Eman

Eman সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
(1)

28/03/2025

🌙ঈদের নামাজের নিয়ম ও নিয়ত:

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি...আল্লাহু আকবার।

🌕প্রথম রাকাত

১. তাকবিরে তাহরিমা

ঈদের নামাজে নিয়ত করে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধা।

২. সানা পড়া

সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।

৩. অতিরিক্ত তিন তাকবির দেওয়া।

এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া এবং তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত বেঁধে নেওয়া।

৪. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া

৫. সুরা ফাতিহা পড়া

৬. সুরা মেলানো। অতঃপর নিয়মিত নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

🌕দ্বিতীয় রাকাত

১. বিসমিল্লাহ পড়া

২. সুরা ফাতিহা পড়া

৩. সুরা মেলানো।

৪. সুরা মেলানোর পর অতিরিক্ত তিন তাকবির দেওয়া। প্রথম রাকাতের মতো দুই তাকবিরে উভয় হাত কাঁধ বরাবর উঠিয়ে ছেড়ে দেওয়া; অতঃপর তৃতীয় তাকবির দিয়ে হাত বাঁধা।

৫. তারপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া।

৬. সিজদা আদায় করে তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।

🌕তারপর খুতবা

ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবেন আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন।

দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবিরসহ আদায় করতে হয়। ঈদের নামাজের অতিরিক্ত ওয়াজিব তাকবিরে ভুল হলে অর্থাৎ তাকবির কম বা বেশি হলে অথবা বাদ পড়লে সাহু সিজদা প্রয়োজন নেই।

27/03/2025

আজ রাতে তারাবি নামাজের মধ্যে দিয়ে
লক্ষ লক্ষ কোরআন খতম শেষ হবে!
আলহামদুলিল্লাহ!

27/03/2025
গা*জা*য় শহী*দের সংখ্যা  50 হাজার ছাড়িয়েছে!🥹 যার মধ্যে ১৯ হাজার শিশু!🥹
25/03/2025

গা*জা*য় শহী*দের সংখ্যা 50 হাজার ছাড়িয়েছে!🥹
যার মধ্যে ১৯ হাজার শিশু!🥹

সুবাহানাল্লাহ ❤️
25/03/2025

সুবাহানাল্লাহ ❤️

24/03/2025

তিন ব্যক্তির ক্ষেত্রে গীবত হারাম নয়—
১। প্রকাশ্য গুনাহগারের ক্ষেত্রে
২। যা*লেমের ক্ষেত্রে
৩। বিদআতির ক্ষেত্রে

— হাসান আল বাসরি (রাহিমাহুল্লাহ)
[সূত্র : মাউসুয়াত, ইবনু আবিদ দুনইয়া, ৪/৩৭৯]

24/03/2025

লাইলাতুল কদরের রাতটি চেনার কিছু আলামত হাদিসে পাওয়া যায়। তা নিন্মরুপ-

১। রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২। নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩। মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫। কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬। ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭। সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।

(সহীহ বুখারী: ২০২১, সহীহ মুসলিম: ৭৬২)

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Eman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share