Abdur Rahim

Abdur Rahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Rahim, Digital creator, Sylhet.

06/08/2025

অসম্ভব ভাল লাগার একজন দায়ী।
আল্লাহ্ তায়ালা তাকে জান্নাত দান করুন । আমিন।

আহারে! পুরুষের জীবন ।“যাকে দেখতেছেন, সে একটা স্বনামধন্য অফিসে চাকরি করে। আজকে লাঞ্চের সময় সে এখানে শুয়ে আছে… পাশে জুতা।...
31/07/2025

আহারে! পুরুষের জীবন ।

“যাকে দেখতেছেন, সে একটা স্বনামধন্য অফিসে চাকরি করে। আজকে লাঞ্চের সময় সে এখানে শুয়ে আছে… পাশে জুতা। তার গেটআপ ইত্যাদি দেখে, আমি আর আমার এক বন্ধু তার পাশে গেলাম। বললাম, ‘এভাবে শুয়ে আছেন কেনো?’ বলতেছে, ‘ছোট ভাই, ডিস্টার্ব করো না, ঘুমটা নষ্ট করে ফেলো না!’

তখন বলল, ‘শোনো, আমি বিয়ে করেছি প্রায় তিন বছর হলো। আমার পিতা-মাতা মেনে নেয়নি… কারণ আমার শ্বশুর নেই (আরো অনেক কারণ বলেছে)। আমি এখানে চাকরি করি, আমার ওয়াইফকে নিয়ে এখানেই একটা ভাড়া বাসা নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, চার দিন হলো আমাদের একটি কন্যা সন্তান হয়েছে—সিজারের মাধ্যমে। তিনদিন হসপিটালে থাকতে হয়েছে ওয়াইফকে নিয়ে। আমার কোম্পানি আমাকে তিনদিন ছুটি দিয়েছিল। আজ আমার ছুটি শেষ, তাই অফিসে এসেছি। এই তিনদিন আমি প্রায় ঘুমবিহীন অতিবাহিত করেছি। কারণ আমার ওয়াইফ ও সন্তান দেখার মতো এই শহরে কেউ নেই। আমাকে একাই সব সামলাতে হয়েছে। দেখো ছোট ভাই, এই প্যান্ট আমি চারদিন ধরে পড়ে আছি।’

আমি বললাম, ‘আপনার ওয়াইফ প্রেগন্যান্ট অবস্থায়—আপনার বাবা-মা বা শ্বশুরবাড়ির কেউ তাকে নিতে আসেনি? বা দেখতে আসেনি?’

বললো, ‘আমার শাশুড়ি মারা গেছেন প্রায় এক বছর হলো। আর শ্বশুরবাড়িতেও আমার বউয়ের আপন কেউ নেই যে আসবে। আর আগেই তো বলেছি, আমার পরিবার মেনে নেয়নি। আমি যোগাযোগ করতে চাইলেও তারা আমার সাথে যোগাযোগ করে না। আমাকে বলে, এই বউ বাদ দিতে! না হলে বাড়ির মায়া ছাড়তে হবে। আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। আমিও তাকে ভালোবাসি। আমি ছাড়া ওর আপন কেউ নেই। তাহলে বলো ভাই, এই মেয়েটাকে আমি কীভাবে ছেড়ে দিই? আমি আমার পরিবারকে খুশি রাখতে পারিনি, তাই তারা আমার খোঁজও রাখে না।’

আমি বললাম, ‘লাঞ্চ করছেন?’

সে বললো, ‘সকালে রান্না করে ওয়াইফকে খাইয়ে নিজেও খেয়ে এসেছি।’

আমি বললাম, ‘তাহলে লাঞ্চ টাইমে বাসায় যাননি কেন?’

