Abs Amin

Abs Amin " আমি আলোর প্রত্যাশী,
‌‌ কিন্তু অন্ধকার ভীষণ ভালবাসি ".

" Life Is Not A Bed Of Roses "
22/03/2025

" Life Is Not A Bed Of Roses "

21/03/2025

মনের প্রশান্তি এমনই একটা মূল্যবান অনুভূতি যা কখন ও চাইলেই পাওয়া যায় না বা নিজ থেকে সৃষ্টি করা যায় না।

God Gifted বলে কিছু বিষয় থাকে এবং সেই বিষয় গুলোতে সেই প্রশান্তি গুলোর বেশির ভাগই উপস্থিত থাকে।।।

21/03/2025

চারদিকে ফজরের আযানের ধ্বনিতে মুখরিত হয় সারা দুনিয়া,মনে করিয়ে দেয় এক সময় কতই না টান ছিল এই ধ্বনির সাথে সাথে জেগে উঠে নামাজ পড়ার ।

মনটা কতই না পবিত্র ছিল, দুনিয়ার মায়াজালে পড়ে, সরল পথ ভুলে, জঞ্জালে পড়ে এই ধ্বনি শোনার ভাগ্যটাই হারিয়ে ফেলি ।

আল্লাহ যেন আবার এই ধ্বনিতে সবার মনকে পবিত্র করে সহজ সরল পথে চলার তৌফিক দান করেন, আমীন !!!

" Don't Die Before Death "
14/03/2025

" Don't Die Before Death "

14/03/2025

জন্ম নামক শব্দটি দ্বারা কারো জীবনের সূচনা হয়,
আর মৃত্যু নামক শব্দ দ্বারা ঘটে জীবনের অবসান।

জন্ম ও মৃত্যুর এই মধ্যবর্তী স্বল্প সময়ে আমাদের কত কিছুর সাথেই না সন্নিনিবেশ ঘটে , সুখ, দুঃখ,হাসি, কান্না,মান,অভিমান,আবেন,অনুভুতি
আশা, স্বপ্ন,আকাঙ্ক্ষা কত কিছুরই না সংমিশ্রণ হয় এই সময় টাতে।

মায়াজাল কে আমি সব সময় ভয় করতাম,কেননা এটা এমনই এক ব্যাধি যার উপশনের কোন মেডিসিন আজ ও আবিষ্কার হয়নি এই ধরায়।

এই ক্ষুদ্র জীবনে আমাদের কতই না পরীক্ষা দিতে হয়,কেউ এইসব পরীক্ষায় কৃতকার্য হয় কেউবা আবার অকৃতকার্য।

জীবনে পাওয়া না পাওয়ার বেদনার ছাপ থেকে যায় মৃত্যুর স্বাদ গ্রহনের আগ পর্যন্ত, কখন ও কি ভেবেছি কেন এসেছি এই দুনিয়ায়,বিধাতা কেন পাঠিয়েন এই সুন্দর ধরায়, হয়ত এই বিষয়টি আমাদের অনেকেরই বোধগম্য নয়।

সীমাবদ্ধ জীবনে সীমাহীন চাওয়াটাই জীবন টাকে দু্র্বিষহ করে তুলে,চাওয়া যদি সীমিত হত তাহলে সুখটা না জানি কত কাছেই থাকত।

আফসোস জীবনের সটিক রাস্তা ভুলে গিয়ে আমরা মরিচিকার পিছনে ছুটে চলি।

Address

Ghupal, Tuker Bazer, Jalalabad
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abs Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share