Rihan's World

Rihan's World হাসির ছোট্ট রাজা নাম তার রিহান❤️

গরু কাঁদে।কিন্তু মৃত্যু ভয়ে নয়।ওরা জানেই না, ওদের মরতে হবে।জানে না, মৃত্যুর ছায়া ঠিক কতটা কাছে।ওরা কাঁদে—কারণ রাতভর দ...
06/06/2025

গরু কাঁদে।
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা জানেই না, ওদের মরতে হবে।
জানে না, মৃত্যুর ছায়া ঠিক কতটা কাছে।

ওরা কাঁদে—
কারণ রাতভর দাঁড় করিয়ে রাখা হয় তাদের।
ঘুমানোর ইচ্ছে জাগলেও, ঘুমানোর অধিকার নেই।
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় কেউ—
শুধু যেন বসে না পড়ে,
শুধু যেন ঘুমিয়ে না পড়ে।

হাত বাঁধা, গলা বাঁধা, আশা বাঁধা।
দিন যায়, রাত যায়—
অমানুষের আচরণে ক্লান্ত হয়ে পড়ে তারা।

ওরা কাঁদে—
কারণ ওরাও অনুভব করে।
যন্ত্রণা বোঝে।
ভয়, কষ্ট, ক্লান্তি—সবই তাদের জানা।

ওরা কাঁদে—
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা কাঁদে,
কারণ মানুষের মতো প্রাণী,
মানুষ না হয়ে উঠেছে অমানুষ।

সবার কাছে একটাই অনুরোধ কুরবানির পশুর সাথে এমন আচরন করবেন না যাতে সে কষ্ট পায় 🥺 আজম মিডিয়া

02/06/2025
01/06/2025

শিশুর হজমশক্তি বারানোর উপায়

১:আঁশযুক্ত খাবার খাওয়ান (পেঁপে, আপেল, ওটস,মিস্টি আলু, শাকসবজি)

২:প্রবায়োটিক খাবার দিন(দই,ছানা)।

৩:শিশুকে পযাপ্ত পানি ও তরল খাবার খাওয়ান।

৪:চিনি এরিয়ে চলুন।

৫:নিয়মিত ঘুম নিশ্চিত করুন।

25/05/2025

🌼 রিহানের বাগান বিলাস: প্রকৃতির ছোট্ট রাজকুমার 🌼

একটি ছোট্ট বাগান, যেখানে প্রতিটি ফুল হাসে । তার হাতের ছোঁয়ায় বাগানটি হয়ে ওঠে রঙিন স্বপ্নের মতো। প্রতিটি পাপড়িতে লুকিয়ে থাকে ভালোবাসার গল্প, আর প্রতিটি পাতায় ছড়িয়ে পড়ে শান্তির বার্তা।

হ্যাশট্যাগ:
#রিহান_বাগান_বিলাস #প্রকৃতির_রাজকুমার #ফুলের_ভালোবাসা #বাংলা_ক্যাপশন #ভিডিও_পোস্ট

❤️🌟 আমার প্রিয় ছোট্ট রাজকুমারএই ছোট্ট মুখের হাসি, মিষ্টি চোখের চাহনি, আর সেই আদুরে হাতের স্পর্শ—সব কিছুতেই যেন পৃথিবীটা...
23/05/2025

❤️🌟 আমার প্রিয় ছোট্ট রাজকুমার

এই ছোট্ট মুখের হাসি, মিষ্টি চোখের চাহনি, আর সেই আদুরে হাতের স্পর্শ—সব কিছুতেই যেন পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। 🥰

🍍🍍🍍
09/05/2025

🍍🍍🍍

Address

Gowainghat
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihan's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share