Jannat nura

Jannat nura Iam nura jannat,, iam e professional digital marketing expert.

18/07/2025

📌"নিজেকে তৈরি করছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য..সময় নষ্ট নয়, বরং সময়কে কাজে লাগিয়ে আমি এগিয়ে যাচ্ছি!

একদিন ঠিক প্রমাণ করবো— মেয়েরাও পারে, যদি ইচ্ছে আর অধ্যবসায় থাকে!" 💻🚀💫





16/07/2025

"আজকের ব্যবসা, ডিজিটাল প্ল্যাটফর্মেই বেশি সফল!"

2. "আপনার পণ্য পৌঁছে দিন কোটি মানুষের কাছে – ডিজিটাল মার্কেটিং শুরু হোক আজ থেকেই!"

3. "বাজার ধরতে হলে, আগে জানতে হবে ডিজিটাল মার্কেটিং!"

4. "সময় বদলেছে, এখন ব্যবসা হয় অনলাইনে!"

5. "ডিজিটাল মার্কেটিং – আপনার ব্যবসার গোপন শক্তি!"

❗“প্রতারণা!” — বলার আগে একটু ভেবে দেখুন… 🤔❌ শোনা কথায় নয়,🔍 নিজের চোখে দেখে, জেনে তারপর সিদ্ধান্ত নিন।অনেকেই না বুঝে Digi...
14/07/2025

❗“প্রতারণা!” — বলার আগে একটু ভেবে দেখুন… 🤔

❌ শোনা কথায় নয়,
🔍 নিজের চোখে দেখে, জেনে তারপর সিদ্ধান্ত নিন।

অনেকেই না বুঝে Digital Marketing নিয়ে ভুল ধারণা পোষণ করেন। কিন্তু বাস্তব চিত্রটা কেমন?

🌍 ৫ দশকেরও বেশি সময় ধরে সফলভাবে পরিচালিত
📍 ২৬টিরও বেশি দেশে বিস্তৃত
📑 সরকার স্বীকৃত ও পেটেন্টকৃত একটি কার্যকরী মডেল
💼যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১০হাজার উদ্যোক্তা একত্রিত হয়ে তাদের অভিজ্ঞতা ও সাফল্য ভাগ করেছেন।

এই বিজনেসের পেছনে রয়েছে:
🎯 নিয়মিত ট্রেনিং
📚 ধাপে ধাপে গাইডলাইন
👩‍💻 লাইভ কোচিং ও ২৪/৭ সাপোর্ট সিস্টেম

✅ যার মাধ্যমে অনেকেই তৈরি করেছেন একটি স্থায়ী আয়ের পথ এবং পেয়েছেন স্বাধীন জীবনযাত্রার স্বাদ।

একবার ভাবুন — যদি প্রতারণা হতো, তাহলে কি এতদূর সম্ভব হতো?

14/07/2025

সুন্দর চিন্তা, নিজেকে সফল স্কিল পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে।

অভিনন্দন ভাইয়া 🥰
14/07/2025

অভিনন্দন ভাইয়া 🥰

🎉 সিরাজগঞ্জ থেকে সাফল্যের গল্প! 🎉

আন্তরিক অভিনন্দন জানাই 🎉
শাজাহাতপুর থানা, জয়পুর গ্রাম থেকে আসা

💥 ড্রিমটেক আইটি ইনস্টিটিউটের পরিশ্রমী ছাত্র Md. Sobur Islam কে
Batch: DMY25B212

তিনি চাকরির পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করতে বেছে নিয়েছিলেন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স

আর আজ সেই সিদ্ধান্ত তাকে নিয়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে প্রথম সফলতার সিঁড়িতে!

থেকে পেয়েছেন প্রথম $30 ডলারের অর্ডার!
এই অর্ডার শুধু অর্থ নয়, এটি একটি বড় অনুপ্রেরণা –
যে কেউ চাইলেই নিজেকে বদলে দিতে পারে! 💪🔥

🌟 Sobur ভাই প্রমাণ করেছেন –
ঠিক পরিকল্পনা, সঠিক গাইডলাইন এবং ইচ্ছাশক্তি থাকলে, জয়পুর গ্রাম থেকেও পৌঁছানো যায় গ্লোবাল সফলতায়! ✨

এখন আপনার সময়!
ড্রিমটেক আইটি সেরা সাপোর্ট দিয়ে হাজারো তরুণ-তরুণীর ক্যারিয়ার সুনিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
স্টুডেন্টদের ক্যারিয়ার গঠনের উদ্দেশ্য এবং সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়াই ড্রিমটেক আইটি ইনস্টিটিউটের মূল লক্ষ্য।😍

💼🎯🔥

30/06/2025

🎉 স্কুল শিক্ষক থেকে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে সফল ফ্রিল্যান্সার – এক গর্বের গল্প!

💐 Dream Tech It Institute পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই মাইকেল হেম্ব্রম ভাইকে,

সময়ের সেরা সিদ্ধান্ত!
মাইকেল ভাই এখন শুধুই স্কুল শিক্ষক না, তিনি একজন সফল ডিজিটাল মার্কেটার ফ্রীলান্সার!

📲 মোবাইল দিয়েই আয় করছেন আন্তর্জাতিক ফাইভার মার্কেটপ্লেস থেকে 💸

তিনি DMY25B213 ব্যাচ এর একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে
📱 শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে
💵 Fiverr মার্কেটপ্লেস থেকে $60 (BDT প্রায় ৭২৬০ টাকা) আয় করেছেন —
তা-ও আবার ব্যাচ চলাকালীন সময়েই! 🔥

এই অর্জন কেবল টাকার নয়,
এটি এক নতুন সম্ভাবনার দরজা খোলার প্রথম ধাপ! ✨

একজন শিক্ষকের পরিশ্রম, অধ্যবসায় এবং Dream Tech It Institute থেকে পাওয়া দিকনির্দেশনার ফলাফল! 🏆✨

এভাবেই সামনে এগিয়ে যান আপু এবং নিজের একটা ভালো অবস্থান তৈরী করেন 🥰
30/06/2025

এভাবেই সামনে এগিয়ে যান আপু এবং নিজের একটা ভালো অবস্থান তৈরী করেন 🥰

🎉 অভিনন্দন উম্মে হাবিবা! 🌟

লোকাল মার্কেটপ্লেস থেকে পোস্ট ডিজাইনের উপর ২,০০০ টাকার একটি অর্ডার সফলভাবে কমপ্লিট করেছে! 💻💰
ড্রিমটেক আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 💚

তুমি প্রমাণ করেছো — দক্ষতা দিয়েই এগিয়ে যাওয়া যায়! 🔥
এই কামনায় তোমার freelancing জার্নি আরও সমৃদ্ধ হোক ।

আজকের যুগে ব্যবসা সফল করতে হলে শুধু দোকান খুললেই হয় না।✅ দরকার Facebook Boost✅ দরকার Google Ads✅ দরকার কাস্টমারদের চোখে ...
29/06/2025

আজকের যুগে ব্যবসা সফল করতে হলে শুধু দোকান খুললেই হয় না।
✅ দরকার Facebook Boost
✅ দরকার Google Ads
✅ দরকার কাস্টমারদের চোখে ধরা

🔥 আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিন হাজার মানুষের কাছে – ডিজিটাল মার্কেটিং-এর মাধ্যমে!

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Jannat nura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share