বইয়ের পাতা

বইয়ের পাতা Make The Difference On September 30, 2018, on a chilly winter evening, a group of enthusiastic young individuals established "Boiyer Pata." Our Mission
1.

This library was formed in 2018 to preserve and provide access to a rich,diverse, and enduring source of knowledge to inform, inspire, and engage you in your intellectual and creative endeavors. Its primary goal is to cultivate a widespread reading habit and foster an interest in research. To achieve this goal, "Boiyer Pata" regularly organizes symposiums, seminars, and campaigns. Our primary obje

ctive is to reestablish the lost treasury of Muslim knowledge, ‘Baitul Hikma’ (House of Wisdom), which was destroyed by the Tatars, InshaAllah. Our Collection
"Boiyer Pata" has developed into a rich repository of books, which includes:
• Quran and Hadith
• Literature
• History
• Biographies
• Research Books
• Motivational Books
We continuously strive to acquire new books and aim to bring together all significant knowledge from around the world in the future. Book Day
One of the key features of "Boiyer Pata" is ‘Book Day.’ Every Friday is designated as “Book Day.” Our members can order their preferred books, which we deliver to their homes free of charge on that day. After the designated reading period, we collect the books again at no cost. Competitions & Courses
"Boiyer Pata" regularly organizes various competitions, including:
• Monthly Book Reading Competition
• History Olympiad
• Science Olympiad
• Seerah Olympiad
Additionally, we offer various academic courses, such as:
• Diploma in Seerah (S.)
• Diploma in Khalid (R.) To cultivate a widespread reading habit and create opportunities for research.
2. To gather knowledge from all fields and build a comprehensive repository.
3. To bring the concept of ‘Every Home a Library’ to reality. "Boiyer Pata" believes that by spreading the light of knowledge, we can build an enlightened and developed society. Our Vission
"Our vision is to revive the House of Wisdom (Bayt al-Hikmah) to empower Muslims to once again fully dedicate themselves to education and research." Make the Difference

বইয়ের পাতার মাসিক রিপোর্টিং মিটিং !!অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন আগস্ট মাসের সব প...
11/08/2025

বইয়ের পাতার মাসিক রিপোর্টিং মিটিং !!
অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন আগস্ট মাসের সব পরিকল্পনা বাস্তবায়নের তাওফিক দান করেন— আমীন।
#বইয়েরপাতা #মাসিকরিপোর্টিং #পরিকল্পনা #অগাস্ট২০২৫ #দোআ #ইলমেরযাত্রা #একসাথেআগাই"

ফাতহে কন্সটান্টিনুপুল ২০ বছর বয়সে সিংহাসনে আরোহন এবং ২১ বছর বয়সে হাজার বছর ধরে টিকে থাকা সাম্রাজ্যকে ধুলায় মিশিয়ে দিয়ে ই...
07/08/2025

ফাতহে কন্সটান্টিনুপুল

২০ বছর বয়সে সিংহাসনে আরোহন এবং ২১ বছর বয়সে হাজার বছর ধরে টিকে থাকা সাম্রাজ্যকে ধুলায় মিশিয়ে দিয়ে ইসলামের পতাকা উড্ডয়ন। বলছি অটোমান সাম্রাজ্যের সফলতম সুলতান মুহাম্মদ আল ফাতিহের কথা। গ্রিক সভ্যতার সর্বশেষ চিহ্ন কন্সটান্টিনুপুল জয়ের মহানায়ক সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট। বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তখন গ্রিক সাম্রাজ্যের রাজধানী কন্সটান্টিনুপুল। শহরের উত্তর-পূর্বে বসফরাস প্রণালি, দক্ষিণে মারমারা সাগর ও বিভিন্ন স্তরে সাজানো অসংখ্য নগর প্রতিরক্ষা প্রাচীর। প্রাকৃতিক ও কৃত্রিমভাবে সুরক্ষিত শহর। উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান (রাঃ) এর সময় থেকে মুসলমানরা কন্সটান্টিনুপুল বিজয়ের চেষ্টা করলেও কেউ সফল হননি। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে বলে গিয়েছিলেন,
‘তোমরা (মুসলিমরা) অবশ্যই কন্সটান্টিনুপুল বিজয় করবে। কতই না অপূর্ব হবে সেই বিজয়ী সেনাপতি, কতই না অপূর্ব হবে তার সেনাবাহিনী।’
(আহমাদ আল-মুসনাদ ১৪ : ১৩১)।
ধর্মীয় এই কারণেই মুসলিম শাসকগণ সর্বক্ষণ কন্সটান্টিনুপুল বিজয়ের স্বপ্ন দেখতেন।

