21/07/2025
বিয়ানীবাজারের কে বাটপারি করেছেন, টাকা দিয়ে দেন, না হলে আপনারা মান সম্মান থাকবেনা।
"আসসালামু আলাইকুম, সম্মানিত ক্রাউন ফ্যামিলি, আপনাদের দোয়া ও ভালোবাসার কারণেই আমরা আজ এ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। এই দীর্ঘ যাত্রায় আমরা সর্বদা চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবা ও পণ্য সরবরাহ করতে। আমাদের লক্ষ্য হলো, যেন ক্রয়-পূর্ব ও ক্রয়-পরবর্তী কোনো সেবায়ই আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়।
গত ২৩ মার্চ, সিলেটের বিয়ানীবাজার এলাকার একজন গ্যারেজ মালিক/কর্মী আমাদের কাছ থেকে একটি পণ্যের অর্ডার করেন। তিনি বারবার জোর দিয়েছিলেন যে পণ্যটি যেন বিয়ানীবাজার সদরেই পৌঁছায়। আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পণ্য পাঠানোর চেষ্টা করলে তারা জানায়, বিয়ানীবাজারে কন্ডিশনাল (অগ্রিম পেমেন্ট ছাড়া) ডেলিভারি দেওয়া সম্ভব নয়।
যেহেতু ঈদের বন্ধের চাপ ছিল এবং গ্রাহক তার গাড়ির কাজ দ্রুত শেষ করতে চাচ্ছিলেন, তাই আমরা তার সাথে আলোচনা করে কন্ডিশন ছাড়াই পণ্য পাঠাতে সম্মত হই। তাকে বলা হয়েছিল, পণ্য হাতে পাওয়ার পরপরই যেন তিনি টাকা পরিশোধ করে দেন। আমরা তাকে বিশ্বাস করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ তিনি অর্ডার কনফার্মেশনের সময় আমাদের টোকেন মানি (অগ্রিম অংশ) পরিশোধ করেছিলেন। তিনি যেহেতু আমাদের উপর বিশ্বাস রেখেছেন আমরা তার উপর আস্থাশীল হই।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ১৮ এপ্রিল পেইজে পোস্ট করার পর তা দেখে সে তার থেকে পাওনা ১৭ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পাঠায়। এর পর আবারো সে নিরুদ্দেশ হয়ে যায়। ফোন বন্ধ করে দেয়। অন্য একটি নাম্বার থাকলেও সেটি অন্যজন রিসিভ করে। তিনিও বার বার আশ্বাস দিয়ে আর জানান না।আজ ১৬ই জুলাই হয়ে গেলেও তিনি এখনো পণ্যের বাকি টাকা পরিশোধ করেননি।
আমরা চাই না কারো সম্মান হানি হোক। সুতরাং আমরা বিনীতভাবে আবারো অনুরোধ করছি, দয়া করে অবিলম্বে আপনি পণ্যের টাকা পরিশোধ করুন। অন্যথায়, আমরা বাধ্য হয়ে আপনার ছবি, ঠিকানা ও সংশ্লিষ্ট প্রমাণসহ সবকিছু প্রকাশ করব এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিব।
অল্প কিছু গ্রাহকের কারণে আমরা চাইলেও অনেক সময় বিশ্বাসের সম্পর্ক ধরে রাখতে পারি না। পূর্বে আমরা পণ্যের অর্ডারের ক্ষেত্রে কোনো অগ্রিম নিতাম না, কিন্তু এমন অনেক অভিজ্ঞতার পরেই আমাদের এই নিয়ম চালু করতে হয়েছে। এছাড়া, কিছু অসাধু অনলাইন বিক্রেতার কারণে আজ অনেক সৎ ব্যবসায়ীকেও মানুষ সন্দেহের চোখে দেখে।
আসুন, আমরা সবাই মিলে একটি বিশ্বাসভিত্তিক ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলি।"
-ক্রাউন অটো পার্টস