22/06/2025
ভাই, আমি ইংরেজিতে ভালো না,
ভিডিও কলে কমফোর্ট ফিল করি না,
ক্লায়েন্ট যদি কলে কথা বলতে চায়, তখন কী বলবো বুঝি না!
আমি বুঝি ভাই, নতুনদের জন্য এটা একদম স্বাভাবিক ব্যাপার।
ভয় আমিও পেয়েছি একসময়। কিন্তু এই ভয় যতদিন থাকবে, ততদিনই পিছিয়ে থাকবেন আপনি। আপনাকে মনে রাখতে হবে যে প্রথম প্রথম কথা বলার সময় যে ধুকপুকানি, এইটা আজ হোক কাল হোক, আপনাকে পাড়ি দিতেই হবে আর সেটা যত দ্রুত করবেন ততই সময় বাঁচবে।
আপনি ইংরেজি ভালো পারেন না বা কারো সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাস নেই, তাতে কি হবে
বড়জোর আপনার অ্যা, উ, গ্যা, গু শুনে ক্লায়েন্ট আপনাকে hire করবে না। সেতো আপনি মিটিং না করলে এমনিতেই আপনাকে hire করবে না। কিন্তু এইভাবে দুচারদিন কথা বলেই দেখুন না, বিষয়টা উপর থেকে যত কঠিন মনে হয়, আসলে তত কঠিন নয়।
ওপাশে যিনি থাকবেন তিনি আপনার IELTS টেস্ট নিতে বসেননি। উনি জানেন যে এটা আপনার মাতৃভাষা নয়, আপনি তার মতো করে বলতে পারবেন না।
এইযে আমি, আমার ইংরেজি উচ্চারণ ভালো নয়, তবুও বছরের পর বছর ধরে এটাই তো করে যাচ্ছি! তবে হ্যা, আমি দিনদিন চর্চা করছি, চেষ্টা করে যাচ্ছি ইংরেজিতে উন্নতির। সেটা আপনিও করবেন।
কিন্তু ভাই, শুরুটা তো করুন!
এরপরে দেখবেন আস্তে আস্তে সবই হাতে চলে আসবে।
আর ফ্রিল্যান্সিং শুরু করতে কতটুকু ইংরেজি জানতে হয় এ বিষয়ে আমার একটি ভিডিও আসছে শিঘ্রই। আপডেট থাকুন আমার ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
শুভ কামনা রইলো