রাজনগর বার্তা

  • Home
  • রাজনগর বার্তা

রাজনগর বার্তা It's a public page so click on like bottom for more news.

এই হল কুকুরের সেই ৭ নাম্বার বাচ্চা বি এন পি নেতা  আইনজীবী জয়নাল যে রায়হান হত্যার প্রধান আসামি এস আই আকবর কে জামিন নিয়ে ই...
13/08/2025

এই হল কুকুরের সেই ৭ নাম্বার বাচ্চা বি এন পি নেতা আইনজীবী জয়নাল যে রায়হান হত্যার প্রধান আসামি এস আই আকবর কে জামিন নিয়ে ইন্ডিয়া যেতে সব ধরনের সহযোগিতা করেছে। আল্লাহ যেনো এই জয়নালের পরিবারের কিছু লোককে রায়হান এর মতো মৃত্যু দেন। যাতে করে স্বজন হারানোর ব্যাথা বুঝতে পারে।

আমাদের ৩নং মুন্সিবাজার ইউনিয়নের একাধিক বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাতির মিয়া আর আমাদের মাঝে নেই। ইন্...
18/07/2025

আমাদের ৩নং মুন্সিবাজার ইউনিয়নের একাধিক বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাতির মিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ উনার ভুল - ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসি করুন,আমীন।

মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী তুষার গ্রেপ্তারমৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসা...
15/04/2025

মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী তুষার গ্রেপ্তার

মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসামি তুষার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) রাতে শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তুষার পৌর শহরের বড়হাট এলাকার সাবেক কমিশনার মৃত আকিকুল ইসলাম চৌধুরীর ছেলে।
জানা যায়, তুষার আওয়ামী লীগ আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার‌ বিরুদ্ধে। সর্বশেষ তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসামি আনিসুল ইসলাম তুষার। মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপের আধিপত্য। ১৮ জুলাই ছাত্রদের আন্দোলনে হামলা চালায় তুষার বাহিনী। সর্বশেষ ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় তুষার।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়নাঘরের নির্মমতা--মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আর তার ই প্রমাণ দিয়ে গেলেন বাংলার ফে র...
12/02/2025

আয়নাঘরের নির্মমতা--
মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আর তার ই প্রমাণ দিয়ে গেলেন বাংলার ফে র আ উ ন খ্যাত বুবু হা সি না। আহ! কত হৃদয়বিধারক মর্মান্তিক চেয়ার এটি,যেখানে বসিয়ে ফে র আ উ ন স্টাইলে মানুষকে টর্চার করা হতো দিনের পর দিন মাসের পর মাস আমৃত্যু পর্যন্ত।আল্লাহ জালেমদের কে ধ্বংস করুন,আমীন।

24/01/2025

------- নিয়োগ বিজ্ঞপ্তি -------
আমার রাজনগর বার্তার সাথে কাজ করতে ইচ্ছুক এমন ২'জন কর্মী প্রয়োজন। যাদের শিক্ষাগত যোগ্যতা অনার্স /ডিগ্রী অধ্যয়নরত হলেও চলবে, স্মার্ট এবং শুদ্ধ বাংলায় কথা বলার এ্যভিলিটি থাকতে হবে।
রাজনগর থানার বাসিন্দা হলে ভাল, কারণ রাজনগর কেন্দ্রীক সংবাদ সংগ্রহ করাই হবে তাদের কাজ।
সেলারি আলোচনা সাপেক্ষে ফিক্সট করা হবে।
ধন্যবাদ সবাইকে।

একটি শিশুর জীবন বাচান-একটি পরিবারের পাশে দাড়ান-সতর্ক নজর রাখুন-শেরপুর-আউশকান্দি টোল প্লাজায়বিশেষ নজর রাখুন-মজলুমের পাশে ...
07/11/2024

একটি শিশুর জীবন বাচান-
একটি পরিবারের পাশে দাড়ান-
সতর্ক নজর রাখুন-
শেরপুর-আউশকান্দি টোল প্লাজায়
বিশেষ নজর রাখুন-
মজলুমের পাশে দাড়ান-
আল্লাহ সাহায্য করুন।