বিশাল বাহিনী নিয়ে সুলতান যাত্রা করেন কন্সটান্টিনুপুলের দিকে। অভিযানের শুরু থেকেই স্থল ও জলপথে ব্যাপক পরিমাণ বাধার সম্মুখীন হতে হয় মুসলিম বাহিনীকে।টগবগে যুবক, প্রখর বুদ্ধিমত্তার অধিকারী সুলতান যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। জলপথ দিয়ে আক্রমণ করতে দুর্ভেদ্য গুল্ডেন হর্ন পাড়ি দেওয়া যখন অসম্ভব হয়ে পড়ে তখন ইতিহাসের শ্রেষ্ঠতম সাহসী সিদ্ধান্ত নেন সুলতান মেহমেদ। মাত্র এক রাতেই প্রায় ৭০টি নৌকা গ্রীসে মাখানো কাঠের রোলারের উপর দিয়ে পাহাড়-পর্বতের মতো উচ্চভূমি অতিক্রম করে স্থলপথে টেনে নেওয়ার ব্যবস্থা করেন। রাত পোহাতেই হকচকিয়ে উঠে গ্রিক বাহিনী। স্থলপথে ক্রমাগত সুলতানিক কামানের আক্রমণ করতে থাকে গ্রিকদের প্রাচীরে।

সাল ১৪৫৩, মে মাসের ২৯ তারিখ রাত তখন দেড়টা, সুলতান বাহিনীর সামনের সারিতে চলে আসেন। সিদ্ধান্ত নেন চূড়ান্ত হামলা হবে 'মেসুত টিকিওন' নামক প্রাচীরের মাঝামাঝি স্থানে। দীর্ঘ ৪৭ দিনের অবরোধ আর ক্রমাগত স্থল ও জলপথের আক্রমণে নেতিয়ে পড়ে ধাপুটে বাইজান্টাইন সাম্রাজ্য। সুলতান মেহমেদ তার বাহিনী নিয়ে প্রবেশ করেন সুদীর্ঘকাল ধরে স্বপ্নে বিভোর থাকা কন্সটান্টিনুপুলে। দুই রাকাত নফল নামাজ আদায় করে রব্বে তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। অটোমান সাম্রাজ্যের রাজধানী করেন কন্সটান্টিনুপুলকে। নতুন নাম দেন ইস্তাম্বুল। ডেলে সাজান স্বপ্নের শহরকে। বিশিষ্ট সাহাবী আবু আইয়্যুব আনসারী (রাঃ) এর মাজারে নির্মাণ করেন এক বৃহৎ মসজিদ। খ্রিষ্টানদের সর্ববৃহৎ গীর্জা আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। তরুণ, সাহসী, প্রতিভাবান এক শাসকের হাত ধরে বিজয়ের নিশানা উড়ে গ্রিকদের গর্বের কন্সটান্টিনুপুলে। আমরা সেই বিজয়ী জাতির উত্তরসূরি।

📚 বইয়ের পাতার মাসিক পাঠচক্রএই মাসের আলোচ্য বিষয়: মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে📝 বিশেষ দ্রষ্টব্য:এই মাসে পঠিত বইয়ের উপর পা...
01/08/2025

📚 বইয়ের পাতার মাসিক পাঠচক্র
এই মাসের আলোচ্য বিষয়: মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে

📝 বিশেষ দ্রষ্টব্য:
এই মাসে পঠিত বইয়ের উপর পাঠকদের মূল্যায়ন, মতামত ও রিভিউ শেয়ার করার সুযোগ থাকবে।

আমন্ত্রণ জানানো হচ্ছে সকল পাঠক, চিন্তাশীল মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের—
আসুন, মতামত দিই, আলাপ করি, সমাধানের পথে একসাথে চিন্তা করি।

📅 তারিখ: ২৯ আগষ্ট (শুক্রবার)
🕠 সময়: বিকেল ৫:৩০ মিনিট
📍 স্থান: নির্বাচিত, বুরাইয়া ভিলা (২য় তলা),
জিন্দাবাজার, জল্লারপাড়, সিলেট

📞 যোগাযোগ: 01772-050500

#পাঠচক্র #বইয়েরপাতা #পাঠক_আড্ডা

বইয়ের পাতার পাঠচক্র গুলো প্রাণবন্ত ও অনুপ্রাণনামূলক।এই পাঠচক্রগুলো শুধু জ্ঞানচর্চার একটি ক্ষেত্র নয়—এগুলো হবে আমাদের চিন...
26/07/2025

