14/06/2025
UK যাওয়ার স্বপ্ন দেখছেন? 🇬🇧
কিন্তু, ভুলভাল information নিয়ে বসে আছেন। একটু রিসার্চ করলেই সকল confusion ও misinformation থেকে বাঁচতে পারেন!
* অনেকেই এখনো মনে করেন UK যেতে হলে UKVI IELTS বাধ্যতামূলক। কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল।
* আসলে, Standard IELTS যেটাকে অনেকেই Academic IELTS ও বলে থাকেন, তা দিয়েও UK যাওয়া সম্ভব। যদি আপনার Overall score 6.0 হয় এবং NBLT 5.5 থাকে
* তবে যদি কোনো একটি অংশে ৫.০ পান, তখন কিছু সমস্যা হতে পারে। এ কারণেই অনেকেই ভুল করে ভাবে UKVI ছাড়া UK যাওয়া সম্ভব না। কিন্তু বাস্তবে, হাজার হাজার শিক্ষার্থী Standard IELTS দিয়েই UK যাচ্ছে।
* Standard IELTS এবং UKVI IELTS এর মধ্যে পার্থক্য কী?
১। Standard IELTS: এটি প্রায় সব দেশেই গ্রহণযোগ্য, এমনকি UK-তেও।
২। UKVI IELTS: এটি কেবল কিছু নির্দিষ্ট কোর্স ও পরিস্থিতিতে প্রয়োজন হয়।
* অনেক UK বিশ্ববিদ্যালয় non-UKVI IELTS গ্রহণ করে। আবার কেউ কেউ নিজেরাই আলাদা ইংরেজি পরীক্ষা নিয়ে থাকে।
* তাহলে কারা UKVI IELTS দেবেন? 🇬🇧
১। যারা Foundation কোর্সে যেতে চান
২। যারা Below Degree Level কোর্সে যাচ্ছেন
৩। যাদের Sponsor Institution UKVI IELTS চায়
* আপনি যদি Bachelor’s, Master’s বা PhD করতে চান, তাহলে Standard IELTS-ই যথেষ্ট।
* তাহলে এত শিক্ষার্থী কেন UKVI IELTS বেছে নিচ্ছে?
কারণ অনেকেই ভাবে, শুধু UKVI IELTS দিলেই সহজে ভিসা পাওয়া যাবে। তাই তারা তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করে, ভালোভাবে প্রস্তুতি না নিয়েই পরীক্ষায় বসে যায়, আর ফলাফল খারাপ হলে হতাশ হয়।
Remember -
* IELTS একটি স্কোর ভিত্তিক পরীক্ষা
* ফরম্যাট যাই হোক, Score matters
* Standard IELTS দিয়েও আপনি UK 🇬🇧 সহ বাকি যেকোনো দেশেই যেতে পারবেন। UK বা অন্যান্য কোন দেশেই UKVI IELTS Format বাধ্যতামূলক না। University requiremnt থাকলে সেটা আপনাকে জানিয়ে দেয়া হবে।
সুতরাং, আপনার লক্ষ্য যদি হয় স্বপ্নের দেশে উচ্চশিক্ষার, তাহলে কোন ধরনের IELTS দিচ্ছেন সেটি নয়, বরং কত ভালো স্কোর করছেন সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Collected post.