Clean City

Clean City We also have the responsibility of making Sylhet a clean city for the next generation.
(1)

06/08/2025

"খেলার উন্মাদনায় সবাই, পরিচ্ছন্নতার বার্তা ছড়াই আমরা"

সিলেটের স্টেডিয়ামে সবাই যখন টি-২০ খেলা দেখতে মেতে ছিলো এবং অসচেতনভাবে ময়লা ফেলে পরিবেশটা নোংরা করছি ঠিক সেই সময়টাতে আমাদের স্বপ্নবাজ তারুণ্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যস্ত ছিলো সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে।

মানুষদের মাঝে সচেতনতা তৈরি করতে পারলেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাবে। এজন্য মানুষদের মধ্যে বেশি বেশি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। মানুষ একবার ভালো পরিবেশে আসলে সে আর আগের পরিবেশে ফিরে যেতে চায় না। এটি হিউম্যান নেচার।

"তাই উৎসব চলুক মাঠে, পরিচ্ছন্নতা থাকুক চারপাশে"

#ক্লিনসিটি #ক্লিনসিটিসিলেট #ক্লিনসিলেট #সিসিএস #ক্লিনসিটিঅর্গানাজেশন


#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

সকলের জীবনেই একজন বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু ছাড়া জীবন কেমন যেন খালি বলে মনে হয়। আমরা সকলেই ছেলেবেলা থেকে অনেকজনকে বন্...
04/08/2025

সকলের জীবনেই একজন বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু ছাড়া জীবন কেমন যেন খালি বলে মনে হয়। আমরা সকলেই ছেলেবেলা থেকে অনেকজনকে বন্ধু হিসেবে পাই। বন্ধুদের নিয়ে আমাদের অনেক স্মৃতি থাকে যা কখনো কেউ ভোলেনা।

বন্ধুত্ব সুনীল আকাশের সেই রুপালি চাঁদ, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, বন্ধুত্ব সেই সুন্দর স্মৃতি যাকে আজীবন মনে রাখা যায় কিন্তু ভোলা যায় না ।

বিশ্ব বন্ধুত্ব দিবসে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

#ক্লিনসিটি #ক্লিনসিটিসিলেট #ক্লিনসিলেট #সিসিএস #ক্লিনসিটিঅর্গানাজেশন


#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation .city.org_

আলহামদুলিল্লাহ ❤️ক্লিন সিটি-এর (২০২৫-২৬) মেয়াদে সভাপতিঃ- নাজিব আহমদ অপু এবং সাধারণ সম্পাদকঃ- সুয়েব নেওয়াজসহ ১১ সদস্য বি...
03/08/2025

আলহামদুলিল্লাহ ❤️
ক্লিন সিটি-এর (২০২৫-২৬) মেয়াদে সভাপতিঃ- নাজিব আহমদ অপু এবং সাধারণ সম্পাদকঃ- সুয়েব নেওয়াজসহ ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

১লা আগস্ট ২০২৫খ্রিঃ শুক্রবার বিকেলে সিলেটের জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন সিটি সিলেট-এর সম্মানিত উপদেষ্টা সেলিনা আক্তার চৌধুরী, যিনি নতুন কমিটিকে শপথ পাঠ করান এবং দায়িত্ব পালনে দৃঢ় ও নিষ্ঠাবান থাকার জন্য অনুপ্রাণিত করেন।

“আমার শহর, পরিচ্ছন্ন শহর” — এই স্লোগানকে ধারণ করে ক্লিন সিটি এগিয়ে চলছে একটি সচেতন, পরিচ্ছন্ন ও মানবিক সিলেট গঠনের অঙ্গীকারে।

নতুন কমিটির সদস্যরা ক্লিন সিটি-এর আদর্শ ও নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ থেকে সিলেট শহরকে পরিচ্ছন্নতার মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের নেতৃত্বে ক্লিন সিটি আরও সুসংগঠিত, সক্রিয় ও ইতিবাচক হয়ে উঠবে—এই আমাদের প্রত্যাশা।

