17/07/2025
📸❤️: আমার রিহান _আমার জীবনের সবচেয়ে সুন্দর হাঁটা❤️
আজ আমার রিহান এক বছর ১৫ দিন পূর্ণ করল।
আর সেই সঙ্গে দিলো আমাদের জীবনের সবচেয়ে মধুর উপহার – নিজের পায়ে হাঁটার প্রথম পদক্ষেপ।
আর এই ছোট্ ছেলেটা এখন নিজের পায়ে হেঁটে হেঁটে সারা বাড়ি ঘুরে বেড়ায়।
প্রতম যে দিন তাকে ছোট্ট ছোট্ট পায়ে দুলে দুলে সামনে এগোতে দেখলাম, চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে গেল।এটা শুধু তার হাঁটার শুরু নয়, এটা তার জীবনের পথে এক নতুন যাত্রা।
এই এক বছরে আমি যতটা শিখেছি, হয়তো গোটা জীবনেও ততটা শিখিনি।
তার ছোট ছোট হাসি, কান্না, প্রথম শব্দ মা, প্রথম দাঁড়ানো – সবকিছুই আমার জীবনের অমূল্য স্মৃতি।
এই এক বছরে সে শুধু হাঁটতে শিখেনি, শিখিয়েছে কীভাবে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে, কীভাবে প্রতিটা মুহূর্তে আনন্দ খুঁজে নিতে হয়।
রিহান, তোমার প্রতিটা হাসি, কান্না, ডাকে আমার পুরো পৃথিবী জড়িয়ে থাকে।
তোমার প্রথম পদক্ষেপ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর পথের শুরু।
আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, বড় করে ভালো মানুষ করুক।
তোমার প্রতি ভালোবাসা দিনকে দিন শুধু বাড়বে।
ভালোবাসি আমার রাজপুত্র, রিহান। ❤️