থেকে  কিডনি রোগে আক্রান্ত  রুবে...
10/10/2025

একটি মানবিক পোস্ট :

"মানুষ মানুষের জন্য"

সময় এসেছে আমাদের সাহায্যের হাত বাড়ানো। দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত রুবেল আহমদ। কিডনি দুটি ডেমেজ হয়ে গেছে।ডাক্তার এর পরামর্শ দিয়েছেন ডায়ালাইসিস করার জন্য। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।বর্তমানে ঢাকা কিডনি হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না তাই দেশ বিদেশে অবস্থানরত যারা আছেন যে যার অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হয়তো আপনার আমার একটু সহযোগিতার কারনে একজন মানুষ বেঁচে যেতে পারে।

রোগীর নাম: রুবেল আহমদ
পিতা:সামছ মিয়া,
গ্রাম : রাজপুর
ইউনিয়ন :৪নং উত্তর শাহবাজপুর।
বড়লেখা ,মৌলভীবাজার।

নিচে বিকাশ ও একাউন্ট নাম্বার
দেওয়া হলো।

রোগীর ভাই :মুশকিত আহমদ
"বিকাশ নাম্বার "0183367 6464

04/10/2025

প্রকৃতির কোলে এক টুকরো শান্তি - সিলেটের উৎমাছড়া 🖤

03/10/2025

সেল্ফি ব্রীজ সিলেট ✌️🖤

30/09/2025

শুদ্ধ তিলাওয়াত হিফজুল কুরআন এবং ইসলামী আদর্শে কুরআনের পাখি গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে " সফিক উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসা "গোলাটিকর।

বিয়ানীবাজারের সামাজিক সংগঠন "আসুন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই " সংগঠন এক অসহায় ছাত্রীর পাশে দাঁড়ালো।এটি শুধুমাত্র এ...
29/09/2025

বিয়ানীবাজারের সামাজিক সংগঠন "আসুন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই " সংগঠন এক অসহায় ছাত্রীর পাশে দাঁড়ালো।

এটি শুধুমাত্র একটি সহযোগিতা নয়
মানবতার প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ নিদর্শন।

এই সংগঠনের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে সেই শিক্ষার্থীর কাছে, যার জীবনে এটি হতে পারে এক নতুন আশার আলো।

সংগঠনের সদস্যরা বলেন গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা আরও শক্তভাবে দাঁড়াই।
তাদের মুখের একটুকরো হাসিই হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। মানবতা শুধু মুখের কথা নয় বরং কাজের মাধ্যমেই প্রমাণিত হয়।

22/09/2025

বিয়ানীবাজার উপজেলার সন্তান
এ এইচ রায়হান।

যেখানেই নামুক না কেন, খেলার মোড় ঘুরিয়ে দেয়।
মাঠে তার উপস্থিতি মানেই সবার চোখে ভরসা,
আর প্রতিটি পারফরম্যান্সে লুকিয়ে থাকে পরিশ্রম আর স্বপ্নের গল্প।"

"অলরাউন্ডার মানে শুধু একজন খেলোয়াড় নয়,
একটি দলের প্রাণ, ভরসা আর জয়ের চাবিকাঠি।

"অলরাউন্ডারদের আলাদা একটা শক্তি আছে,
তারা শুধু নিজেদের জন্য খেলে না, পুরো টিমকে টেনে নিয়ে যায়।
ব্যাটে ঝড় তোলে, বল হাতে আগুন ছড়ায়—
প্রতিবারই মাঠে নেমে প্রমাণ করে, স্বপ্ন দেখলে অসম্ভব কিছু নেই।
ক্রিকেটই তার ভাষা, আর পরিশ্রমই তার অস্ত্র।"

শুভ কামনা রইলো এ এইচ রায়হান এর জন্য ✌️🏏🖤

21/09/2025

বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন—নতুন স্বপ্ন, নতুন যাত্রা, নতুন সম্ভাবনার পথে 🌸🎓

বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজ

নিদনপুর সুপাতলা জামে মসজিদ💒
14/09/2025

নিদনপুর সুপাতলা জামে মসজিদ💒

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gs Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share