Anjuman's Daystar

Anjuman's Daystar Roaming my own world...

07/06/2025

বিয়ের ৪ বছর পর সরাসরি হাসবেন্ড প্রকাশ করলো তার male ego. বউ কে জগে পানি তুলে দিলে তার পরিবারের সামনে সম্মান থাকবে না। অথচ তার বড় ভাই বাচ্চার হাগু সিসি সব করাচ্ছে। বউয়ের কাজ করে দিচ্ছে তাতে তার মান সম্মান জাচ্ছে না। আজব দুনিয়া ভাই। এক ছাদের নিচে থাকলেই মন বুজা যায়না।

30/03/2025

ঈদ মোবারক 💗❤️

30/03/2025

মাঝে মাঝে নিজেকে ভীষণ একা লাগে😔😔। সংসার একা আমার😔। দায়িত্ব শুধু আমকেই পালন করতে হবে। সংসার নিয়ে আমার একা চিন্তা করতে হবে😔।সংসারের যা কিছু আছে তা আমার একা সংরক্ষণ করতে হবে😔।যা নেই তা আমার করতে হবে😔। এই নিয়ে তার কোনো মাথা ব্যাথা নাই😔। বুজি না আমার সংসার তা তার কবে হবে।ভালবাসা নাম শুধু হাসি ঠাড্ডা করে কথা বলা বুজায় সত্যি এমন কোনো কিছু চাই না। অনেক ক্লান্ত লাগে এই সব করতে এখন।😴😴😴😔😔

25/03/2025

কেন জানি আজ মনটা ভীষণ খারাপ। জীবনটাকে অনেক তুচ্ছ লাগছে। কি করলাম এই জীবনে। আর কি বা করতে পারবো। কত দিন ই বা আর বাচবো। কারো জন্য কিছুই করতে পারলাম না। নিজের জন্যও না। 😥💔

20/03/2025

"Adjustments "
প্রতিটি সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য দুই দিক থেকেই adjust করতে হয়।

17/03/2025

ঈদ চলে এসেছে❤️❤️। ঈদের কেনাকাটা করতে গিয়ে মায়েরা যেন সন্তানের কথা ভুলে না যাই🙄। ঈদ আসবে যাবে কিন্তু সন্তান হারিয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন। আজ একটা ভিডিও তে দেখলাম মেয়েকে হারিয়ে ফেলেছে😟।মনে রাখবেন ঈদের খুশি পোশাকে খুঁজতে গিয়ে জীবনের খুশি হারিয়ে না ফেলেন।😕✅

✅ ২/৩ বছরের নিচে বাচ্ছা নিয়ে মার্কেট করতে যাবেন না।
✅বাসায় রেখে আসবেন না হলে অনেক আগেই কেনাকাটা করে রাখবেন।এরা পোশাক বুজে না।
✅বাচ্ছার হাত কখন ছাড়বেন না।
✅চেষ্টা করবেন কয়েক জন এক সাথে যেতে।

দূরঘটনা বলে কয়ে আসে না। যখন তখন ঘটে যায়।তাই সবাই কে সাবধান থাকতে হয়।💝👍

13/03/2025

শেষ হয়ে গেল ছোট্ট প্রাণটা।নিষ্টুর পৃথিবী থেকে বিদায় নিল। এই পৃথিবী তাকে ন্যায় বিচার দিতে পারবে?

গোলাপ ফুল ফুটে,  কিন্তু শীতে সূর্য ফুটে না 🥶
28/01/2025

গোলাপ ফুল ফুটে, কিন্তু শীতে সূর্য ফুটে না 🥶

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjuman's Daystar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anjuman's Daystar:

Share

Category