বিয়ানীবাজারের গোপন তথ্য

বিয়ানীবাজারের গোপন তথ্য সত্য রহস্য প্রকাশে....
ইতিহাস চাপা থাকেনা। অজানা সংবাদ সংগ্রহ.প্রকাশ।
১০০% বিশুদ্ব।

12/09/2025

দিন দুপুরে মধ্য বিয়ানীবাজার চুরি-ডাকাতি

বিচারক হিসেবে নিয়োগ পেলেন "সাব্বির ফয়েজ"বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ সাব্বির ফয়েজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বি...
02/09/2025

বিচারক হিসেবে নিয়োগ পেলেন "সাব্বির ফয়েজ"

বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ সাব্বির ফয়েজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বছরের ২৫ অক্টোবর জেলা জজ মো. সাব্বির ফয়েজকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব দেওয়া হয়। বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওই পদে তিনি দক্ষতা
ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিচারক সাব্বির ফয়েজের পৈতৃক নিবাস পৌর এলাকার শ্রীধরা গ্রামে। বর্তমানে তারা পৌরশহরের নয়াগ্রামের বাসিন্দা।

বিয়ানীবাজারের গর্বিত সন্তানের পদোন্নতিতে আমরা
খুবই আনন্দিত ও গর্বিত। আপনাকে অভিনন্দন।

আইচ্চা
31/08/2025

আইচ্চা

সবাই আমিন বলুন
24/08/2025

সবাই আমিন বলুন

23/08/2025

মেইন রোড বাটার দোকান

ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে একধাপ এগিয়ে
22/08/2025

ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে একধাপ এগিয়ে

21/08/2025

জয় বাংলা
দাড়ি পাল্লা সামলা

চিনে রাখুন ফ্যাসিবাদের দালাল কারা
21/08/2025

চিনে রাখুন
ফ্যাসিবাদের দালাল কারা

খবরদার কেও বাজে কমেন্ট করবেন নামুরব্বিরা বদ দোয়া দিবে!!!
20/08/2025

খবরদার কেও বাজে কমেন্ট করবেন না
মুরব্বিরা বদ দোয়া দিবে!!!

16/08/2025

সিলেট -৬
জামায়াত নেতা মাওলানা হাবিব রেখে
সেলিমকে মনোনয়ন দিলো কেনো দল?

আসছে পোস্ট মের্টাম....

ব্রেকিং বিয়ানীবাজারেঅনেক গুলো টাকা পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে,প্রয়োজনীয় প্রমাণ দিয়ে যোগাযোগ করুন হোটেল কুসুমবাগ, ...
26/07/2025

ব্রেকিং
বিয়ানীবাজারে
অনেক গুলো টাকা পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে,
প্রয়োজনীয় প্রমাণ দিয়ে যোগাযোগ করুন হোটেল কুসুমবাগ, মেইন রোড বিয়ানীবাজার ।

বিয়ানীবাজারের কে বাটপারি করেছেন, টাকা দিয়ে দেন, না হলে আপনারা মান সম্মান থাকবেনা। "আসসালামু আলাইকুম, সম্মানিত ক্রাউন ফ্য...
21/07/2025

বিয়ানীবাজারের কে বাটপারি করেছেন, টাকা দিয়ে দেন, না হলে আপনারা মান সম্মান থাকবেনা।

"আসসালামু আলাইকুম, সম্মানিত ক্রাউন ফ্যামিলি, আপনাদের দোয়া ও ভালোবাসার কারণেই আমরা আজ এ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। এই দীর্ঘ যাত্রায় আমরা সর্বদা চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবা ও পণ্য সরবরাহ করতে। আমাদের লক্ষ্য হলো, যেন ক্রয়-পূর্ব ও ক্রয়-পরবর্তী কোনো সেবায়ই আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়।

গত ২৩ মার্চ, সিলেটের বিয়ানীবাজার এলাকার একজন গ্যারেজ মালিক/কর্মী আমাদের কাছ থেকে একটি পণ্যের অর্ডার করেন। তিনি বারবার জোর দিয়েছিলেন যে পণ্যটি যেন বিয়ানীবাজার সদরেই পৌঁছায়। আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পণ্য পাঠানোর চেষ্টা করলে তারা জানায়, বিয়ানীবাজারে কন্ডিশনাল (অগ্রিম পেমেন্ট ছাড়া) ডেলিভারি দেওয়া সম্ভব নয়।

যেহেতু ঈদের বন্ধের চাপ ছিল এবং গ্রাহক তার গাড়ির কাজ দ্রুত শেষ করতে চাচ্ছিলেন, তাই আমরা তার সাথে আলোচনা করে কন্ডিশন ছাড়াই পণ্য পাঠাতে সম্মত হই। তাকে বলা হয়েছিল, পণ্য হাতে পাওয়ার পরপরই যেন তিনি টাকা পরিশোধ করে দেন। আমরা তাকে বিশ্বাস করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ তিনি অর্ডার কনফার্মেশনের সময় আমাদের টোকেন মানি (অগ্রিম অংশ) পরিশোধ করেছিলেন। তিনি যেহেতু আমাদের উপর বিশ্বাস রেখেছেন আমরা তার উপর আস্থাশীল হই।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ১৮ এপ্রিল পেইজে পোস্ট করার পর তা দেখে সে তার থেকে পাওনা ১৭ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পাঠায়। এর পর আবারো সে নিরুদ্দেশ হয়ে যায়। ফোন বন্ধ করে দেয়। অন্য একটি নাম্বার থাকলেও সেটি অন্যজন রিসিভ করে। তিনিও বার বার আশ্বাস দিয়ে আর জানান না।আজ ১৬ই জুলাই হয়ে গেলেও তিনি এখনো পণ্যের বাকি টাকা পরিশোধ করেননি।
আমরা চাই না কারো সম্মান হানি হোক। সুতরাং আমরা বিনীতভাবে আবারো অনুরোধ করছি, দয়া করে অবিলম্বে আপনি পণ্যের টাকা পরিশোধ করুন। অন্যথায়, আমরা বাধ্য হয়ে আপনার ছবি, ঠিকানা ও সংশ্লিষ্ট প্রমাণসহ সবকিছু প্রকাশ করব এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিব।

অল্প কিছু গ্রাহকের কারণে আমরা চাইলেও অনেক সময় বিশ্বাসের সম্পর্ক ধরে রাখতে পারি না। পূর্বে আমরা পণ্যের অর্ডারের ক্ষেত্রে কোনো অগ্রিম নিতাম না, কিন্তু এমন অনেক অভিজ্ঞতার পরেই আমাদের এই নিয়ম চালু করতে হয়েছে। এছাড়া, কিছু অসাধু অনলাইন বিক্রেতার কারণে আজ অনেক সৎ ব্যবসায়ীকেও মানুষ সন্দেহের চোখে দেখে।

আসুন, আমরা সবাই মিলে একটি বিশ্বাসভিত্তিক ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলি।"

-ক্রাউন অটো পার্টস

Address

Beanibazar
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিয়ানীবাজারের গোপন তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিয়ানীবাজারের গোপন তথ্য:

Share