#ক্লিনসিটি #ক্লিনসিটিসিলেট #ক্লিনসিলেট #সিসিএস #ক্লিনসিটিঅর্গানাজেশন


#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

🌿 পরিচ্ছন্নতা আমাদের পরিচয়, দায়িত্ব আমাদের অঙ্গীকার।গতকাল Sylhet Extreme Runners কর্তৃক আয়োজিত ৭.৫কে রানিং ইভেন্টে অংশগ্...
26/07/2025

🌿 পরিচ্ছন্নতা আমাদের পরিচয়, দায়িত্ব আমাদের অঙ্গীকার।

গতকাল Sylhet Extreme Runners কর্তৃক আয়োজিত ৭.৫কে রানিং ইভেন্টে অংশগ্রহণ করেন প্রায় ৩০০+ রানার। রানিং শেষে সকল রানাররা যখন নাস্তা করে কর্কসীটের প্যাকেট ও প্লাস্টিকের পানির বোতল এদিক-ওদিক যখন ফেলছিলেন তখন ইভেন্টের গ্রাউন্ডটা নোংরা হয়ে যায় এবং এই বিষয়টা যখন চোখে পড়লো আমাদের তখনই আমরা মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের প্যাকেট ও প্লাস্টিকের বোতলগুলো সেই মুহূর্তেই কোনো দ্বিধা না করেই সিদ্ধান্ত নেই ক্লিন সিটির যে কয়েকজন সদস্যরা আমরা রানিং এ অংশগ্রহণ করেছি তার পরিষ্কার পরিচ্ছন্ন করবো-- 🏃‍♂️ দৌড় শেষ, দায়িত্ব শুরু আমাদের, পরিবেশ নোংরা দেখে মুখ ফিরিয়ে নয়, হাত লাগিয়ে পরিষ্কার করবো।

পরিশ্রম আর ভালোবাসায় সবার পুরো মাঠ পরিচ্ছন্ন হয় আমাদের সম্মিলিত প্রচেষ্টায়।

আমরা শুধু সংগঠনের নাম বহন করি না, আমরা তার আদর্শ বাস্তবে রূপ দিই।

এই সমাজ, এই শহর—সবাই মিলে গড়বো।
দোষ দেখিয়ে নয়, দায়িত্ব নিয়ে বদল আনবো।



#ক্লিনসিটি #পরিচ্ছন্ন_শহর_সিলেট

#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet .city.org_ Clean City Organisation

🎉 শুভ জন্মদিন Goodwill Ambassador- Belal Ahmed Murad  🎂🌟আপনার এই বিশেষ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি শুধু...
24/07/2025

🎉 শুভ জন্মদিন Goodwill Ambassador- Belal Ahmed Murad 🎂🌟

আপনার এই বিশেষ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি শুধু একজন শিল্পী বা অভিনেতা নন—আপনি আমাদের হৃদয়ে স্থান করে নেওয়া এক অনুপ্রেরণার নাম। আপনার অভিনয়, আবেগ, আর শিল্পে প্রতিটি ছোঁয়া যেন জীবনের গল্প বলে যায়। 🎭💖

আপনার প্রতিভা ও মানবিকতা আমাদের প্রতিদিন শেখায় — কিভাবে ভালোবাসতে হয়, স্বপ্ন দেখতে হয়, আর নিজেকে প্রকাশ করতে হয় সাহসের সঙ্গে।
এই নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক আরও সাফল্য, আনন্দ আর ভালোবাসায় ভরা অসংখ্য সুন্দর মুহূর্ত। আপনি যেন সদা উজ্জ্বল থাকেন নিজের আলোয়, আর আমাদের অনুপ্রাণিত করে যান আগামীর দিনগুলোতেও।আপনার জন্য রইল অগাধ শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। 🎈❤️
"একসাথে গড়ি পরিচ্ছন্ন আগামীর সিলেট!"
— ক্লিন সিটি সিলেট পরিবার




#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

শুভ জন্মদিন ক্লিন সিটির নিবেদিত প্রাণ, সহযোদ্ধা এবং সদস্য  #মো_সাহিদুজ্জামান_সুজন। শুভ হউক আগামীর পথচলা। Clean City -পরি...
23/07/2025

শুভ জন্মদিন ক্লিন সিটির নিবেদিত প্রাণ, সহযোদ্ধা এবং সদস্য #মো_সাহিদুজ্জামান_সুজন। শুভ হউক আগামীর পথচলা। Clean City -পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।









