23/06/2025
সেশন ২৪৪
ব্যাচ ৩০
ঝুঁকি ছাড়া ব্যবসা হয় না। একজন উদ্যোক্তার ঝুঁকির যে যে বিষয় গুলো জানা দরকার
উদ্যোক্তা হবার জন্য ঝুঁকি গ্রহণ অপরিহার্য। রিস্ক নেয়া ছাড়া কখনোই কোন সফলতা আশা করা যায় না।
কিন্তু আপনি কতটুকু রিস্ক নিবেন? তাও জানা থাকা প্রয়োজন। রিস্ক হতে হবে ক্যাল্কুলেটিভ রিস্ক।
আপনি পানিতে নামবেন – কিন্তু সাঁতার জেনে যদি পানিতে নামেন, নিশ্চিত ভাবে আপনি ডুবে মরবেন। এই সাঁতার জানাটা হচ্ছে, ব্যবসায়িক কলা কৌশল জেনে ও শিখে নেয়া। ঝুঁকির কারণ গুলো জানা থাকলে একজন উদ্যোক্তা সাময়িক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।
ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে মুনাফা লাভের জন্য আপনার বিনিয়োগ, সম্পদ, পুঁজি ইত্যাদির আংশিক বা পুরোপুরি ক্ষতি হবার সম্ভাবনাকে রিস্ক বলা হয়। কোন বিনিয়োগ হতে প্রত্যাশিত রিটার্ন কম হবার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ব্যবসায় শুধুই লাভ হবে, কখনো ক্ষতির সম্মুখীন হবেন না – এই ধারণা নিয়ে ব্যবসা করা যায় না। ব্যবসায়ে এগিয়ে যেতে হলে রিস্ক নিতেই হবে।
কেন ঝুঁকির পরিমাপ করবেন?
- ঝুঁকি গ্রহণ করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেয়ার জন্য ঝুঁকি পরিমাপ করা হয়।
- ঝুঁকির মাত্রা নির্ধারণ। তবে ব্যক্তি বিশেষে ঝুঁকির মাত্রা নির্ভর করে, কে কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?
কি কি কারণে ব্যবসায়ের ঝুকির সম্ভাবনা থাকে?
১। বাজারে পণ্যের চাহিদা না থাকলে
২। ব্যবসায়ের দক্ষতার অভাব
৩। ব্যবসা প্রতিষ্ঠান, কর্মী ও কাস্টমারের নিরাপত্তার ঝুঁকি থাকলে
৪। ক্যাশ ক্রাইসিস হলে
৫। কমপ্লায়েন্স অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালালে
৬। দক্ষ টিমের অভাব
৭। প্রতিযোগিতায় টিকতে না পারলে
৮। মানহীন পণ্য তৈরি করলে বা মজুদ করলে
৯। প্রাকৃতিক দুর্যোগ বা দেশের আইনের কোন পরিবর্তন হলে।
১০। ক্রেতাকে গুরুত্ব না দিলে বা সঠিক কাস্টমার কেয়ার না করলে
১১। বাজারে চাহিদা ও যোগানের সমন্বয় না করতে পারলে
১২। সময়মত সোর্সিং বা উৎপাদন করতে না পারলে।
১৩। বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনাহীন কোন উদ্যোগ নিলে
১৪। বাজার যাচাই না করে ব্যবসা শুরু করলে।
১৫। ব্যবসায়ের আইনগত সকল ডকুমেন্টস না থাকলে
উপরের ১৫টি পয়েন্টের সাথে নিজের অবস্থান মিলিয়ে নিন। এই সবগুলো মাথায় নিয়ে কাজ করলে ঝুঁকি এড়ানো বা ঝুঁকি কমানো সম্ভব।
- ইকবাল বাহার
#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#উদ্যোক্তা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন