Abdullah Al Ayman

Abdullah Al Ayman Hi Friends, Publishe Our Page Any Video Such as Travelling Places of Interest Video Contain

Nice work
11/04/2025

Nice work

18/03/2025

অর্থ থাকলে তাজমহল বানাতাম
প্রিয় মানুষটার জন্য #রিক্সা_চালক🖤🌸😔

জীবনের পথে চলতে গিয়ে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে—কেউ ছিলেন ভালো, কেউবা খারাপ। অনেকের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, আ...
14/03/2025

জীবনের পথে চলতে গিয়ে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে—কেউ ছিলেন ভালো, কেউবা খারাপ। অনেকের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, আবার কারো সঙ্গে ভালো থাকার চেষ্টা করেও বিপরীত অভিজ্ঞতা হয়েছে।

সময়ের সাথে সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতিও বদলে যায়। তবু প্রতিকূলতার পাহাড় পেরিয়ে জীবনকে এগিয়ে নিতে হয়, কারণ চলার পথ থেমে থাকে না। সুখ-দুঃখ, সফলতা-বিফলতা—সবকিছু নিয়েই জীবন গঠিত। তাই যা কিছু ঘটে, তা স্বাভাবিকভাবেই গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়।

06/03/2025

🌼 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মোহাম্মদ।
🌼আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদিউ ওয়াআলা আলি মোহাম্মদ।
🌼সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
🌼আস্তাগফিরুল্লাহ ওয়াআতুবু ইলাইহি।
🌼আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়াআতুবু ইলাইহি।
🌼রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়্যা।
🌼আল্লাহুম্মাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালীল মু'মিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।কমপক্ষে ০১ বার পড়ুন সবগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল 📖🤲🏻

১.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

২.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু।

৩.লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ য্ব-লিমিন।

৪.আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা।

৫.বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

৬.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি বাসার।

৭.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর।
*আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়ালা মামাতি।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দা'জ্জা'ল।

৮.আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

৯.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়ারিঝকান ত্বইবান ওয়া আমালান মুতাকাব্বালান।

১০.আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার।

১১.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদ্ধাকাওয়াল জান্নাত।

১২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খতিমাহ।

১৩.আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক।

১৪.আল্লাহুমা ইন্নি আস আলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুক।

১৫.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন জান্নাতুল ফেরদাউস।

১৬.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফিতনাতিল দুনিয়া আমিন 🤲
হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এই তাওহিদ এর উছিলায় আমার সব মনের আশা ও দোয়া গুলো কবুল করে নেও ইনশাআল্লাহ। রোগের শেফা ও দান করো। (আমিন)

06/03/2025

#-ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হবেন না...😔🌹
-বিশ্বাস করুন আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা...🤲🖤

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।❤️
06/03/2025

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।❤️

অর্থ কম থাকুক,যোগ্যতা কম  হোক। কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার,আপনার আচারন,আপনার মন ও মানসিকথা এগুলো যেন একজন  মানুষের স...
03/03/2025

অর্থ কম থাকুক,যোগ্যতা কম হোক।
কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার,আপনার আচারন,আপনার মন ও মানসিকথা এগুলো যেন একজন মানুষের সুন্দর এবং মার্জনীয় হয়।

কারন একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং এগুলো ভালো হওয়ার কারনে আপনি মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন। মানুষের কাছ থেকে পাওয়া সম্মান টা আপানার জীবনের সবচেয়ে বড় অর্জন।

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
03/03/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

দৈনদিন জীবনের ৫ টি গুরুত্বপূর্ন আমল১.  আয়তুল করসী২. সূরা বাকার শেষ দুই আয়াত৩. সূরা তওবার শেষ দুই আয়াত৪.সূরা হাশরের শেষ ত...
03/03/2025

দৈনদিন জীবনের ৫ টি গুরুত্বপূর্ন আমল

১. আয়তুল করসী
২. সূরা বাকার শেষ দুই আয়াত
৩. সূরা তওবার শেষ দুই আয়াত
৪.সূরা হাশরের শেষ তিন আয়াত
৫. সাইয়্যেদুল ইস্তিগফার

আল্লাহ তয়ালা আমাদের এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল গুলো করার তৌফিক দান করুন। আমিন 💜

ইয়া রব! তুমি আমার অতীতকে ক্ষমা কর, এবং আমার ভবিষ্যৎ সুন্দর করে দাও!🌼এই রমাদান এর উছিলায় 🌸
03/03/2025

ইয়া রব! তুমি আমার অতীতকে ক্ষমা কর, এবং আমার ভবিষ্যৎ সুন্দর করে দাও!🌼
এই রমাদান এর উছিলায় 🌸

22/02/2025

বাস্তবতা.......❤️‍🩹

সব অনুভূতি ব্যাখা করা যায় না, আর সবসময় ব্যাখা করার প্রয়োজনও হয় না, কিছু সময় মানুষের একা লাগে, অসহায় বোধ করে, সবকিছু থাকা সত্ত্বেও শুন্য মনে হয়, এমন অনুভূতি বোঝানো যায় না কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখা করেও কোনো লাভ হয় না, মানুষ চায় তার অনুভূতি কেউ অনুভব করুক, কিন্তু যখন হয় না, মানুষ নীরবতায় নিজেকে গুটিয়ে নেয়, এই নীরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা যা সবাই বুঝতে পারে না।✨

'যা তোমার নয়, তা তুমি পেয়ে গেলেও তা তোমার নয়। আর যা তোমার, তা তুমি না পেলেও তা চিরকাল তোমারই। সুতরাং কারো ইচ্ছের বিরুদ্ধ...
22/02/2025

'যা তোমার নয়, তা তুমি পেয়ে গেলেও তা তোমার নয়। আর যা তোমার, তা তুমি না পেলেও তা চিরকাল তোমারই। সুতরাং কারো ইচ্ছের বিরুদ্ধে তাকে পেতে চেয়ো না। বরং ছেড়ে দাও। মুক্ত করে দাও। মনে রেখো, কখনো কখনো মুক্তিই বন্দিত্ব। আবার কখনো বন্দিত্বই মুক্তি। কিন্তু মানুষ তা চট করে বুঝতে পারে না। বুঝতে পারে সময়। তাই যা নিজের পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়, তা সময়ের হাতে ছেড়ে দাও।’

Address

Haripur Bazar Sylhet
Sylhet
5130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Ayman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share