Shoku Moku - শিশুতোষ ছড়া, কার্টুন

Shoku Moku - শিশুতোষ ছড়া, কার্টুন শিশুদের দুনিয়া হবে আরও বেশি সহজ, সরল আর আনন্দময়

08/07/2025

Mama Tumi Voy Pao EXPOSED! Funny Animation Secrets Revealed



Voice:
1. তুবা
2. ফায়েজুর রহমান সৈকত

Mama and Tuba Series
আইডিয়াঃ ফায়েজুর রহমান সৈকত

07/07/2025

Mama, What is War? (মামা যুদ্ধ কি?) - Bengali Animation

Voice:
1. তুবা
2. ফায়েজুর রহমান সৈকত

Mama and Tuba Series
আইডিয়াঃ ফায়েজুর রহমান সৈকত

https://youtu.be/OsIrmVOqzus?feature=shared
06/07/2025

https://youtu.be/OsIrmVOqzus?feature=shared

🎬 Fun Facts (Trivia):1. The Spider-Man costume was actually a birthday gift Rihan got from his big brother when he turned 6!2. It came with a cool Spidey ma...

28/06/2025

🌍 "পৃথিবী গোল না চ্যাপ্টা?" 😆 দুই শিশুর মজার বিতর্ক! | Flat Earth vs Round Earth – কে জিতেছে? 🧐

24/06/2025

ট্রেনটা চলে কু ঝিকিঝিক (Train Ta Chole Ku Jhiki Jhik) - Bangla kids Animated Rhyme

ট্রেনটা চলে কু ঝিকিঝিক
বিকাল বেলা হলে
ঠিক তখনই পড়তে বসো
আম্মু খালি বলে

পড়তে তখন মন বসে না
আম্মু জানে না
ট্রেনটা দেখে বড্ড মজা
কিচ্ছু বুঝে না

কোথা থেকে আসে সে যে
কোথায় চলে যায়
ট্রেনের পেটে কত মানুষ
দেখেই হাসি পায়

এদের বুঝি ঘর বাড়ি নাই
ট্রেনের ভিতর থাকে
ট্রেনটা কত যতন করে
পেটে ধরে রাখে

আম্মু বলে আমিও নাকি
পেটের ভিতর ছিলাম
দূরের কোন অচিন দেশের
পাহাড় থেকে এলাম

ওগো ট্রেনের মানুষ তবে
আমায় নিয়ে যাও
আমার বাড়ি অচিন দেশে
সেইখানেতে নাও

কোন পাহাড়ে বাড়ি আমার
কোন সাগরে ঘর
আম্মু তুমিও সাথে চলো
একলা লাগে ডর

আম্মু হাসে আমিও হাসি
ট্রেনটা চলে যায়
ট্রেনের পেটে মানুষগুলো
খুশিতে গান গায়।

18/06/2025

থাকবো নাকো বদ্ধ ঘরে (Thakbo NaKo Boddho Ghore) - Bangla Animated Rhyme For Kids

17/06/2025

কার বেশি সালামি - Funny Bangla Animated Short

14/06/2025

🎬 "গরমে হিরো শরবত! কফি বলে তুই তো সিজনাল 😎🥤☕ | Funny Drink Talk!"

13/06/2025

আমি হবো সকাল বেলার পাখি (Ami Hobo Shokal Belar Pakhi) - Animated Bengali Rhyme for Kids

খোকার সাধ
কাজী নজরুল ইসলাম -

আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমো এখন'- মা বলবেন রেগে।
বলব আমি, 'আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না ক!
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!'

ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,
দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলব আমি 'ভোর হল যে, সাগর ছুটে আয়!
ঝর্ণা মাসি বলবে হাসি', 'খোকন এলি নাকি?'
বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!'

ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,
সূয্যিমামা বলবে উঠে, 'খোকন, ছিলে ভাল?'
বলব 'মামা, কথা কওয়ার নাইক সময় আর,
তোমার আলোর রথ চালিয়ে ভাঙব ঘুমের দ্বার।'
রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,
জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!

#বাংলাছড়া #গরুরহাট #বাংলাছড়া #খোকারছড়া #ছড়াগান #বাংলাছড়া #শিশুদেরগান #ছোটদেরছড়া

10/06/2025

এক যে আছে মজার দেশ (Ek Je Ache Mojar Desh) - Bangla Animated Rhyme

---------
এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো।

আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল;
ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল!

সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;
ছেলেরা খায় 'ক্যাস্টর-অয়েল'- রসগোল্লা রেখে!

মণ্ডা-মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো;
অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো!

ছেলেরা সব খেলা ফেলে বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে !

ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে;
বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ ফেলে !

জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়;
কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়!

পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে!
ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে!

মজার দেশের মজার কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার।

#বাংলাছড়া #গরুরহাট #বাংলাছড়া #খোকারছড়া #ছড়াগান #বাংলাছড়া #শিশুদেরগান #ছোটদেরছড়া

08/06/2025

হাসতে নাকি জানেনা কেউ ( Hashte Naki Jane Na Keu) - Bangla Animated Rhyme

--------
হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই?
এই শোন না কত হাসিরখবর বলে যাই।
খোকন হাসে ফোঁকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে
কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস।
খলসে মাছের হাসি দেখে
হাসে পাতিহাঁস।
টিয়ে হাসে, রাঙ্গা ঠোঁটে,
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।
এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।

#বাংলাছড়া #গরুরহাট #বাংলাছড়া #খোকারছড়া #ছড়াগান #বাংলাছড়া #শিশুদেরগান #ছোটদেরছড়া

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoku Moku - শিশুতোষ ছড়া, কার্টুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share