
07/06/2025
‼️কখনোই ভাবি নিই ঈদের এমন একটা দিন আমার মেয়েটা এই অবস্থা শুয়ে থাকবে। হয়তো এটা ওর ভাগ্যে ছিল। কিন্তু আমার মনটা মানিয়ে নিতে পারছি না যে সবাই হাঁটছে, ঘুরে বেড়াছে, নতুন জামা পড়ে খেলছে, আর ও এইভাবে বিছানায় শুয়ে থাকবে । আল্লাহ তুমি যা কর সব সময় ভালোর জন্যই করো এটা সব সময় মানি এবং মানবো। কিন্তু তুমি আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওকে এইভাবে শুয়ে থাকা দেখাটা আমার আর যে ভালো লাগে না। শুধু কান্নাকাটি করে...!!! সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও জানি তাড়াতাড়ি সুস্থ 👏👏👏👏👏👏