Hill Blog

Hill Blog প্রচার করো যদি একটি মাত্র আয়াতও হয়। 'হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।' �� (সুরা ইবরাহিম, ৪১)

15/08/2023

তোমরা মৃত
ব্যক্তির ভালো
গুন নিয়ে
আলোচনা কর।
_____বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ

15/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের শেষ ওসিয়াত।

14/08/2023

দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর সাথে সাথেই ভূমিকম্প হয়েছে।
আল্লাহ দ্বীনের এই রাহবারকে জান্নাতের সুউচ্চ মাক্বাম দান করুন।

10/08/2023

পৃথিবীর ইতিহাসে কেউ কারো জন্য এত কাঁদেনি ।
হযরত মুহাম্মদ সাঃ তার উম্মতের জন্য যতটা কেঁদেছেন।

©সুবহানআল্লাহ ©

08/08/2023

“আমি আপনার পূর্বেও কোন মানুষকে অনন্ত
জীবন (চিরঞ্জীব) দান করিনি। আপনি যদি মৃত্যু
বরন করেন, তবে এই লোকেরা কি চিরদিন বেঁচে
থাকবে ? প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহন
করতে হবে।
[[সুরাঃ আম্বিয়া ২১/৩৪-৩৫]]

06/08/2023

যে আয়াত শুনে ইবলিশ কেঁদেছিল :
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺇِﺫَﺍ ﻓَﻌَﻠُﻮﺍ ﻓَﺎﺣِﺸَﺔً ﺃَﻭْ ﻇَﻠَﻤُﻮﺍ
ﺃَﻧﻔُﺴَﻬُﻢْ ﺫَﻛَﺮُﻭﺍ
ﺍﻟﻠَّـﻪَ ﻓَﺎﺳْﺘَﻐْﻔَﺮُﻭﺍ ﻟِﺬُﻧُﻮﺑِﻬِﻢْ ﻭَﻣَﻦ
ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّـﻪُ
ﻭَﻟَﻢْ ﻳُﺼِﺮُّﻭﺍ ﻋَﻠَﻰٰ ﻣَﺎ ﻓَﻌَﻠُﻮﺍ ﻭَﻫُﻢْ
ﻳَﻌْﻠَﻤُﻮﻥَ
“তারা কখনও কোন অশ্লীল কাজ
করে ফেললে কিংবা কোন মন্দ
কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম
করে ফেললে আল্লাহকে স্মরণ করে
এবং নিজের পাপের জন্য
ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ
ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?
তারা নিজের কৃতকর্মের জন্য
হঠকারিতা প্রদর্শন
করে না এবং জেনে-শুনে তাই
করতে থাকে না।”
(আলে ইমরান: ১৩৫)
--------------- ---------------
--------------
সাবেত আল বুনানী আনাস রা.
থেকে বর্ণনা করেন, ”যখন নাজিল
হল,
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺇِﺫَﺍ ﻓَﻌَﻠُﻮﺍ ﻓَﺎﺣِﺸَﺔً ﺃَﻭْ ﻇَﻠَﻤُﻮﺍ
ﺃَﻧﻔُﺴَﻬُﻢْ ﺫَﻛَﺮُﻭﺍ
ﺍﻟﻠَّـﻪَ ﻓَﺎﺳْﺘَﻐْﻔَﺮُﻭﺍ ﻟِﺬُﻧُﻮﺑِﻬِﻢْ
তখন শয়তান কেঁদেছে।”
ইবনে মাসঊদ রা. বলেন: ”উক্ত
আয়াতটি গুনাহগারদের জন্য
দুনিয়া ও দুনিয়ার সব কিছু
থেকে উত্তম।”
ইবনে সীরীন বলেন: ”আল্লাহ
তায়ালা বনী ইসরাঈলের জন্য
যেভাবে তাদের গুনাহ সমূহের জন্য
বিভিন্ন কাফফারার
ব্যবস্থা করেছিলেন
তদস্থলে তিনি আমাদের জন্য উক্ত
আয়াতটি প্রদান করেছেন।”
(ইবনে কাসীর রহ. উপরোক্ত আয়াতের
তাফসীর করতে গিয়ে ইবনে রজব
সূত্রে উক্ত বর্ণনাগুলো উল্লেখ
করেছেন)

