07/06/2025
বিয়ের ৪ বছর পর সরাসরি হাসবেন্ড প্রকাশ করলো তার male ego. বউ কে জগে পানি তুলে দিলে তার পরিবারের সামনে সম্মান থাকবে না। অথচ তার বড় ভাই বাচ্চার হাগু সিসি সব করাচ্ছে। বউয়ের কাজ করে দিচ্ছে তাতে তার মান সম্মান জাচ্ছে না। আজব দুনিয়া ভাই। এক ছাদের নিচে থাকলেই মন বুজা যায়না।