Tumi+তুমি

Tumi+তুমি ��
-নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না।
-কারণ আল্লাহর সৃষ্টি কখনো
অসুন্দর হয় না। ���

না পাওয়া ভালোবাসা💔💔💔😓😓মানুষ ছোট বেলায় বুঝ হবার পর, তারা কাউকে না কাউকে তার মনের ভেতর ঢুকিয়ে ফেলেন‌ বা মনের অজান্তেই ভ...
21/04/2025

না পাওয়া ভালোবাসা
💔💔💔😓😓

মানুষ ছোট বেলায় বুঝ হবার পর, তারা কাউকে না কাউকে তার মনের ভেতর ঢুকিয়ে ফেলেন‌ বা মনের অজান্তেই ভালোবেসে ফেলে, আস্তে আস্তে এই ভালোবাসা মনের ভিতর বড় একটা জায়গা নিয়ে নেয়, মানুষ বড় হবার সাথে সাথে তার ভালোবাসার চাহিদা ও বড় হয়, তখন সে তার ভালোবাসা আপন করে কাছে পেতে চায়।
হয়তো কেউ সেই ভালোবাসা আপন করে কাছে পায়, আবার কেউ পায় না।
সাদা বিলাই

কেও কিনে দিবায়,🤗🤗
23/03/2025

কেও কিনে দিবায়,🤗🤗

01/03/2025

আপনি ত হইছেন অল ক্লিয়ার বোমা,😆😆
#নাটক

বিকালে সৌন্দর্য 😻😻
23/02/2025

বিকালে সৌন্দর্য 😻😻

Miss you All friend 🥰🥰🥰
14/02/2025

Miss you All friend 🥰🥰🥰

06/02/2025

আলহামদুলিল্লাহ

24/01/2025

স্যার + স্টুডেন্ট ফানি ভিডিও 😆

Send a message to learn more

বাবা— দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্ত...
23/01/2025

বাবা— দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে।

অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন। আবার অনেকে বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হই না। যেকোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভিতরের অংশটা ততটা নরম। সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ান। চলুন দেখে নিই বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস-

১। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা।

২। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা।

father

৩। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়।

৪। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন। যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না।

৫। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না।

৬। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান।

৭। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না।

৮। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা।

৯। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনও পিতার ভালবাসা পায়নি।

father

১০। বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা।

১১। একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন।

১২। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়। কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।

১৩। আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।

একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। বাবাকে ভালোবাসুন। আজ হয়তো তার সক্ষমতা আছে। তিনি আপনাকে আগলে রাখছেন। কিন্তু তার দুঃসময়ে আমাদের উচিৎ তার পাশে থাকা। তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন তিনি হলেন বাবা।

Address

Habiganj Sadar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Tumi+তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category