২০১২ সালের লন্ডনেরএকমসজিদে একজানাজার নামাজঅনুষ্ঠিত হয়।সেই জানাজায় মৃতব্যক্তির একআত্মীয়যার বয়স ১৯ বছর সেওছিলো।কানে হে...
05/08/2023

২০১২ সালের লন্ডনের
এক
মসজিদে এক
জানাজার নামাজ
অনুষ্ঠিত হয়।
সেই জানাজায় মৃত
ব্যক্তির এক
আত্মীয়
যার বয়স ১৯ বছর সেও
ছিলো।
কানে হেড ফোন
লাগিয়ে গান
শুনছিলো।
ইমাম সাহেব নিষেধ
করলে
সে বলল,
আমি তো এখন যুবক
আমার এখন আনন্দ
ফুর্তি করার সময়।
ধর্ম কর্মের জন্য
তো সারা জীবন
পড়ে আছে।
কিছুদিন পর ঐ
মসজিদে আরেকটি জানাজা আসে।
ইমাম সাহেব যখন মৃত
ব্যক্তির
লাশ দেখতে গেলেন
তখন আর
নিজের
চোখকে বিশ্বাস
করতে পারছিলেন না।
এইটা সেই যুবকের
জানাজা ছিলো যে মাস
খানেক
আগে বলেছিলো ধর্ম
কর্মের জন্য
সারা জীবন
পড়ে আছে।
★মানুষের মৃত্যু এমন
এক বিষয়
যা কাউকে আগে থেকে সিগন্যাল
দিয়ে আসবে না।
ঘড়ির
কাটা ইচ্ছা করলেই
এদিক-ওদিক
করা যাবে,
কিন্তু আল্লাহর
নির্ধারিত মৃত্যুর
ফরমান এক
সেকেন্ডের জন্যও
এদিক-ওদিক
হবে না।
সত্য আল্লাহ
সুবহানাহু
ওয়া তা'আলা ,
সত্য মুহাম্মাদ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম,
সত্য আল্লাহর ওয়াদা,
সত্য
দুনিয়া একটি নিছক
পরীক্ষা ক্ষেত্র,
সত্য জান্নাত-
জাহান্নম ।
মহান আল্লাহ
আমাদের বুঝ দান
করুন এবং আল্লাহর
কাছে ফিরে যাওয়ার
আগে আল্লাহর
দিকে ঘুরে যাওয়ার
তাওফিক দান করুন।
আল্লাহুম্মা আযিরনা মিনান-
নার
। আমীন

01/08/2023

- নিজেকে কখনো অসুন্দর মনে
করবেন না😔

- কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না😊❤

31/07/2023

একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে।
অসাধারণ একটি ইসলামী সংগীত।

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 💖
31/07/2023

এটা সাধারণ কোন পা নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে যাওয়া পা।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 💖

30/07/2023

"ফেরেশতা' বলে 'মালিক'...'
ফজরের-'নামাজ' তো সে পড়ে নাই..'
রিযিকের' ব্যবস্থা করে দিচ্ছেন কেন?
'রব' বলে 'বান্দাটা' তো আমার!❤️

~সুবহানআল্লাহ'!🌸

25/07/2023

হে আল্লাহ !

আমাদের তখন মৃত্যু দিন ।
যখন আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন।

17/07/2023

নামাজ রোজা নাহি কাজা
করবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজা
যিনি মোদের প্রভু,,
নামাজ রোজা অনেক সোজা
ইচ্ছে যদি করো,,
মনের মতো সময় মতো
নামাজ রোজা করো,,
পণ করো আজ পড়বো
রাখবো সদা রোজা,,
তা না হলে পরকালে
পেতে হবে সাজা,,
বেহেস্তেতে থাকবো মেতে
হবে কত মজা...

মাঠে আছি, শেষ পর্যন্ত দেখবো কত নির্যাতন করে।______ হিরো আলম
17/07/2023

মাঠে আছি, শেষ পর্যন্ত দেখবো কত নির্যাতন করে।

______ হিরো আলম

25/04/2023

মাশা আল্লাহ!!!
অনেক সুন্দর কন্ঠ
শুনলেই তার প্রেমে পড়ে যাবেন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hill Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hill Blog:

Share

Category