
06/06/2025
গরু কাঁদে।
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা জানেই না, ওদের মরতে হবে।
জানে না, মৃত্যুর ছায়া ঠিক কতটা কাছে।
ওরা কাঁদে—
কারণ রাতভর দাঁড় করিয়ে রাখা হয় তাদের।
ঘুমানোর ইচ্ছে জাগলেও, ঘুমানোর অধিকার নেই।
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় কেউ—
শুধু যেন বসে না পড়ে,
শুধু যেন ঘুমিয়ে না পড়ে।
হাত বাঁধা, গলা বাঁধা, আশা বাঁধা।
দিন যায়, রাত যায়—
অমানুষের আচরণে ক্লান্ত হয়ে পড়ে তারা।
ওরা কাঁদে—
কারণ ওরাও অনুভব করে।
যন্ত্রণা বোঝে।
ভয়, কষ্ট, ক্লান্তি—সবই তাদের জানা।
ওরা কাঁদে—
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা কাঁদে,
কারণ মানুষের মতো প্রাণী,
মানুষ না হয়ে উঠেছে অমানুষ।
সবার কাছে একটাই অনুরোধ কুরবানির পশুর সাথে এমন আচরন করবেন না যাতে সে কষ্ট পায় 🥺 আজম মিডিয়া