বইয়ের পাতার পাঠচক্র গুলো প্রাণবন্ত ও অনুপ্রাণনামূলক।
এই পাঠচক্রগুলো শুধু জ্ঞানচর্চার একটি ক্ষেত্র নয়—এগুলো হবে আমাদের চিন্তার দুয়ার খুলে দেওয়ার ফটক।
ইনশাআল্লাহ, এসব পাঠচক্রের মাধ্যমে আমরা গড়ে তুলবো এমন এক পাঠকমণ্ডলী, যারা কেবল বই পড়ে ক্ষান্ত নয়—বরং সমাজ পরিবর্তনের জন্য নিজেদের গড়ে তুলবে সচেতন চিন্তাবিদ হিসেবে।

22/07/2025

📚 বইয়ের পাতার পাঠকদের জন্য দারুণ খবর!

আলহামদুলিল্লাহ, বইয়ের পাতায় আমরা জ্ঞানচর্চার একটি ছোট্ট কেন্দ্র গড়ে তুলেছি। তবে আমাদের এখন দুটি গুরুত্বপূর্ণ প্রয়োজন—

🔹 আরও অনেক বই দরকার।
🔹 সেই বই রাখার জন্য প্রয়োজন বইয়ের শেলফ।

📌 আপনি চাইলে এই সাদাকায়ে জারিয়ার মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন।
একটি বই কিংবা একটি শেলফ দিয়েও আপনি হয়ে উঠতে পারেন জ্ঞানভিত্তিক এই কাজের অংশীদার।

আসুন, আমরা একসাথে জ্ঞানের আলো ছড়িয়ে দিই।
ইনশাআল্লাহ।

📚 বইয়ের পাতার আয়োজনে পাঠচক্র!আমন্ত্রণ জানানো হচ্ছে সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের।আসুন, মতামত দিই, আলাপ করি।📅 তারিখ: ২৫ জুলা...
21/07/2025

📚 বইয়ের পাতার আয়োজনে পাঠচক্র!

আমন্ত্রণ জানানো হচ্ছে সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের।
আসুন, মতামত দিই, আলাপ করি।

📅 তারিখ: ২৫ জুলাই
🕠 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: নির্বাচিত, বুরাইয়া ভিলা, ২য় তলা
(জিন্দাবাজার, জল্লারপাড়, সিলেট)

📞 যোগাযোগ: 01772-050500
#পাঠচক্র #বইয়েরপাতা #পাঠক_আড্ডা

মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বইয়ের পাতার চা-আড্ডা।আলোচনার কেন্দ্রবিন্দু ছিল—বই পড়া ও জ্ঞানচর্চা।প্রাণবন্ত এ চা চক্র শেষে ...
18/07/2025

মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বইয়ের পাতার চা-আড্ডা।
আলোচনার কেন্দ্রবিন্দু ছিল—বই পড়া ও জ্ঞানচর্চা।
প্রাণবন্ত এ চা চক্র শেষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবো।

16/07/2025
আলহামদুলিল্লাহ!! বইয়ের পাতার ওয়েভসাইট ম্যানেজমেন্টের মিটিং চলছে। ইনশাআল্লাহ একটা সমৃদ্ধ এবং ক্রিয়েটিভ ওয়েভ আপনাদের সামনে...
05/07/2025

আলহামদুলিল্লাহ!!
বইয়ের পাতার ওয়েভসাইট ম্যানেজমেন্টের মিটিং চলছে।
ইনশাআল্লাহ একটা সমৃদ্ধ এবং ক্রিয়েটিভ ওয়েভ আপনাদের সামনে প্রেজেন্ট করব।

আগামীতে আমাদের সকল কাজ হবে ওয়েভ ভিত্তিক।

On behalf of Boiyer Pata, heartfelt congratulations and best wishes to our respected Director, Brother Sayed Ahmed , as ...
05/07/2025

On behalf of Boiyer Pata, heartfelt congratulations and best wishes to our respected Director, Brother Sayed Ahmed , as he embarks on a new chapter of his life.
May Allah fill your married life with happiness, peace, and endless blessings — Ameen.

04/07/2025

আমাদের এবারের ইভেন্ট জিনিয়াস অব ইসলাম!!
বিস্তারিত আসছে!

Address

Chowhatta
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when বইয়ের পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইয়ের পাতা:

Share