NewsSip

NewsSip NEWS in 60 Words / 59 Seconds.
# We don't provide opinion, we provide only the facts.

12/09/2025

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ছাত্রলীগ নেতা ছিলেন এবং সহকারী ...
11/09/2025

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ছাত্রলীগ নেতা ছিলেন এবং সহকারী কমিশনার মাহবুব আলম আওয়ামী সরকারের আমলে তৎকালীন দুই মন্ত্রীর সুপারিশে প্রশাসন ক্যাডারে চাকরি হয়।

09/09/2025

'ইঞ্জিনিয়ারিং স্টেট চীন' - এর ভিতর বাহির

আজকের বিশ্বে চীনকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টেট। কেননা চীন আজকের বিশ্বে যেভাবে অগ্রগতি সাধন করছে, টেকনলজি, বাণিজ্য, স্থাপনা সহ অন্যন্য সকল ক্ষেত্রে, এসব যায়গায় নেতৃত্ব দিচ্ছে চীনের ইঞ্জিনিয়াররা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে ল'ইয়ার স্টেট। চীন কোন বিষয়কে কপি করে খুব দ্রুতই সেটা নকল করে ফেলে। প্রযুক্তি আয়ত্ব করে সেটাকে আরো উন্নত করে ফেলে। কিন্তু যুক্তরাষ্ট্রে যেটা হয়, ল'ইয়াররা, বিভিন্ন এডভোকেসি গ্রুপ অন্তহীন ডিবেট করতে থাকে এটা নিয়ে যে, কোন টেকনোলজি আদৌ বানাবে কি বানাবেনা!

যুক্তরাষ্ট্র সেমিকন্ডাকটর, স্বাস্থ্যখাত সহ অন্যন্য অনেক ক্ষেত্রে এখনও চীন থেকে এগিয়ে। কিন্তু চীনের এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট তাকে অনেক বেশি মাত্রায় এগিয়ে দিচ্ছে।

কিছু পরিসংখ্যান -
- চীনে ২০২২ সালে ১৮০০ টি যুদ্ধজাহাজ বানানোর কাজ চলছিল, যুক্তরাষ্ট্রে চলছিল মাত্র ৫ টি!

- একমাস ধরে যুক্তরাষ্ট্র যে গোলাবারুদ উৎপাদন করে, ইউক্রেন প্রতি দুইদিনে গড়ে সেই পরিমান গোলাবারুদ ব্যবহার করেছে রাশিয়ার সাথে যুদ্ধে।

- ১৯৮০ সাল থেকে চীন যুক্তরাষ্ট্রের দ্বিগুণ হাইওয়ে তৈরী করেছে। জাপানের চেয়ে ১৫ গুণ বেশি হাই স্পিড রেলওয়ে নির্মাণ করেছে।
এই সবগুলো বিষয় সম্ভব হয়েছে চীনের একচেটিয়া কর্তৃত্ববাদী একদলীয় শাসনব্যবস্থার কারণে। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছেন - "সত্যিকার অর্থনীতিই হচ্ছে সকল কিছুর মূল...তাই আমরা কখনোই আমাদের শিল্পায়নের গতি রুদ্ধ হতে দেবনা।"

এখন প্রশ্ন উঠেছে, এই ইঞ্জিনিয়ারিং স্টেট কি সত্যিই ইঞ্জিনিয়ারি কায়দায় চলে? নাকি পার্টি যা চায়, সেভাবে ইঞ্জিনিয়ারদের ব্যবহার করা হয়? কোন অর্থে আসলে চীন ইঞ্জিনিয়ারিং স্টেট?

দুটো উদাহরণ থেকে এটা পরিষ্কার হওয়া যায়।

- চাইনিজ কমিউনিস্ট পার্টির একজন প্রভাবশালি সদস্য, পরমাণু বিজ্ঞানি সং জিয়ান চীনে ওয়ান চাইল্ড পলিসি দিয়েছিল। যদিও এই ক্ষেত্রে তার কোন ব্যাকগ্রাউন্ড নাই।
অথচ তার প্রস্তাবিত নীতি গ্রহণের ফলে চীনে ১০ কোটি ৮০ লক্ষ নারীর গর্ভপাত ঘটানো হয়েছে ৩২ কোটি ১০ লক্ষ বার!
- পৃথিবীতে একমাত্র দেশ হিসেবে করোনার সময় চীনে নাপার মত অষুধ বিক্রি করা নিষিদ্ধ ছিল, শুধু এইজন্য যে, কেউ যাতে ওসব খেয়ে নিজের উচ্চ তাপমাত্রাকে আড়াল না করতে পারে৷ কারন তাপমাত্রা বাড়লেই কোভিড পজিটিভ, কোয়ারেন্টাইন থেকে সোজা আজরাইলের দুয়ারে।

