Zuleka Juli

Zuleka Juli Visual storyteller. � Content with soul, crafted for the scroll

29/08/2025

আলহামদুলিল্লাহ।
আমাদের দিন শুরু হোক আল্লাহর শুকরিয়া আদায় করে। মহান রব আমাদেরকে নতুন ভোরের আলো দেখিয়েছেন।

29/08/2025

Gurgling🌊

সর্বশ্রেষ্ঠ দোয়া,,,,,,,,,,
22/08/2025

সর্বশ্রেষ্ঠ দোয়া,,,,,,,,,,

ঘটনার দিন  ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাত...
17/08/2025

ঘটনার দিন ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, সাথে ছিলো অক্সিজেন সিলিন্ডার। লক্ষ্য ছিলো উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পৌঁছানো।

কিন্তু ভাগ্য যেন হঠাৎই থেমে গেল। লঞ্চ যখন মুন্সীগঞ্জ ছাড়িয়ে এগোচ্ছে, তখন অক্সিজেন শেষ হয়ে যায়। সময়টা ছিলো প্রতিটি সেকেন্ডের লড়াই। পরিবারের কেউ দেরি না করে কল দেয় ৯৯৯ এ।

এরপর যা ঘটলো—এটা শুধু একটা ঘটনা নয়, এটা এই দেশের মানবিক মুখের প্রতিচ্ছবি।
৯৯৯ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় বাংলাদেশ কোস্ট গার্ডকে। কয়েক মিনিটের মধ্যে নদীর বুক চিরে ছুটে আসে একটি স্পিডবোট—সাথে নতুন অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, আর দুইজন প্রশিক্ষিত সদস্য। তারা লঞ্চে উঠে নবজাতকের পাশে দাঁড়ায়, শ্বাসের প্রতিটি ওঠানামা মনিটর করে, যেন শিশুটি এক মুহূর্তও একা না থাকে।

লঞ্চ পৌঁছায় সদরঘাটে। ঘাটেই অপেক্ষা করছিলো কোস্ট গার্ডের অ্যাম্বুলেন্স—এক মুহূর্ত দেরি না করে নবজাতককে নিয়ে ছুটে যায় হাসপাতালে।

অন্ধকারের ভেতরেও কিছু আলো থাকে। চারপাশে যখন নেতিবাচক খবরে আমরা ক্লান্ত, তখন এমন একটি ঘটনার খবর হৃদয়ে নতুন বিশ্বাস জাগায়—এই দেশ এখনো মানুষের, এই দেশ এখনো বাঁচিয়ে রাখে স্বপ্ন।

অসংখ্য কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্ট গার্ড ও ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইন ৯৯৯-কে। আপনারা শুধু দায়িত্ব পালন করেননি, আপনারা এক নবজাতকের জীবন বাঁচিয়েছেন, আর আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, মানবিকতা এখনো বেঁচে আছে। ❤️🇧🇩

#999






ভাদ্র মাসের প্রথম দিন মানে বর্ষার বিদায় আর শরতের আগমন। নীল আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। প্রকৃতি যেন কবির কলমে লেখা—“সাদা ...
16/08/2025

ভাদ্র মাসের প্রথম দিন মানে বর্ষার বিদায় আর শরতের আগমন। নীল আকাশে ভাসে সাদা মেঘের ভেলা। প্রকৃতি যেন কবির কলমে লেখা—

“সাদা মেঘে নীল আকাশে
শরৎ এসেছে হাসি ভাসে।” – জীবনানন্দ দাশ

বর্ষার শেষ স্নিগ্ধতা আর শরতের প্রথম আলোর মায়া মিলেমিশে হৃদয়ে জাগায় নতুন অনুভূতি।

ইস্!খুবই হৃদয়বিদারক!◼️সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লা'শ নিয়ে ফিরলেন মা-বাবা◼️টাঙ্গুয়ার হাওরে মা—বাবা...
16/08/2025

ইস্!খুবই হৃদয়বিদারক!
◼️সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লা'শ নিয়ে ফিরলেন মা-বাবা◼️

টাঙ্গুয়ার হাওরে মা—বাবার সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী হাউস বোট থেকে ছিটকে পড়া নি'খোঁ'জ শিশুটির ম'র'দে'হ প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। নি'হ'ত শিশুটির নাম মাসুম মিয়া (৫)।

সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

শুক্রবার দুপুর তিনটার দিকে টাঙ্গুয়ার হাওর থেকে ডু'ব'ন্ত অবস্থায় তার ম'র'দে'হ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। পরে ডু'বু'রি দল ও পুলিশ শিশুর লা'শ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ওখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃ'ত ঘো'ষ'ণা করেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫—১৬ জনের একটি গ্রুপ তাহিরপুর থানা ঘাটে এসে ‘লালনতরী’ নামক একটি পর্যটকবাহী হাউসবোটে উঠেন। পরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে তার বাবা কবির আহমদ লাফিয়ে পড়েও শিশুটিকে আর উ'দ্ধা'র করতে পারেন নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসী দীর্ঘ সময় ধরে ত'ল্লা'শি চালিয়ে প্রায় তিন ঘন্টা পর ঘ'ট'না'স্থ'ল থেকে তার লা'শ উ'দ্ধা'র করা হয়।

শিশুর পিতা কবির আহমদ জানান, তার একমাত্র শিশু সন্তান নিয়ে টাঙ্গুয় হাওর দেখতে এসেছিলেন। চলন্ত নৌকা থেকে হঠাৎ সে পানিতে পড়ে নি'খোঁ'জ হয়। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে পরেও তাকে তিনি বাঁ'চা'তে পারেন নি। পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে এখন সন্তানের লা'শ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে নি'খোঁ'জ শিশুটিকে প্রায় তিন ঘন্টা পর মৃ'ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ'ভি'যো'গ না থাকায় পিতার কাছে শিশুটির লা'শ হস্তান্তর করা হয়েছে।
আমরা সবাই সচেতন হয়।

12/08/2025

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zuleka Juli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share