As-Saif Al-Mabrud

As-Saif Al-Mabrud আমার চ্যানেলে সবাইকে স্বাগতম 🌹❤️
লাইক,কমেন্ট,ফলো,শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলের পাশে আছি ইনশাআল্লাহ। সবাই কে ধন্যবাদ আমার প্রোফাইল ঘুরে আসার জন্য। 🌹🌹❤️❤️❤️🇵🇸🇵🇸

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার ২০২৬-২৭ সেশনের কার্যকরি কমিটি
20/10/2025

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার ২০২৬-২৭ সেশনের কার্যকরি কমিটি

আমিহীন দুনিয়া!এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে।...
20/10/2025

আমিহীন দুনিয়া!

এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়।

মাঝেমাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের আমার চেয়ারটাও খালি নেই। খালি নেই বাসার বিছানাটা। খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো। সব দখল হয়ে গেছে। রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি?

18/10/2025

*যখন কোনো পাপ করো — সঙ্গে সঙ্গে তওবা করো। কারণ মানুষ পানিতে পড়লেই ডুবে যায় না, ডুবে থেকেও যদি উঠে না আসে, তখনই ডুবে মরে।*

> সায়্যিদ জালালউদ্দিন রুমী (رحمة الله عليه )

18/10/2025

🌸 *Ma sha Allah, what a heart-touching recitation!*

Surah Al Ghasiyah [88:17-20]

17/10/2025

আমি গত সপ্তাহে আমার পোস্টে 50টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

17/10/2025
চলছে
17/10/2025

চলছে

26/09/2025

‏"ألا تكفيك "إِنما أَمْره إذا أَرَادَ شيئاً أن يَقُولَ له كُن فَيَكُون"

‏ألا تكفيك "وَلَسوف يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى"

‏ألا تكفيك "وَهُوَ على كل شَيْء قَدِير"

‏ألا تكفيك "فَإِنَ مَعَ العُسْرِ يُسْرًا"

‏ألا تكفيك "أَلَيْسَ اْللّٰهُ بِكافٍ عَبْدَهُ"

‏ألا تكفيك "يُدبّر الأَمرَ"💖

ألا تكفيك 🥹❤️‍🩹

"তোমার জন্য কি যথেষ্ট নয়…

✨ 'তিনি যখন কিছু চান, তখন কেবল বলেন: “হও”, আর তা হয়ে যায়।'
📖 [সূরা ইয়াসীন 36:82]

✨ 'আর অবশ্যই তোমার প্রতিপালক তোমাকে এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে।'
📖 [সূরা আদ্-দুহা 93:5]

✨ 'আর তিনি সর্ববস্তুর উপর সর্বশক্তিমান।'
📖 [সূরা আল-বাকারা 2:20]

✨ 'নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।'
📖 [সূরা আশ-শারহ 94:6]

✨ 'আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন?'
📖 [সূরা আয-যুমার 39:36]

✨ 'তিনি-ই সবকিছু পরিচালনা করেন।'
📖 [সূরা ইউনুস 10:3]

…তোমার জন্য কি এগুলোই যথেষ্ট নয় 🥹❤️‍🩹

এই আয়াতগুলোই তো বলে দেয় — তুমি একা নও, তিনি আছেন, তিনি জানেন, তিনি পারবেন, এবং তিনি তোমার মঙ্গলেই সবকিছু সাজাচ্ছেন। 💖

*🌸জুমার দিনের একটি হৃদয়ছোঁয়া বার্তা 🌸* স্মরণ করিয়ে দিচ্ছি —নবী মুহাম্মদ ﷺ-এর উপর দরূদ পাঠ করুন। (সল্লাল্লাহু আলাইহি ওয...
26/09/2025

*🌸জুমার দিনের একটি হৃদয়ছোঁয়া বার্তা 🌸*

স্মরণ করিয়ে দিচ্ছি —নবী মুহাম্মদ ﷺ-এর উপর দরূদ পাঠ করুন। (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। এবং বেশি বেশি ইস্তেগফার পড়ুন।

সূরা কাহফ পাঠ করুন।
📖 এতে জুমার দিন নূর (আলো) ছড়িয়ে পড়ে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত।(পুরাটা না পারলেও অন্তত প্রথম ১০ আয়াত)

জুমার দিনে একটি বিশেষ দোয়া কবুলের সময় আছে।— এ সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন—সেই সময়টিকে খুঁজে নিন ও দোয়া করুন।

মৃতদের জন্য দোয়া করুন—হে আল্লাহ, তাদের ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন।

এই জুমার দিন হোক আপনার জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বাহক। 🤲🏻🌸

*ـــــــــــــــــــــــــــــــ*   *কত চিঠি, কত চিরকুট,**লুকিয়ে থাকে প্রিয় সেই লাল-সাদা খামে...**মন শুধু একটাই কথা বল...
25/09/2025

*ـــــــــــــــــــــــــــــــ*
*কত চিঠি, কত চিরকুট,*
*লুকিয়ে থাকে প্রিয় সেই লাল-সাদা খামে...*

*মন শুধু একটাই কথা বলে—*
*"দুরুদ পেশ করো,*
*তোমার প্রিয় মাহবুব {ﷺ} এর নামে..."❤️‍🩹*

*জানি না, আমার ভালোবাসায় আছে কি কোনো ভুল,*
*তবুও... কেন এখনো দেখা পাওয়া হয় না, হে আমার প্রিয় রাসূল {ﷺ}...? 🥺*

*❝ اللّهُـمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد ❞ {ﷺ}*
*ـــــــــــــــــــــــــــــــ*

সেদিন এক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নিতার বাবা তকে বলেছিলেন আগে পড়াশুনা শেষ করো, তারপর...
25/09/2025

সেদিন এক বোনের ঘটনা শুনলাম।

আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি
তার বাবা তকে বলেছিলেন আগে পড়াশুনা শেষ করো, তারপর অন্যকথা। বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো।

সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটি ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন।

কোন ছেলের চেহারা তার ভালো লাগে না, কোনো ছেলের টাকাপয়সা তার কাছে কম মনে হয়।

হয়তো মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট না। এমনকি তার মেয়েও না।

এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়াল। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।

সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন আমিন।

বাবা বললেন, আমিন।
- আবার বলুন আমিন।
- আমিন।
- আরেকবার বলুন আমিন।
- আমিন।

বোনটা তারপর বুকে একরাশ ব্যাথা নিয়ে বললেন,

"ওয়াল্লাহি! আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন, যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন। "

ঘটনা টা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো।

সাবধান! শ্রদ্ধেয় মা-বাবারা, মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দায়িত্ব পালন করুন। অন্যথায় আখিরাতে মেয়ের গোনাহ ও ক্ষতির দায় আপনাকেই নিতে হবে!

(মূল লেখকের নাম জানা যায় নি)

Address

বিয়ানীবাজার
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when As-Saif Al-Mabrud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share