19/10/2025
আজ সকালে পিএইচজি স্কুলের সামনে কার চালকের সংঘবদ্ধ হামলা শিকার মনসুর আবিদ একজন বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী।
আবিদের বাড়ি বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে। 🏡
মোটরসাইকেল চালক হিসাবে তার যদি কোন অপরাধ হয়ে তাকে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতো। 🙏
এভাবে মব সৃষ্টি করে একজন প্রতিবন্ধীর উপর সংঘবদ্ধ হামলা কোনভাবেই কাম্য না, কার চালকদের মতো একটা প্রফেশনাল মানুষদের কাছ থেকে অবশ্যই না। 😡
দ্রুত তদন্ত সাপেক্ষে আবিদের উপর মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে পরবর্তীতে এরকম অন্যায় করার সাহস কারো না হয়।