
04/08/2025
সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে, তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে।প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য মুগ্ধ করে আমায় বারে বারে। কি এক অসাধারন শান্তি বিরাজ করে এই অপরুপ প্রকৃতিতে। আমি যেনো কোথাও হারিয়ে যাই।
⏰০৩-০৮-২০২৫ ইং
বসুন্ধরা সিটি