Clean City Sylhet
Clean City Organisation

#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার জন্য

#আমরা_গভীরভাবে_শোকাহত

এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।



Clean City Clean City Sylhet Clean City Organisation

21/07/2025

Clean City - এর ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান আলোচনা সভা ও সদস্য সম্মাননা -২০২৫

সিলেট নগরীকে পরিষ্কার -পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত করা এবং আগামী প্রজন্মের নিকট একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার মহানব্রত নিয়ে একঝাঁক মেধাবী, প্রাণপ্রাচুর্য ভরপুর, উদ্যমী, কর্মঠ তারুণ্যের সমন্বয়ে গড়ে তুলা জনসচেতনতামূলক সংগঠন- ক্লিন সিটি সিলেট।
যার শ্লোগান হচ্ছে- "আমার শহর, পরিচ্ছন্ন শহর"।



#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

🎉✨ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, সাদাত বিন হোসাইন! ✨🎉ক্লিন সিটি- এর প্রতিশ্রুতিশীল, দায়িত্ববান ও উদ্যমী সদস্য সাদাত বিন হো...
20/07/2025

🎉✨ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, সাদাত বিন হোসাইন! ✨🎉

ক্লিন সিটি- এর প্রতিশ্রুতিশীল, দায়িত্ববান ও উদ্যমী সদস্য সাদাত বিন হোসাইন-এর আজ শুভ জন্মদিন।

সততা, নিষ্ঠা ও সহযোগিতার মানসিকতা সংগঠনের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
এই বিশেষ দিনে ক্লিন সিটি সিলেট পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে হৃদয়ভরা শুভেচ্ছা ও আগামী দিনের জন্য অফুরন্ত সফলতার কামনা।

নতুন বছর হোক পরিচ্ছন্ন চিন্তা, ইতিবাচক উদ্যোগ ও সমাজের প্রতি দায়িত্বশীলতার আরও এক সুন্দর অধ্যায়।

"একসাথে গড়ি পরিচ্ছন্ন আগামীর সিলেট!"

— ক্লিন সিটি পরিবার



#আমার_শহর_পরিচ্ছন্ন_শহর
#আমরাই_আগামীর_প্রজন্মকে_পরিষ্কার_পরিচ্ছন্ন_একটি_শহর_উপহার_দিবো

Clean City Clean City Sylhet Clean City Organisation

Address

Sylhet
3100

Telephone

+8801996760616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clean City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Clean City:

Share

CLEAN CITY ORGANIZATION

সিলেট সুরমা কুশিয়ারার জলে ভেজা প্রাচীনকাল থেকেই এক সমৃদ্ধ জনপদ। হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের লালিত এ জনপদকে প্রকৃতিও যেন নিজের মতো করে সাজিয়েছে। সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহঃ) এবং হয়রত শাহজালাল (রহঃ) এর চরণ স্পর্শে এ অঞ্চলে তৈরি হয়েছে আধ্যাত্মিকতার ছায়াময় পরিবেশ। আধ্যাত্বিকতা, সহমর্মিতা আর সহযোগিতার পুণ্যপরশে সিলেট বাংলাদেশে মধ্যে অন্যন্য বৈশিষ্ট্যে সমুজ্জল। যার পরিচিতি বাংলাদেশের মানুষের কাছে দুটি পাতা একটি কুড়ির শহর, আধ্যাত্মিক নগরী, শান্তির জনপদ, পর্যটনের নগরী হিসেবে। ৫৬ হাজার বর্গমাইলের আয়তনের বাংলাদেশের মধ্যে সিলেট ৩৪৯০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট শহর। দেশের শিক্ষা, অর্থনীতি, শিল্প, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি এবং খেলাধুলা প্রভৃতি বিষয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই সিলেটের নাম, খ্যাতি, যশ, পরিচিতি স্বদেশের গন্ডি পেরিয়ে বর্হিবিশ্বে আজ সমান ভাবে সমাদৃত। যার কারণে বাংলাদেশের মানুষের কাছে সিলেটের আরেক নাম হচ্ছে ২য় লন্ডন।

