05/06/2025
ঐই যে ঘরের এক কুনে শুয়ে শুয়ে বাবাকে অনুভব করি. বাবার কথা বেশি মনে পড়ে মন খারাপ হয়. কই তা তো কেউ দেখে না কেউ তো বলে না মাথায় হাত রেখে.. বাবা পাশে নেই তো কি হইছে আমরা তো আছি বাবার কাছে সন্তানদের কত আবদার থাক. মাঝে মাঝে বাবাকে খুব বাজে ভাবে মনে পড়ে তখন আমার হাহাকার লাগে.দম আটকে আসে ,😅❤️🩹