Sylhet Songbad

Sylhet Songbad এসো আল্লাহর রাস্তায়। আমরা সবাই বেশী বেশী করে কোরআান তেলাওয়াত শুনি।

আস-সালামুয়ালাইকুম
"Sylhet Songbad" পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " Sylhet Songbad " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

পড়ে নিন, বুঝে নিন।
21/04/2025

পড়ে নিন, বুঝে নিন।

02/04/2025

আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন।

সবার জন্য উপহার।
02/04/2025

সবার জন্য উপহার।

❤️❤️❤️❤️❤️❤️
02/04/2025

❤️❤️❤️❤️❤️❤️

সুবহানআল্লাহ
02/04/2025

সুবহানআল্লাহ

02/04/2025
02/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

28/03/2025

ঘটনাস্হল থাইল্যান্ড। শুক্রবার দুপুর।

সবাই শেয়ার করুন
28/03/2025

সবাই শেয়ার করুন

26/03/2025

আসসালামুআলাইকুম।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

*ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের**কাছে হাদীসে বর্ণনা আছে।* *তার মধ্যে প্রায়**৬৫টি পূর্ণ হয়ে গেছে।* *এর কয়েকটি ...
26/03/2025

*ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের*
*কাছে হাদীসে বর্ণনা আছে।* *তার মধ্যে প্রায়*
*৬৫টি পূর্ণ হয়ে গেছে।* *এর কয়েকটি তুলে*
*ধরলাম*
-
১.মানুষের ধন-সম্পদ বৃদ্ধি হবে (বুখারী)
২.মানুষ চুলে কলপ ব্যবহার করবে (আবু দাউদ)
৩.ঘন ঘন ভূমিকম্প হবে (বুখারী)
৪.(বিনা বিচারে) হত্যাকান্ড বেড়ে যাবে (বুখারী
ও মুসলীম)
৫.ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম
সেখানে ঢুকবে (বুখারী,মুসলীম ও মিশকাত)
৬.(পুরুষের তুলনায়) মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে
(বুখারী ও মুসলীম)
-
এছাড়াও আরো রয়েছে,
-ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের
যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে
গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা
গেছে,
-সুদের ছড়াছড়ি হবে,
-জ্বীনা-ব্যভিচার (প্রেম -ভালবাসা,অবৈধ
সম্পর্ক,পরকীয়া) বেড়ে যাবে,
-সময়ের দ্রুত চলে যাবে (বরকত কমে যাবে),
-গান-বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে
করা হবে,
-মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি
করা হবে,
-আকাশ থেকে (স্যাটালাইটের মাধ্যমে) ফেতনা
বর্ষিত হবে,
-মুসলীম উম্মাহর একদল মূর্তিপূজা করবে (বুঝে
নেন!),
-দাসী তার প্রভুকে জন্ম দেবে (মেয়ে তার
মায়ের সাথে দাসীর মত ব্যবহার করবে),
-গায়ক,গায়িকা -গায়ক,গায়িকা (Singers),নর্তক
ী(Dancers)দের কদর বেড়ে যাবে,
-মুসলীমরা সব জায়গায় নির্যাতিত হবে
-ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমানে শতকরা ৯৪
ভাগ শুকিয়ে গেছে!খবর রাখেন?)আর তা
থেকে স্বর্নের পাহাড় উঠে আসবে।শতকরা ৯৯
ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে
,
-সৌদি নেতৃত্বে তিনটি ফাটল হবে (বর্তমান বাদশাহর
তিনজন ছেলে)

বাকি ৫ টির মধ্যে ৪ আলামত,,, যা পূরণ হলে
কেয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে,,
সেগুলো...
১.আলেমদের থেকে ইলম উঠিয়ে নেবে,
২.ক্বারিদের থেকে তেলাওয়াত উঠিয়ে
নেবে,
৩.কোরআনের লেখা মুছে যাবে মানে একদম
সাদা হয়ে যাবে,
৪.পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে।
আগে মনে হতো কেয়ামত আসতে এখনো
সময় আছে।। কিন্তু এখন মনে হয় কেয়ামত
এতো কাছে যে হয়তো আমিও কেয়ামত
দেখতে পারবো,,,,
অথচ প্রতিদিন মৃত্যু আমাকে ৭ বার স্মরণ করছে
আল্লাহ আমাদের সকল মুস্ললীদের ইমান ধরে রাখার
তৌফিক দান করুন,,
হে আল্লাহ আমরা সকলেই আপনার কাছে গুনাহগার।।
আপনার দেয়া এতো সুন্দর পৃথিবীটা কে আমরা
শয়তানের ধোকায় এসে নষ্ট করে দিচ্ছি।।
আমাদের কে ক্ষমা করুন । আমিন
কপি পোষ্ট