সিলেট নগরীকে পরিষ্কার -পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত করা এবং আগামী প্রজন্মের নিকট একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার মহানব্রত নিয়ে একঝাঁক মেধাবী, প্রাণপ্রাচুর্য ভরপুর, উদ্যমী, কর্মঠ তারুণ্যের সমন্বয়ে গড়ে তুলেছেন জনসচেতনতামূলক সংগঠন #Clean_City (পরিচ্ছন্ন শহর), যার শ্লোগান হচ্ছে- "আমার শহর, পরিচ্ছন্ন শহর"। রাষ্ট্রের সুনাগরিক হিসেবে এবং নিজ শহরের প্রতি প্রচন্ড ভালবাসার তাগিদে এই সংগঠনের আত্মপ্রকাশ। চোখের পলকে সেদিনের সৃষ্টি ক্নিনসিটির একটি বছর অতিক্রান্ত হয়েছে তা ভাবতে অনেকটাই আশ্চয লাগে।

□ #Clean_City টিম তৈরির প্রেক্ষাপট : জনসংখ্যার ক্রমবর্মান বৃদ্ধি এবং সময়ের দাবিতে চারপাশে নানা ধরণের কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার ফলে আমাদের চারপাশের পরিবেশ দুষিত হচ্ছে। আমরা যারা রাত্রের বেলায় বিভিন্ন প্রয়োজনে সিলেট শহরের ঘুরে বেড়াই তারা দেখতে পাই ডাস্টবিনের বাহিরে উপচে পড়া ময়লা আর বিশ্রী দুগন্ধ। যার কারণে নাকে মুখে রুমাল চেপেও পথচারিদের চলাফেরা করতে নাভিশ্বাস উঠে যায়। সিলেট সিটি করপোরশনের পক্ষ হতে এই নগরী নিয়মিত পরিষ্কার করার হলেও মানুষের অসচেতনতা আর অবহেলার কারণে ডাস্টবিনে ময়লা ফেলার পরিবর্তে রাস্তায় ফেলছেন এবং পরিবেশ নোংরা করছেন। মূলত ঔ বিষয়টি ভাবনায় রেখে সকলের মধ্যে ডাস্টবিন ব্যবহার ও যত্রতত্র ময়লা ফেলার মানকিতা পরিহারে করার জন্য এই শহরের একযাক তরুণ প্রথম ধাপে নগরীর শাহী ঈদগাহ সহ কয়েকটি স্থানে একত্রিত হয়ে সাধারণ সভা করে একটি প্রস্তাবিত ২৯ সদস্য বিশিস্ট সাধারণ কমিটি করে গঠন করা হয় টিম ক্লিনসিটি।

এছাড়াও আরেকটি বিষয় লক্ষনীয় বর্তমানে সিলেট শহরে প্রচুর রক্তদাতা ও রক্ত সংগ্রহ করে দেয়ার মতো সামাজিক সংগঠন রয়েছে, যারা মানুষকে নিয়মিত রক্তদান ও নতুন রক্তদাতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন; ফলে মানুষকে রক্তের অভাবে প্রাণ হারানোর সংখ্যাও অনেকাংশে কমেছে। এটা সম্ভব হয়ে এসকল সেচ্ছাসেবকদের রক্তদানের উদ্বুদ্ধকরণের মতো পদক্ষেপ নিয়মিত পরিচালনা করায়। অপরদিকে সিলেট শহরের পরিচ্ছন্নতা বিষয়ে কাজ করার তথা সচেতনতা সৃস্টির জন্য কাজ করা সামাজিক সংগঠনের সংখ্যা নেহায়েত খুবই কম ( সিটি করপোশন ব্যতিত) যা আংগুলের কড়ায় গুনে বলা যাবে । ফলশ্রুতিতে মানুষের মধ্যে পরিচ্ছন্নতা, ডাস্টবিন ব্যবহারের বিষয়ে সেভাবে সচেতনতা সৃস্টি হয়নি। যার কারণে সিলেটকে পরিচ্ছনতার শহর ও লোকজনের মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা পৌছে দেয়ার জন্যই সৃষ্টি হয় Clean City (পরিচ্ছন্ন নগরী) নামক সামাজিক সংগঠন।