
09/07/2025
মন খারাপ?
ভীষণ একাকী বোধ হচ্ছে?
বড্ড অসহায় লাগছে?
কারো সাথে খুব কথা বলতে ইচ্ছে হচ্ছে?
অথচ আপনি ভুলেই গেছেন আপনার সবচেয়ে আপন যিনি সর্বদা আপনার পাশে থাকে, আপনাকে আগলে রাখে সেই মহান রবের কথা।
কি করে ভুলে গেলেন?
আপনার রবের চেয়ে উত্তম সঙ্গী আর কে হতে পারে বলুন ?
জায়নামাজে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলুন!
সিজদায় গিয়ে নিজের মনের সব কথা, সমস্ত খারাপ লাগা, অসহায়ত্ব রবের দরবারেই পেশ করুন। বলতে না পারলে খুব করে কেঁদে দিন, আপনার রব ঠিকই বুঝে নিবেন আপনার মনের আকুতি।
আলহামদুলিল্লাহ্! দেখবেন মুহুর্তেই সমস্ত অস্থিরতা দূর হয়ে গেছে, আপনার অশান্ত মনটা কেমন শান্ত হয়ে গেছে! ❤️❤️