Pinky ツ

Pinky ツ আসসালামু আলাইকুম
আপনাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।❤️
আশাকরি সবাই লাইক,কমেন্ট, ফলো ও শেয়ার করে পাছে থাকবেন..🥰
Pinky ツ

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/04/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সম্ভব হলে আপনার টাইম লাইন এর রেখে দিন।❤️🌸
05/03/2025

সম্ভব হলে আপনার টাইম লাইন এর রেখে দিন।❤️🌸

ভিডিওতে দেখলাম কাফি শাড়ি পরা মেয়েটার ব্যপক চেহারার প্রশংসা করতেছে। সামনে থাকা লোকদের জিজ্ঞাসা করলো, এই মেয়েটা কয়টা ফুল ড...
07/02/2025

ভিডিওতে দেখলাম কাফি শাড়ি পরা মেয়েটার ব্যপক চেহারার প্রশংসা করতেছে। সামনে থাকা লোকদের জিজ্ঞাসা করলো, এই মেয়েটা কয়টা ফুল ডিজার্ভ করে। পরে ছয়টা গোলাপ ওই শাড়ি পরা মেয়েটাকে দিয়ে সেলফি তুললো।

আমি জাস্ট শাড়ি পরা মেয়েটার পাশে দাড়ানো বোরখা পরা মেয়েটার এক্সপ্রেশন খেয়াল করছিলাম। আপনার সামনে কেউ যদি অন্য কাউকে প্রশংসা করে, তার চেহারার প্রশংসা করে, তার রেজাল্ট বা সবকিছুর তাহলে আপনার তখন কেমন ফিল হবে?

নিশ্চয়ই নিজের কাছে নিজের ছোট লাগবেনা?

দুইটা মেয়ে পাশাপাশি দাড়িয়ে আছে আপনি একজন একটু শাড়ি পরা শুধু সেজন্য তার সাথে কথা বললেন, তাকে ফুল দিলেন কিন্ত পাশে থাকা মেয়েটাকে আপনি কোন গুরুত্ব দিলেন না। সেই মেয়েটাকে আপনি ছোট করলেন। মেয়েটা এত কাচুমাচু করছিলো বলার বাইরে।

এরায় হয়েছে এখন বড় মাপের লেখক আর গবেষক। যেখানে তাদের কাছে একটা মেয়ের সবচেয়ে বড় যোগ্যতা তার চেহারা।

একজনের প্রশংসা করতে যেয়ে পাশে থাকা অন্য মানুষদের এইযে একটু কমিয়ে দেখা, তাদের কষ্ট দেওয়া এইগুলো মানা যায়না।

এরাই এখন জাতির সবচেয়ে বড় ধারক এবং বাহক।💔

মানুষ চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানুষের সাথে লেনদেন করা। কিছু ভদ্র  শয়তান আছে যারা বিপদে আপনারা থেকে টাকা নিবে তার...
21/01/2025

মানুষ চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানুষের সাথে লেনদেন করা। কিছু ভদ্র শয়তান আছে যারা বিপদে আপনারা থেকে টাকা নিবে তারপর সেটা নিজের বাপের সম্পত্তি মনে করবে।আপনার যদি টাকার দরকার হয় তার কাছে কৈফিয়ত দিতে হবে কেন লাগবে কি জন্য লাগবে। আরো তো আছে ফোন ধরবে না দিচ্ছি,দিব, বলছি নাকি দিব না, কাল পরশু ডেটের পর ডেট। এরকম এক বাটপারের পাল্লায় পড়ছি আমি। অতি দ্রুত এই বাটপারের বিভিন্ন সময়ের কল রেকর্ডিং স্ক্রিনশট ছবিসহ পোস্ট করব ইনশাল্লাহ। পোস্ট করার কারণ এসব বাটপার থেকে অন্য সবাই সাবধান থাকবে।

যৌবনের তেজ কমতে, কমতে বার্ধ্যক্যে এসে তুমি যখন বন্ধুহীন হয়ে উঠবে, ক্রমাগত নিঃসঙ্গতা গ্রাস করতে শুরু করবে অবসর- জেনে রেখো...
21/01/2025

যৌবনের তেজ কমতে, কমতে বার্ধ্যক্যে এসে তুমি যখন বন্ধুহীন হয়ে উঠবে,
ক্রমাগত নিঃসঙ্গতা গ্রাস করতে শুরু করবে অবসর-
জেনে রেখো, এ তোমার প্রাপ্য ছিল।

রূপ, যৌবন ও আভিজাত্যের দাম্ভিকতা চিরদিন থাকেনা; আগলে রাখতে পারলে, কেবল দু- একটা নির্দিষ্ট মানুষ রয়ে যায়।
অথচ তুমি আমাকে হারাচ্ছো হেলায়।

মনে যখন এই বিশ্বাস গেঁথে নিবেন যে—যা কিচ্ছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে তার সবটাই আল্লাহর পরিকল্পনা, আপনার জন্য নির্ধা...
21/01/2025

মনে যখন এই বিশ্বাস গেঁথে নিবেন যে—যা কিচ্ছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে তার সবটাই আল্লাহর পরিকল্পনা, আপনার জন্য নির্ধারিত তাকদির, তখন দেখবেন—নিজেকে বা অন্যকে দোষারোপ করার মানসিকতা অনেকটাই কমে আসবে।

আপনার জন্য যা লেখা আছে তা-ই ঘটবে। একবিন্দু হেরফের কোথাও হবে না৷

সুতরাং, নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন, তারপর অপেক্ষা করুন আল্লাহর ফয়সালার৷

তিনি যে ফলাফলই দেন, সেটা সন্তুষ্টচিত্তে গ্রহণ করুন।🥀

মানুষের হাসি-ঠাট্টা, শব্দের ভিড়, জনবহুলের কোলাহল, এই সব কিছুই একসময় অচেনা হয়ে ওঠে। মনের গভীরে যে শূন্যতা থাকে, সেটি আর ক...
21/01/2025

মানুষের হাসি-ঠাট্টা, শব্দের ভিড়, জনবহুলের কোলাহল, এই সব কিছুই একসময় অচেনা হয়ে ওঠে। মনের গভীরে যে শূন্যতা থাকে, সেটি আর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব হয় না।

পৃথিবী চলে, সময় চলে, কিন্তু ভেতরটা যেন থমকে থাকে, এক অদ্ভুত একাকীত্বে , এক অন্যরকম নির্জনতায়...

নিজের মানুষকে কি না বলা যায় 😂😂😂
19/01/2025

নিজের মানুষকে কি না বলা যায় 😂😂😂

11/01/2025

একের মাল 🤣👌

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinky ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share