অপহরন কারীরা মুনতাহাকে নিয়ে সিলেটের ভিতরেই আছে,, আমরা যতটুকু জানতে পেরেছি.. সিলেটের দক্ষিন সুরমা, ওসমানী নগর, মোগলা বাজার,গোলাপগন্জ, এই এরিয়াতে ওরা আত্বগোপনে আছে। আপনারা স্ব স্ব অবস্থান থেকে সতর্ক হোন, গভীর নজর রাখুন, প্রতিটি চেক পোষ্টে পর্যবেক্ষণ করা হচ্ছে.. আপনারা ও সাথে থাকুন। পাড়া মহল্লায় নজর রাখুন, ওরা এখন নির্জনে নিরাপদ স্থানে থাকতে পারে।
মুনতাহাকে খুজে দিতে পারলে ১ লক্ষ টাকা আপনাকে সম্মানি হিসাবে দেওয়া হবে।

যোগাযোগ ঃ মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদ ঃ ০১৭৫৩১১২৪৪৮

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজনগরের ময়নার দোকানে মাছ ধরতে গিয়ে নিঁখোজ হওয়া ছেলেটির লা*শ উদ্ধার করেছে ফায়ার ...
24/08/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রাজনগরের ময়নার দোকানে মাছ ধরতে গিয়ে নিঁখোজ হওয়া ছেলেটির লা*শ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জালে পেচিয়ে গিয়েছিল তার শরীর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রাজনগর ময়নার দোকানে ডুবে যাওয়া মেদিনীমহলের বুলন মিয়ার ছেলে হৃদয় আহমদ এর জানাযা আজ সকাল ১১ঘটিকায় মেদিনীমহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হইবে।

22/08/2024

ভাল নেই আমার রাজনগর।সবাই যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাড়াই, সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেই।আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আমীন।

05/08/2024

আলহামদুলিল্লাহ নতুন করে আওয়ামী জানোয়ার দের হাত থেকে দেশ পূনরায় স্বাধীন হল,এবার তাদের চেলা চামুন্ডাদের কি হবে???এবার প্রথম কাজ হচ্ছে এই জানোয়াররা যাতে দেশ ছাড়তে না পারে সে জন্য এয়ারপোর্টে কড়া নজরদারি করতে হবে।

18/07/2024

ঢাবি , জাবির অবস্থা ভয়াবহ খারাপ । আইনশৃঙ্খলা বাহিনীর ছোঁড়া , ককটেল , রাবার বুলেট , গ্রেনেডে
সহস্রাধিক শিক্ষার্থী আহত , রণাঙ্গনে পরিণত হয়েছে দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ।
ঢাকাবাসীরা দয়া করে আপনারা সবাই নিজের অবস্থান থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়ত করুন।
.....
.....
.....

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা--রাজনগর থানাধীন  ময়নার দোকানের উত্তর পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ড্রাইভারসহ তিনজন নিহত হয়ে...
16/02/2024

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা--

রাজনগর থানাধীন ময়নার দোকানের উত্তর পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। একজন স্পট ডেথ বাকি দুইজন হসপিটালে নেয়ার পথে মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক।লোক মারফতে জানা যায় গাড়ি দুটি দাসটিলার।ড্রাইভারদের যথাক্রমে রাজু ও সাহেল। আল্লাহ সবাইকে এ ধরনের দূর্ঘটনা থেকে হেফাজত করুন,মৃতদেরকে জান্নাতবাসি করুন,আমীন।

-নিখোঁজ সংবাদ-মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মোঃ সুলেমান মিয়ার বড় মেয়ে ইমা বেগম ...
14/11/2023

-নিখোঁজ সংবাদ-
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মোঃ সুলেমান মিয়ার বড় মেয়ে ইমা বেগম (১৬) নামের এই মেয়েটি গতকাল (১৩/১১/'২৩ ইং) সকাল ১০ ঘটিকার সময় পাঁচগাঁও মহিলা কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে থাকেন তাহলে নিন্মে প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
01323591333

Address


Telephone

+8801715417195

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজনগর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজনগর বার্তা:

  • Want your business to be the top-listed Media Company?

Share