19/07/2025
হে কা'বার মালিক,
আমাদের এই দুই চোখকে কবুল করে নিন—
যেন একদিন সেগুলো আপনার হাবিবের রওজা মোবারক দর্শনের সৌভাগ্য পায়।
যেন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠতে পারি—
“আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ!”
হে পরম দয়ালু রব,
এই আকাঙ্ক্ষা যেন কেবল এক অলীক স্বপ্ন না থেকে যায়—
আপনার অশেষ রহমতে তা হোক বাস্তবতার অনুপম সৌরভ।
আমাদের হৃদয়ের গভীর তৃষ্ণাকে আপনি শান্ত করুন—
সেই নূরানি যিয়ারতের মাধ্যমে।
আমাদের আকুল মিনতি, আমাদের কান্না, আমাদের আশা—
সবকিছু আপনি জানেন, আপনি বোঝেন।
হে প্রভু!
আমাদের কবুল করে নিন...
আপনার প্রিয় হাবিবের প্রেমে ডুবে থাকা এই অন্তরটাকে কবুল করে নিন।