এর পেছনে যুক্তি কি? চীন নিয়েছিল 'জিরো-কভিড' পলিসি৷ আর সেটা বাস্তবায়ন করেছে অনেকটা মাথা ব্যথা হলে মাথা কেটে দেয়ার মত করে।

উপসংহার কি?
চীন ও আমেরিকার প্রতিযোগিতা দেখলে চীনের ইঞ্জিনিয়ারিং দেখতে খুব মজা লাগবে আপনার। কিন্তু ভিতরের নির্মম ইঞ্জিনিয়ারিং যদি দেখেন, তাহলে বাংলাদেশের মত তালছাড়া দেশে থেকে শুকরিয়া করবেন অন্তত, যে এই দেশে চাইলে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। খালি খারাপটা বাদ দিয়া ভালোটা করলেই দেশটা সুন্দর হয়ে যাবে।

30/08/2025
30/08/2025

সৌদি বারগুলো তাদের "হালাল" বিয়ারের বিজ্ঞাপনের জন্য নেকাবি মহিলাদের ব্যবহার করছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক বাংলাদেশ সফর:-পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ...
23/08/2025

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক বাংলাদেশ সফর:-

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বাংলাদেশের ঐতিহাসিক সফরে এসে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি প্রথমে জুলাই বিপ্লব ২০২৪ থেকে উদ্ভূত নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করেন।

এদিকে পাকিস্তানের বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছেন।

তাঁর সফরে উভয় দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে—

১/ দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার প্রদান।

২/ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন।

৩/ যৌথভাবে একটি ট্রেড রোডম্যাপ ইনিশিয়েটিভ বাস্তবায়ন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর, একাধিক ফার্মাসিউটিক্যাল কারখানা, চিনি উৎপাদন কেন্দ্র, এবং বস্ত্র শিল্পের বেসরকারি সংস্থা পরিদর্শন করেছেন।

15/08/2025

🔥পুতিন কে ভয় দেখাতে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান B2 স্পিরিট এবং F-22 রেপটর নিয়ে মার্কিন বিমানবাহিনীর মহড়া। এক হুংকারেই পুতিনের মাথায় বোমা পড়তে পারে বলে ট্রাম্পের নিরব হুমকি।
🔥 মার্কিন বিমান রাশিয়ার বৈশ্বিক রাডার শাট ডাউন করে দিয়েছে, দাবি জেলেনস্কির ।

15/08/2025

ভাড়াটে সংবাদিক দিয়ে "পুতিন" কে তুলোধুনো করার চেষ্টা ট্রাম্পের । আগেভাগেই মাফ চেয়ে রণে ভঙ্গ দিলেন অন্যতম খেমতাধর প্রেসিডেন্ট মি. পুতিন

😵‍💫



25/06/2025

🥺মস্কোর বিমানবন্দরে ইরানি শিশুকে আছাড় দিল এক ইহুদি, শিশুটি হাসপাতালে নেয়ার পর মারা যায় 😓

রাশিয়ার শেরেমেতিয়েভো বিমানবন্দরে ১৮ মাসের এক ইরানি শিশুকে মাটিতে আছড়ে ফেলে গুরুতর আহত করেছে ভ্লাদিমির ভিতকভ নামে এক ইহুদি বেলারুশীয় ইসরাইলি নাগরিক।

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালিয়ে আসা শিশুটির মা তখন গর্ভবতী অবস্থায় সঙ্গে ছিলেন।

ঘটনাস্থলেই ভিতকভকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে মাদকদ্রব্যের উপস্থিতিও পাওয়া গেছে।

----

লোকটির কাজটা একেবারে ইসরাইলের আকামের জ্বলন্ত দৃষ্টান্ত । Share this.....

25/06/2025

ইরান - ইসরায়েলের যুদ্ধ শেষে,
গতকাল ঘটনা যেটা ঘটল মূলত...

🔥খান ইউনিসে হামাসের বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত🔥খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যান হামাসের বিস্ফোরকের কব...
25/06/2025

🔥খান ইউনিসে হামাসের বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত🔥

খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যান হামাসের বিস্ফোরকের কবলে পড়ে। এতে ৭ জন ইসরায়েলি যুদ্ধ প্রকৌশলী (কমব্যাট ইঞ্জিনিয়ার) নিহত হয়।

ফোর্দ পারমাণবিক কেন্দ্রে সর্বশেষ চিত্র। ৬ টি বাঙ্কার ব্লিস্টার বোমা ফেলার স্থান চিহ্নিত।‌তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিয়ে এ...
22/06/2025

ফোর্দ পারমাণবিক কেন্দ্রে সর্বশেষ চিত্র। ৬ টি বাঙ্কার ব্লিস্টার বোমা ফেলার স্থান চিহ্নিত।‌তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিয়ে এখনো ধোঁয়াশা থাকছেই!

Address

House#17, Block C, Kumarpara Road
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewsSip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share