সিলেট ডট কম

সিলেট ডট কম সুরমা নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরটি বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত।

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়ছে। এক্ষেত্রে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত...
03/06/2025

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়ছে। এক্ষেত্রে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এই ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ এবং ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তারা ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন।

31/05/2025

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও উত্তাল হয়ে উঠেছে সিলেটের প্রধান দুই নদী — সুরমা ও কুশিয়ারা। পানির প্রবল চাপ আর উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমার ওপরে পানি বইছে অনেক স্থানে।

25/05/2025

‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ প্রত্যয় নিয়ে ২০০৯ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয় ‘পাঠশালা’। সেই থেকে অঞ্চলটির শিশু-কিশোর....

25/05/2025
Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/05/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সাদা পাথর।
05/03/2025

সাদা পাথর।

ব্যস্ত নগরী জিন্দাবাজার,সিলেট।
11/08/2023

ব্যস্ত নগরী জিন্দাবাজার,সিলেট।

এই সাবমেরিনটা আমাদের কি সুন্দর,ভয়ংকর সত্য একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেলো।পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সবচেয়ে ক্ষ...
26/06/2023

এই সাবমেরিনটা আমাদের কি সুন্দর,ভয়ংকর সত্য একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেলো।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সবচেয়ে ক্ষমতাবান জিনিস টাকা এই ছোট্ট সাবমেরিনটার ভিতরে মূল্যহীন।
তাদের সামনে যদি অপশন রাখা হয়,সারা জীবনের সব অর্জিত সম্পদ,নাকি উপরে ভেসে উঠে আকাশের দিকে তাকিয়ে বুক ভরা তাজা বাতাস।
তারা এক সেকেন্ডও চিন্তা না করে বাতাস বেছে নিবে।
সামান্য বাতাসের কাছেও টাকা মূল্যহীন।
অর্থ বা টাকা জীবনের সবকিছু নয়,, জীবনে বেঁচে থাকার জন্য অট্টালিকা নয়, সুখ ও শান্তি কুঁড়ো ঘরেও বিদ্যমান থাকে।

Collected

25/06/2023

সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদ উপলক্ষে অনেকেই শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। কেউ লঞ্চ, কেউ গাড়ি, কেউ ট্রেন,কেউবা ফ্লাইটে তবে
ঈদে বাড়ি যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো :
বাড়ি যাওয়ার আগে বাসার দরজা-জানালা ঠিকঠাক ভাবে বন্ধ করে, তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না চেক করুন।ঘরের বৈদ্যুতিক সুইচ,গ্যাস ও পানির লাইন ভালোভাবে বন্ধ করুন।ফ্রিজ ও ডাস্টবিন খালি রেখে যান।

ঈদ যাত্রা সবার নিরাপদ ও আনন্দময় হোক।

ক্বীন ব্রিজ।সুরমা নদীর উপর অবস্থিত ক্বীন ব্রিজটি সিলেটের প্রবেশদ্বার এবং সুরমা ব্রিজ নামেও ব্যাপক পরিচিত।
25/06/2023

ক্বীন ব্রিজ।
সুরমা নদীর উপর অবস্থিত ক্বীন ব্রিজটি সিলেটের প্রবেশদ্বার এবং সুরমা ব্রিজ নামেও ব্যাপক পরিচিত।

ব্যস্ত নগরে ক্লান্তিহীন মানুষেরস্বপ্ন বাস্তবায়নের পথচলা...
23/06/2023

ব্যস্ত নগরে ক্লান্তিহীন মানুষের
স্বপ্ন বাস্তবায়নের পথচলা...

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share