বললো, ‘এখান থেকে বাসায় যেতে ১৫ মিনিট, আসতে ১৫ মিনিট—টোটাল ৩০ মিনিট। আমার লাঞ্চ টাইম ৪৫ মিনিট। ওয়াইফকে বলে এসেছি, দুপুরে খাবারটা তুমি খেয়ে নিও। আমি বাইরে খেয়ে নেব। আমার চোখ আর কুলাচ্ছে না। অফিসে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, তাই এখানে… ৩০ মিনিটের জন্য এলার্ম দিয়ে পকেটে ফোনটা রেখে ঘুমিয়েছিলাম। আর ২০ মিনিট না যেতেই আপনারা ডেকে তুললেন।’

শেষে বলল, ‘শোনো ছোট ভাই, জীবন সহজ না। বাবা-মার কথা মেনে চলো, তাহলে তাদেরকে পাশে পাবে। না হলে নয়।’

আমার প্রশ্ন? অনেক কিছু থেকেই গেলো… আর তার লাঞ্চ টাইম শেষ 🙂
কালেক্টেড।

27/06/2025

🕋 আরবি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! 🌙
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

🔸 হিজরি নববর্ষ আমাদের জন্য শুধুই একটি নতুন ক্যালেন্ডারিক বছর নয়, বরং এটি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ-এর মহান হিজরতের স্মরণ এবং আত্মশুদ্ধির এক অপূর্ব সুযোগ। আল্লাহর তরে ফিরে আসার এক সুবর্ণ মুহূর্ত। নতুন বছর মানেই নতুন করে নিজেকে গড়ে তোলার অঙ্গীকার।

---

🌟 মুহাররম মাসের গুরুত্ব ও ফজীলত:

🔹 মুহাররম মাস কী?
মুহাররম হিজরি বছরের প্রথম মাস এবং এটি ইসলামী বর্ষপঞ্জির চারটি সম্মানিত মাসের একটি—যা পবিত্র কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন:

📖 আল্লাহ বলেন:
“নিশ্চয়ই আল্লাহর বিধান অনুযায়ী, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো। এর মধ্যে চারটি মাস সম্মানিত।”
(সূরা আত-তাওবাহ, ৯:৩৬)

🔹 মুহাররম মাসকে রাসূল ﷺ "আল্লাহর মাস" বলে উল্লেখ করেছেন।
📖 হাদীসে এসেছে:

النبي ﷺ বলেন:
“রমজানের পর উত্তম রোযা হল মুহাররম মাসের রোযা—এটি আল্লাহর মাস।”
📚 (সহীহ মুসলিম, হাদীস: ১১৬৩)

---

🕋 আশুরার দিন ও রোযার ফজীলত:

🔸 আশুরা—মুহাররমের ১০ তারিখ
এই দিনটি ইসলামী ইতিহাসে এক ঐতিহাসিক ও মহিমান্বিত দিন। হযরত মূসা (আঃ) ও তাঁর অনুসারীদের ফেরাউন থেকে মুক্তি পাওয়ার দিন ছিল এটি।

📖 হাদীস:
“রাসূলুল্লাহ ﷺ মদীনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোযা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, ‘এটি কিসের রোযা?’ তারা বলল, ‘এই দিনে আল্লাহ মূসাকে বিজয় দান করেছিলেন।’ তখন রাসূল ﷺ বললেন, ‘মূসার প্রতি আমাদের অধিক হক আছে।’ এরপর তিনি নিজেও রোযা রাখলেন এবং অন্যদেরও তা রাখার নির্দেশ দিলেন।”
📚 (সহীহ বুখারী, হাদীস: ২০০৪)

🔹 রাসূল ﷺ বলেন:
“আমি আশাকরি, আশুরার রোযার মাধ্যমে আল্লাহ গত বছরের গোনাহ মাফ করে দিবেন।”
📚 (সহীহ মুসলিম, হাদীস: ১১৬২)

🔸 কোন তারিখে রোযা রাখবেন?
রাসূল ﷺ বলেছেন:
“তোমরা আশুরার রোযা রাখলে, দশমীর সঙ্গে নবমীকেও যুক্ত কর।”
📚 (মুসনাদ আহমাদ, হাদীস: ২১৫৪)

✅ সুন্নত হলো:
🔹 ৯ ও ১০ মুহাররম
অথবা
🔹 ১০ ও ১১ মুহাররম
রোযা রাখা।

---

✅ মুহাররম মাসে করণীয় আমল:

