বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি-কালিহাতি Bangladesh National Justice Party

  • Home
  • Saudi Arabia
  • Jeddah
  • বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি-কালিহাতি Bangladesh National Justice Party

বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি-কালিহাতি Bangladesh National Justice Party আল্লাহকে ভালবাসুন, আল্লাহর জন্য বেঁচে থাকুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য মরে যান।❤️❤️

ইনশাআল্লাহ
17/08/2025

ইনশাআল্লাহ

🔰🔰বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির বক্তব্য শীর্ষক🔴সংবাদ সম্মেলন-২০২৫ইং📆তারিখ:১৬ আগস্ট রোজ শনিব...
16/08/2025

🔰🔰বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির বক্তব্য শীর্ষক
🔴সংবাদ সম্মেলন-২০২৫ইং
📆তারিখ:১৬ আগস্ট রোজ শনিবার।
⏰সময়: বিকাল ৩ ঘটিকা
➡️স্থান: জহুর হোসেন চৌধুরী হল (২য় তলা)
জাতীয় প্রেসক্লাব তোপখানা রোড, ঢাকা।

🔴প্রধান অতিথি: অধ্যাপক ড. মুহাম্মাদ মোসলেহ উদ্দীন।
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।
🟢সভাপতি: শাইখ মোঃ গোলাম আযম।
প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।

♦️লিখিত বক্তব্য পাঠ: এস এম আব্দুল লতিফ।
মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।

✅সঞ্চালনায়: মুহাম্মাদ তৌহিদ বিন তোফাজ্জল হক। যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।
মুহাম্মাদ আব্দুল মোমেন। তথ্য ও প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।

🇧🇩আয়োজনে: বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি

ইনশাআল্লাহ।
14/08/2025

ইনশাআল্লাহ।

🇧🇩বঙ্গীয় আহলেহাদীসদের সূফী/দরবেশি পনা থেকে বের করতে যুগে যুগে আব্দুল্লাহেল কাফি আল কোরাইশি, মাওলানা আকরাম খা,আল্লামা এহস...
05/08/2025

🇧🇩বঙ্গীয় আহলেহাদীসদের সূফী/দরবেশি পনা থেকে বের করতে যুগে যুগে আব্দুল্লাহেল কাফি আল কোরাইশি, মাওলানা আকরাম খা,আল্লামা এহসান এলাহী যহির(রাহিমাহুল্লাহ) গণ ঘুরে দাঁড়িয়েছেন।

♦️ধর্ম ও রাজনীতি উভয় স্থানে ভূমিকা রেখে জাতিকে পথ দেখিয়েছেন। কেবল মিম্বর, আর সংগঠন খুলে সেগুলোর আমীর হয়ে বসে সন্তুষ্ট থাকেন নি তারা।

✅মুসলিমদের জন্য রাষ্ট্র/ভূখন্ড অত্যান্ত জরুরী বিষয়, সেটার দায়িত্ব নাস্তিক, সেক্যুলার, পশ্চিমা ও ভারতের নিকট বর্গা দিতে উন্মুক্ত ছেড়ে রাখেন নি।

♦️ প্রফেসর ড. মুহাম্মাদ মোসলেহ উদ্দীন এই পথে নতুন নয়, পূর্ববর্তীরা সে পথ দেখিয়ে গিয়েছেন।

✅ঘরে বসে খেলাফত চাই, খেলাফত প্রতিষ্ঠার করব বললেই এই সেক্যুলার, নাস্তিক, ভারত ও পশ্চিমা এজেন্টরা আপনাকে চেয়ার ছেড়ে দিয়ে যাবে❓

♦️এটা স্পষ্ট করুন, খেলাফত এর রোড ম্যাপ কি❓
আপনাদেত মক্কা জীবন ঠিক কত বছর পর শেষ হবে?কিভাবে কোন প্রক্রিয়ায় এই দেশে এই পরিস্থিতিতে এটি এই ভূখন্ডে প্রতিষ্ঠা করবেন?

✅মূখস্ত বা গড়ে রাসূল (সাঃ) যেভাবে করেছেন সেভাবে করবেন, দয়া করে এসব কথা বলবেন না।কারণ রাসূল (সাঃ) এর নিকট ওহী আসতো। আপনার নিকট আসবে না।

♦️ মদীনা রাষ্ট্র ব্যাতিত জিহাদ এর আয়াত নাযিলের পর রাসূল (সাঃ) ও খোলাফায়ে রাশেদিনসহ অন্য যেখানেই খেলাফত প্রতিষ্ঠা হয়েছে তা কি শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে হয়েছে❓

🎙️দাওয়াত একটি চলমান প্রক্রিয়া। কিয়ামত পর্যন্ত এটি বন্ধ হবে না। রাষ্ট্রে ইসলামী খেলাফত থাকুক আর কোন সিস্টেম থাকুক দাওয়াত চলতেই থাকবে।

🎙️সুতরাং এই বৃহত্তর জনগণ কে দরবেশ আর সূফিবাদের আধুনিক ভার্সন হিসাবে গড়ে তুলবেন না অনুগ্রহ করে।

২০২৪ সালের ৫ ই আগষ্ট শেখ হাসিনার পতনের পর।
05/08/2025

২০২৪ সালের ৫ ই আগষ্ট শেখ হাসিনার পতনের পর।

21/07/2025
20/07/2025

আহলে হাদীস দের রাজনৈতিক ইতিহাস। যা অনেকেরই অজানা।

জাতীয় ইনসাফ পার্টিতে যোগ দিন! ন্যায় ও  কল্যাণকর রাষ্ট্র গঠনের শপথ নিন!
20/07/2025

জাতীয় ইনসাফ পার্টিতে যোগ দিন!
ন্যায় ও কল্যাণকর রাষ্ট্র গঠনের শপথ নিন!

বাংলাদেশ জাতীয় ইনসাফ পাটি
18/07/2025

বাংলাদেশ জাতীয় ইনসাফ পাটি

কালিহাতি উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
16/07/2025

কালিহাতি উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

16/07/2025

নির্বাচন প্রক্রিয়া আর গণতন্ত্র এক নয়। নির্বাচন একটি দায়িত্ব বন্টন পদ্ধতি, গণতন্ত্র ইজম ও মতবাদ যা আক্বীদা ও আদর্শের সাথে যুক্ত।
শায়েখ সাইফুল্লাহ আল মাদানী

Address

Kalihati, Dhaka
Jeddah

Telephone

+966576413237

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি-কালিহাতি Bangladesh National Justice Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি-কালিহাতি Bangladesh National Justice Party:

Share