02/08/2025
রাসূল সা.-এর উত্তম আদর্শ ছাত্রসমাজকে ধারণ করতে হবে
---মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সমাজে একজন মানুষ কেবলমাত্র শিক্ষা অর্জন করলেই আদর্শ মানুষ হতে পারে না। এজন্য সুশিক্ষা অর্জন করতে হবে এবং ছাত্রদেরকে জ্ঞানার্জনের পাশাপাশি রাসূল সা.-এর উত্তম আদর্শ ধারণ করতে হবে। বর্তমান সময়ে কিছু অস্বাভাবিক নিষ্ঠুরতা দেখা যাচ্ছে। ছাত্রসমাজের কেউ কেউ পড়ালেখা করেও চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে নিজেকে জড়িয়ে ফেলে, এটা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এর থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য কেবলমাত্র পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, সততা ও মানবিকতা। আধুনিক বিশ্ব তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে চলেছে, আমাদের নতুন প্রজন্মকেও সেই প্রতিযোগিতায় অংশ নিতে হবে শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে। সেজন্য ছাত্রসমাজকে অশুভ প্রবণতা হতে দূরে থেকে জ্ঞান-বিজ্ঞানে মনোযোগী হতে হবে এবং রাসূলে পাক সা.-এর উত্তম আদর্শকে ধারণ করতে হবে। নেককার মানুষের সান্নিধ্য ও আল্লাহভীরুতার সাথে পথচলা ছাত্রসমাজকে আত্মিকভাবে পরিশুদ্ধ রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা এসব বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে পারলে দেশে সুনাগরিক তৈরি হবে।
২ আগস্ট, ২০২৫ ঈসায়ী, সকাল ১১ ঘটিকায়, জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান, সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে'র কাউন্সিল মেম্বার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, আল হাবীব ফাউন্ডেশন এর পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন, ইছামতী কামিল মাদরাসা সভাপতি আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ইছামতী কামিল মাদরাসা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সোনাসার মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম, চাপঘাট রহিমপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ময়নুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদরাসা শাখার সাবেক সভাপতি আহমদ হোসাইন কাইফ, জকিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, মো. হিফজুর রহমান, সহ-প্রচার সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, অফিস সম্পাদক আব্দুল হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাজেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. খলিলুর রহমান সাদী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, মো. ইমাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।