ইবনে মাসুদ বলেন, আমি একদিন রাসূল (সাঃ)- কে বললাম;আল্লাহর রাসুল (সাঃ) !শেষ সময় চেনার কোনও উপায় আছে কি?আল্লাহর রাসুল (সা...
26/03/2025

ইবনে মাসুদ বলেন, আমি একদিন রাসূল (সাঃ)- কে বললাম;
আল্লাহর রাসুল (সাঃ) !
শেষ সময় চেনার কোনও উপায় আছে কি?
আল্লাহর রাসুল (সাঃ) বললেন: হে ইবনে মাসুদ! এ সম্পর্কিত বহু
নিদর্শন রয়েছে। যেমন-
👉০১. বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে।
👉০২. বৃষ্টি হবে আম্লিক, অল্মবৃষ্টি (সম্ভবত বর্তমানের এসিড রেইন)।
👉০৩. তুমি দেখবে, খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে!
👉০৪. লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে।
👉০৫. সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী।
👉০৬. থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে (সম্ভবত স্যাটেলাইট যোগাযোগ) এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে।
👉০৭. ও ইবনে মাসুদ, তুমি আরো দেখবে মুনাফিকরা শাসন করবে।
👉০৮. সর্বাপেক্ষা মন্দ লোকেরা বাজার নিয়ন্ত্রন করবে।
👉০৯. মসজিদসমুহ অলংকৃত করা হবে, কিন্তু হৃদয়সমূহ হবে
কুৎসিত!
👉১০. বিশ্বাসীদের কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা
হবে, যেন তাঁরা কিছুই না!
👉১১. তুমি দেখবে নারী ও পুরুষের সমকামীতায় লিপ্ত হবে।
👉১২. অল্পবয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে।
👉১৩. নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে।
👉১৪. তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা।
👉১৫. তখন বাদ্যযন্ত্র ব্যপক ভাবে ছড়িয়ে পরবে।
👉১৬. বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে।
👉১৭. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে।
👉১৮. লোকেরা ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে।
👉১৯. তোমরা দেখবে বহু শিশু বিবাহবন্ধন ছাড়াই জন্ম নিবে।
👉২০. সেসময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা
হবে এর দুটি সীমারেখা থাকবে (সম্ভবত টেলিভিশন সেট)।
👉২১. ফিতনাগুলো তাদের সামনে মাদুর আকৃতিতে দেখানো
হবে।
👉২২. জাহান্নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও
দেখিনি। তুমি গরুর লেজের মত চাবুক হাতে কিছু লোকদের
দেখবে তারা এর দ্বারা অন্যদের প্রহার করবে। সে সময় নারীরা
পোশাক পরেও উলঙ্গ থাকবে, তারা কোমর দুলিয়ে হাটবে এবং
অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে।
👉২৩. ঐ মেয়েদের চুল হবে "বখতের" লোমশ উটের মত। এই
লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না।
👉২৪. আমার উম্মাহর কিছু অংশ মদপান করবে এবং মদকে অন্য
নামে ডাকবে।
[আল মুয়াযযাম আল কিবার আত-তাবারানি
হাদিস নং ১০৪১০
কপি পোষ্ট

সবাই লাইক করেন।
26/03/2025

সবাই লাইক করেন।

আল্লাহর হুকুমে একদিন এই পাথরে চুমা দিব। ইনশাআল্লাহ
26/03/2025

আল্লাহর হুকুমে একদিন এই পাথরে চুমা দিব। ইনশাআল্লাহ

সুবাহানআল্লাহ।
26/03/2025

সুবাহানআল্লাহ।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Songbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Songbad:

Share

আমাদের মিশন

‘আমরা সত্য সন্ধানে আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটসহ সারাবিশ্বে বসবাসকারী বাংলাদেশীদের সংবাদ জানানোর প্রত্যয় নিয়ে প্রতিদিন প্রকাশ করছি সিলেটের সর্বাধিক পঠিত অনলাইন দৈনিক সিলেটের সংবাদ ডটকম। আমাদের এ অনলাইন দৈনিকটি মাটি ও মানুষের কথা বলে এবং বস্তুনিষ্ঠ সত্যের সন্ধানে দৃঢ়প্রত্যয়ী, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। আমরা পাঠকদের তরতাজা সংবাদ পরিবেশনের জন্য সবসময় প্রস্তুত।