12/07/2025
মন থেকে চাই বিএনপি ক্ষমতায় যাক, অতীতের মতই দেশ শাসন করুক, দলীয় নেতৃত্বে পরিবর্তনের ফলে তাদের অনেক নীতি পরিবর্তন হবে স্বাভাবিক।
হয়তো শাসন ক্ষমতায় লুটপাট হবে আরো বেশি, বড়পুকুরিয়া, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে দেশের সম্পদ পাচার যন্ত্র ফিরবে ভিন্ন নামে অভিন্ন ধাঁচে! বিদেশ সফরের নামে বিশাল বহর নিয়ে মন্ত্রী মশাই রওয়ানা দিবেন নিশ্চিত, সুইস ব্যাংক একাউন্ট অপেন আছে অনেকের, লাগাতার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া তো পুরনো অভ্যাস!
ছাত্রদল হবে অপ্রতিরোধ্য, অবাধ্য, অসহ্য, লাগামহীন! ধীরে ধীরে সভাপতি হবে আরেক সাদ্দাম, কথা বলবে গুন্ডাদের মত, শারীরিক ভাষা হবে আক্রমণাত্মক! কর্মীরা লিপ্ত হবে খুন- ধর্ষণ - চাঁদাবাজিতে! নিয়মিত রাহাজানি চলবে সর্বত্র!
মিডিয়া ব্যস্ত থাকবে উন্নয়নের ফিরিস্তি তোলে ধরতে, বিটিভিতে বাতাবিলেবুর বাম্পার ফলনও দেখা যাবে। অসম্ভব নয় জঙ্গি নাটকও মঞ্চায়ন হতে পারে! অনুসন্ধানী রিপোর্টাররা খুন হতে পারেন স্বস্ত্রীক! সাংবাদিকরা নিউজ করবে অমুক নায়িকা সন্তানসম্ভবা - কে হবে তার পিতা?
নতুন কোন পোজ না পেয়ে হাজার খানেক ছবি আপলোড দিতে পারেন শালাউদ্দীন আহমেদ! বেফাঁস মন্তব্য করে বিখ্যাত হতে চাইবেন দুদু-নুনু-টুকু রা।
সংসদ মাতাতে উপস্থিত থাকবেন রুমিনদের মত পেশাদাররা। শিল্পী, ক্রিকেটার, অভিনেতাদের অংশগ্রহণে সংসদ থাকবে উৎসবমুখর প্রাণবন্ত।
উলামা দলে আছেন জোট শরীক আল্লামারা, নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিবেন- জিয়াপুত্র আল্লাহর প্রেরিত রক্ষাকর্তা, তিনি দেশের জনগণকে তার নেতৃত্বের মাধ্যমে আবদ্ধ করেছেন!! ফউমা সাহেবের স্থান দখলে নিতে পারেন লন্ডনী হুজুর!
দশ টাকা কেজিতে চাল বিক্রির ইশতেহার ঘোষণা করা হবে, রাজনৈতিক ওয়াদা দেওয়া হবে - খাদ্যদ্রব্য থাকবে উচ্চবিত্তদের ক্ষয় সীমার আয়ত্বে!
এরপর- তারপর- অতঃপর
জনগণের আস্থা হারিয়ে দল আবির্ভাব হবে ফ্যাসিস্ট রূপে, আবার শুরু হবে আন্দোলন! বৈষম্য বিরোধিরা ফিরবে দেশের মানুষের ত্রাণকর্তা হয়ে...
আবার ৩৬ জুলাই আসুক
আনন্দে মিষ্টির দোকান খালি হোক
ফ্যাসিস্টের অসহায় পতনঘন্টা বাজুক
গর্জে উঠুক খেলাফতের ভাষন
আসবে ইসলামি শরীয়া শাসন
ইনশাআল্লাহ