1️⃣ রোযা রাখা – বিশেষ করে ৯ ও ১০ মুহাররমে।
2️⃣ তওবা ও ইসতিগফার – গোনাহ মাফের মাস হিসেবে আল্লাহর নিকট ফিরে আসা।
3️⃣ সদকা ও দান – দরিদ্রদের সাহায্য করা এবং সামাজিক সহানুভূতি প্রকাশ।
4️⃣ কুরআন তিলাওয়াত ও জিকির – আল্লাহর স্মরণে সময় অতিবাহিত করা।
5️⃣ কোনো বিদআত থেকে বিরত থাকা – যেমন: আশুরার নামে মাতম, রক্তপাত, নিজেকে আঘাত করা ইত্যাদি যা ইসলাম সমর্থন করে না।

---

🚫 কী করা থেকে বিরত থাকবেন:

❌ আশুরার দিনে বিশেষ রান্না করে খাওয়া বা “নিয়ত” করে তা খাওয়ানো।
❌ কষ্ট দিয়ে হোসেন (রাঃ) এর স্মরণে মাতম করা।
❌ আশুরাকে অশ্রুপাতের দিন বানিয়ে লোক দেখানো শোক পালন করা।

---

💬 উপসংহার:

মুহাররম মাস ইসলামের একটি মহামূল্যবান মাস, যার মধ্যে আছে শিক্ষা, ত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মশুদ্ধির বার্তা। তাই এই পবিত্র মাসে আমরা যেন নববর্ষ উদযাপনকে গানের আসর বা পটকা ফোটানোর মতো অন্যায়ে ব্যয় না করে, বরং আত্মশুদ্ধি ও নেক আমলের মাধ্যমে বরকতপূর্ণ শুরু করি।

---

#আরবিনববর্ষ #মুহাররম #ফজীলতমাস #মহররম #আশুরাররোযা #ইসলামীপোস্ট #ইসলামিকবাংলা

---

🕊️ আল্লাহ আমাদের সকলকে মুহাররমের বরকত অর্জনের তাওফিক দান করুন। আমিন।
🤲 নতুন বছর আমাদের জন্য হোক হিদায়াত, ইস্তিকামাহ ও রহমতের বছর।

📢 শেয়ার করে অন্যকেও মুহাররম সম্পর্কে জানাতে সাহায্য করুন!

19/05/2025

চট্টগ্রামের রাউজানের বিখ্যাত "শিবুর প্যারা" ।
স্বাদে গন্ধে অতুলনীয়.....
#শিবুর_প্যারা

28/04/2025

প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ব্যাগ টান দেয়ার ঘটনায় যা বললেন ভুক্তভোগী | Snatcher | Jamuna TV

​ #ছিনতাইকারী​ ​

A - Z "বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ " সকল বোর্ডের 2016-2024।এইচএসসি ও আলিম/ HSC & ALIMবাংলা ২য় পত্র /Bangla 2nd Pa...
16/04/2025

A - Z "বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ "
সকল বোর্ডের 2016-2024।
এইচএসসি ও আলিম/ HSC & ALIM
বাংলা ২য় পত্র /Bangla 2nd Paper.

#আলিম #এইচএসসি #বাংলা_২য়
#আলিম

09/04/2025

এই লোকটা প্রফেসর ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

08/04/2025

​ ​ ​
গত ২৩শে মার্চের এক ভিডিওতে গাজায় ১৫ জন জরুরি সেবাদানকারীকে ইসরায়েলি সৈন্য কতৃক গুলি করে হত্যার মুহূর্তটি ধরা পড়েছে। পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে ওই কর্মীদের উপর গুলি চালানো হয়। যদিও তখন ইসরায়েল এক বিবৃতিতে বলেছিল যে “গাড়িগুলি হেডলাইট বা জরুরি সংকেত ছাড়াই সন্দেহজনকভাবে চলছিলো।” কিন্তু এখন স্পষ্ট যে এটি মিথ্যা ছিল। ৭ই এপ্রিল প্যালেস্টাইনের রেড ক্রিসেন্ট কর্তৃক প্রকাশিত এই ভিডিওতে ইসরায়েলের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেছে। এবং ইসরায়েল এরপর থেকে তার সুর পাল্টানোর চেষ্টা করছে।
*******************************************

​ ​ #বিবিসি​ #বিবিসিবাংলা​

07/04/2025

গা*জা*র একজন গর্ভবতী মায়ের কষ্ট..🥲
হে আল্লাহ, কবে শেষ হবে এই কষ্ট ?

04/04/2025

কেনো শুধু নির্বাচন চায় বিএনপি?

Address

Sylhet

Telephone

+8801731061134

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share