সিলেট নিউজ

সিলেট নিউজ This is a news channel where you can see the latest news at early Moment.

“জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ" শীর্ষক র‍্যালির আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর।ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ...
06/08/2025

“জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ" শীর্ষক র‍্যালির আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ-এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু-এর সঞ্চালনায় উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।

অন্যান্যদের মধ্যে র‍্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের।

এছাড়াও উক্ত র‍্যালিতে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে সমাবেশের মাধ্যমে শুরু হয়ে আম্বরখানা গিয়ে শেষ হয়।

06/08/2025
সোবহানীঘাট কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (...
06/08/2025

সোবহানীঘাট কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সোবহানীঘাটস্হ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদরাসার লতিফিয়া ছাত্র সংসদের উদ্যোগে অদ্য ৫ আগষ্ট মঙ্গলবার , মাদরাসার কনফারেন্স হলে, মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হযরত মাওলানা কুতবুল আলম সাহেব।

অনুষ্ঠানটি মাদরাসার মুহাদ্দিস ও ছাত্র সংসদের শিক্ষক প্রতিনিধি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মারজানুর রহমান খান,সহকারী অধ্যাপক হযরত মাওলানা ইউনুছ আহমদ, হযরত মাওলানা রেদ্বাউল করিম, আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফি, সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান ফকিহ মাওলানা মোঃ মুহিবুল্লাহ, পদার্থ বিজ্ঞান প্রভাষক মুজাম্মিল নিয়াজী স্যার ,হাদীস প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ , আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান , ছাত্র সংসদের সাবেক ভি.পি মাহমুদুর রহমান ।

ছাত্র সংসদের এ জি এস শামসুদ্দিন এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি মহররম আলী , দাখিল উত্তীর্ণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন হাসান আহমদ সামী ,প্রমূখ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ সোমবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগত...
05/08/2025

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ সোমবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!মাহফুজ আলম
04/08/2025

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!
মাহফুজ আলম

অস্ট্রেলিয়ার সিডনিতে গাযায় গণহত‍্যার প্রতিবাদে প্রায় ৩ লক্ষ মানুষের ‘মার্চ ফর হিউমিনিটি’।
03/08/2025

অস্ট্রেলিয়ার সিডনিতে গাযায় গণহত‍্যার প্রতিবাদে প্রায় ৩ লক্ষ মানুষের ‘মার্চ ফর হিউমিনিটি’।

রাসূল সা.-এর উত্তম আদর্শ ছাত্রসমাজকে ধারণ করতে হবে---মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলীবাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্...
02/08/2025

রাসূল সা.-এর উত্তম আদর্শ ছাত্রসমাজকে ধারণ করতে হবে
---মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সমাজে একজন মানুষ কেবলমাত্র শিক্ষা অর্জন করলেই আদর্শ মানুষ হতে পারে না। এজন্য সুশিক্ষা অর্জন করতে হবে এবং ছাত্রদেরকে জ্ঞানার্জনের পাশাপাশি রাসূল সা.-এর উত্তম আদর্শ ধারণ করতে হবে। বর্তমান সময়ে কিছু অস্বাভাবিক নিষ্ঠুরতা দেখা যাচ্ছে। ছাত্রসমাজের কেউ কেউ পড়ালেখা করেও চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে নিজেকে জড়িয়ে ফেলে, এটা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এর থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য কেবলমাত্র পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, সততা ও মানবিকতা। আধুনিক বিশ্ব তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে চলেছে, আমাদের নতুন প্রজন্মকেও সেই প্রতিযোগিতায় অংশ নিতে হবে শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে। সেজন্য ছাত্রসমাজকে অশুভ প্রবণতা হতে দূরে থেকে জ্ঞান-বিজ্ঞানে মনোযোগী হতে হবে এবং রাসূলে পাক সা.-এর উত্তম আদর্শকে ধারণ করতে হবে। নেককার মানুষের সান্নিধ্য ও আল্লাহভীরুতার সাথে পথচলা ছাত্রসমাজকে আত্মিকভাবে পরিশুদ্ধ রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা এসব বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে পারলে দেশে সুনাগরিক তৈরি হবে।

‎২ আগস্ট, ২০২৫ ঈসায়ী, সকাল ১১ ঘটিকায়, জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

‎জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান, সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে'র কাউন্সিল মেম্বার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, আল হাবীব ফাউন্ডেশন এর পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন, ইছামতী কামিল মাদরাসা সভাপতি আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ইছামতী কামিল মাদরাসা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সোনাসার মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম, চাপঘাট রহিমপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ময়নুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদরাসা শাখার সাবেক সভাপতি আহমদ হোসাইন কাইফ, জকিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, মো. হিফজুর রহমান, সহ-প্রচার সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, অফিস সম্পাদক আব্দুল হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাজেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. খলিলুর রহমান সাদী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, মো. ইমাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান। ছবিটি তারেক রহমানের বিশ্বস্ত সহচর কামাল উদ্দিনের ফেসবুক থেকে নেয়া।
01/08/2025

লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান। ছবিটি তারেক রহমানের বিশ্বস্ত সহচর কামাল উদ্দিনের ফেসবুক থেকে নেয়া।

জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মান শীর্ষক জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিব...
01/08/2025

জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মান শীর্ষক জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের বিয়ানীবাজার উপজেলা শাখা।


এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি...শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দু...
01/08/2025

এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা
কেউ কোনোদিন দেখেনি...

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্কচেস্টারে জানাজায় অংশ নেন ২০ হাজার মানুষ। পরে তাঁকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর প্রথম শ্রেণীর ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ যেন এক বীরের বর্ণাঢ্য বিদায়। অশ্রু আর সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা। বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের, তেমনি গর্বেরও। ঝড়-বৃষ্টি আর বন্যার সতর্কতা উপক্ষো করে ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় ২০ হাজার মানুষ। শুধু নিউইয়র্ক পুলিশ বিভাগেরই ৫ হাজার সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যেকেরই কণ্ঠে ছিল দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।

দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতা-সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম।

জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশে নেয়া হলে রাস্তার ধারে হাজার হাজার পুলিশ সদস্য তাঁকে শেষবারের মতো স্যালুট জানায়। আকাশ পথেও হেলিকপ্টারে দেওয়া হয় গার্ড অব অনার। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে নিহত দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন ও অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে।

গেল সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সী পুলিশ অফিসার দিদারুল ইসলাম-সহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে। গান ভায়োল্যান্স আর্কাইভের তথ্য অনুসারে, এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ।

প্রসঙ্গত, নিহত দিদারুল ইসলাম ৪ বছর আগে পুলিশে যোগ দেন। এর আগে তিনি স্কুল সেইফটি ও ট্রাফিক বিভাগেও কাজ করেছেন। তাঁর বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়ায়। দিদারুলের দুই পুত্র সন্তান রয়েছে। স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা।

Address

Sylhet Bandor Bazar
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেট নিউজ:

Share