Digital somoy Tv

Digital somoy Tv সত্যে ও ন্যায়ের অধীকার প্রচেষ্টায় আমরা
Digital somoy Tv YouTube- www.digitalsomoytv 01738968605=8801706249145
(1)

01/10/2025

আগামীকাল বৃহস্পতিবার যে কারণে সিলেট নগরীর যে রাস্তা গুলতে গাড়ী চালাতে নিষেধ করা হয়েছে এসএমপি থেকে!
বিস্তারিত কমেন্টে

ঐতিহ্যবাহী ফুলবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করেন সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থী মো: সেলিম উদ্দিনএসময় তিনি মাদ্রাসার...
01/10/2025

ঐতিহ্যবাহী ফুলবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করেন সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থী মো: সেলিম উদ্দিন
এসময় তিনি মাদ্রাসার নতুন আরও একটি চার তলা বিল্ডিং হবে বলে আশ্বাস দেন ।
এসময় তিনি ফুলবাড়ির বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ।

30/09/2025

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হা–ম–লা–র প্রতিবাদে মানববন্ধনে উপজেলাবাসী..

30/09/2025

আজ বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনীতে গোলাপগঞ্জ বাজার বনিক সমিতি ও গোলাপগঞ্জ কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বিশাল একটি মানববন্ধনের আয়োজন করা হইয়াছে।

29/09/2025

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হা'ম'লা'র প্র'তি'বা'দে বি-ক্ষো-ভ মি'ছি'ল...

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আহাদের উপর পুলিশ পরিচয়ে হামলার প্রতিবাদে রবিবার রাতে অনুষ্ঠিত বণিক সমি...
29/09/2025

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আহাদের উপর পুলিশ পরিচয়ে হামলার প্রতিবাদে রবিবার রাতে অনুষ্ঠিত বণিক সমিতি ও গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামীকাল মঙ্গলবার বাদ আসর গোলাপগঞ্জ নুরম্যানশনের সামনে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সহযোগীতায় ঃ গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

উক্ত মানবন্ধনে সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহন করার অনুরোধ জানিয়েছেন বণিক সমিতি নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ ।

29/09/2025

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হা–ম–লা–র প্রতিবাদে চৌঘুরী বাজারে সভা -

সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলার ঘটনায়গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক  ও বণিক সমিতির নিন্দা।ডেস্ক রিপোর্ট :সিলেটের গোলাপগঞ্জ...
29/09/2025

সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলার ঘটনায়
গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক ও বণিক সমিতির নিন্দা।
ডেস্ক রিপোর্ট :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আহাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকের সংগঠন গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টায় বণিক সমিতি অফিসে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন , গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) গোলাপগঞ্জ থানা সহ সিলেটের বিভিন্ন থানার মামলার আসামি ও কথিত সাংবাদিক সেলিম হাসান কাওছার কিছু অজ্ঞাত ব্যাক্তিকে সাথে নিয়ে পুলিশ পরিচয়ে মব সৃষ্টি করে গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ী নেতা সর্বজন সমাদৃত আব্দুল আহাদের ওপর হামলা ও তাকে হেনস্তা করে । এছাড়া পরিকল্পিতভাবে ঘটনার ভিডিও ধারন করে ফেসবুকে ছাড়ে। এই ঘটনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বক্তারা বলেন, একজন প্রবীণ সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ দেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। আমরা এ ঘটনার ইন্ধনদাতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, সহ সাধারন সম্পাদক ছালেক উদ্দিন, সদস্য সেলিম আহমদ,মাছুম আহমদ, শহীদুর রহমান সুহেদ, , কাওছার আহমদ, সোহেল আহমদ,নাজিম আহমদ, নাছির উদ্দিন, শাকিল আহমদ। কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম আব্দুল জলিল, মাহফুজ আহমদ চৌধুরী,সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, ইমরান আহমদ, মোহাম্মদ বদরুল আলম, জাহিদ উদ্দিন, সৈয়দ রাসেল, সাইদুর রহমান, সাকেল উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, তামিম আহমদ, ফাহাদ হোসাইন, মোঃ শাহ আলম, ফাহিম আহমদ, তামিম আহমদ,দেলওয়ার হোসেন মান্না,আব্দুল আজিজ বাবর, সামিল হোসেন, দেলওয়ার হোসেন মাহমুদ, কে এম আব্দুল্লাহ, সালমান কাদির দিপু।

"নি*খোঁজ সংবাদ"ব্যবসায়ী রাসেলের স-ন্ধান চায় পরিবার! কাজিরবাজারের ব্যবসায়ী রাসেল গত ১৮-০৯-২০২৫  বৃহস্পতিবার থেকে নি-খোঁ-...
29/09/2025

"নি*খোঁজ সংবাদ"ব্যবসায়ী রাসেলের স-ন্ধান চায় পরিবার!

কাজিরবাজারের ব্যবসায়ী রাসেল গত ১৮-০৯-২০২৫ বৃহস্পতিবার থেকে নি-খোঁ-জ, এখনো কোনো সন্ধান পাওয়া যায় নি মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছেনা। তাই সকলের সহযোগিতা চায় তার পরিবার।
যোগাযোগ -01717889646

29/09/2025
28/09/2025

গতকাল বিয়ানীবাজার উপজেলা ও পৌর বি এন পি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে রাতে বিয়ানীবাজার ফুডভিলেইজ চাইনিজ রেস্তোরাঁয় এক মতবিনিময় সভা অনুস্টিত হয়। উপজেলা, পৌর বি এন পির সভাপতি সাধারণ ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ ও সাবেক ও বর্তমান জেলা বি এন পির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত কয়েক টি ঘটনা মব সৃ-ষ্টি দলীয় দুর্না-ম সৃ-ষ্টি কারী পথভ্র-ষ্ট কিছু সং-খ্যক নেতৃবৃন্দের বি-রু-দ্ধে কঠোর ভুমিকা নেওয়া দলীয় শৃঙ্খলা বিন-ষ্টকা-রীদের বিরু-দ্ধে সিদ্ধা-ন্ত গৃ-হীত হয়। ঐতিহ্যবাহী এ দলের সুনামকুন্নকারীদের অপ-প্রচার-কারীদের বি-রু-দ্ধে এবং বট-বাহিনীর ফেইক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরু-দ্ধে আইনি পদ-ক্ষেপ নেওয়ার সিদ্ধা-ন্ত গৃহীত হয়।আগামী জাতীয় সংসদ নির্বাচন দলের স্বার্থে আমরা সবাই ঐ-ক্যব-দ্ধ। ব্যক্তিস্বা-র্থের উ-র্ধ্বে উঠে দলীয় স্বার্থকে সমুন্নত রাখা মুললক্ষ হিসাবে গতকালের সভা প্র-ধা-ন্য পায়।বিয়ানীবাজারের রাজনৈতিক, সামাজিক বন্ধন ধরে রাখতে গতকালকের বি এন পির এ আয়োজন।

Address

আঞ্চলিক অফিস/গোলাপগঞ্জ কদমতলী, আল-ইফাদা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী পাশে।
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Digital somoy Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital somoy Tv:

Share